ETV Bharat / city

Bengal Municipal Election 2022 Live : দিনভর অশান্তির আবহে শেষ হল 108 পৌরসভার ভোট - Bengal Municipal Election 2022

Bengal Civic Polls 2022
ভোট গ্রহণ শুরু হল 108 পৌরসভার 2171 ওয়ার্ডে
author img

By

Published : Feb 27, 2022, 7:37 AM IST

Updated : Feb 27, 2022, 5:43 PM IST

17:38 February 27

শেষ হল রাজ্যের কুড়িটি জেলার 108টি পৌরসভায় নির্বাচন ৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে আগেই ৷ দাবি করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ৷ সেই দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও তার শেষ রক্ষা হয়নি ৷ তবে নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ মোতায়েন করা হয়েছে 44 হাজার রাজ্য পুলিশ ৷

  • ঘড়ির কাঁটা বিকেল পাঁচটার ঘর ছুঁতেই শেষ হল 108টি পৌরসভার ভোটগ্রহণ পর্ব ৷ প্রায় প্রতিটি জেলা থেকেই এসেছে অশান্তির খবর ৷ ছাপ্পা ভোট, বুথ জ্যাম, নির্বাচনী এজেন্টদের মারধরের অভিযোগ এনেছে বিরোধীরা ৷

16:23 February 27

  • শেষ পর্যায়ে 108 পৌরসভার ভোটগ্রহণ পর্ব ৷ এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে মালদায় বেশ কিছু পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বাম ও বিজেপি ৷

16:23 February 27

  • অশোকনগরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই কংগ্রেস কর্মী ৷ অভিযোগ, তৃণমূলের বুথ ক্যাম্প থেকে কয়েকজন যুবক বেরিয়ে এসে তাঁদের মারধর করে ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

16:23 February 27

  • জলপাইগুড়ির 1 নম্বর ওয়ার্ডের রিজিওনাল ট্রেনিং সেন্টারে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ পুলিশের উপস্থিতিতে দরজা বন্ধ করে দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ ৷ খবর সংগ্রহে গেলে সংবাদমাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হয় ৷

15:41 February 27

  • দুপুর তিনটে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল পূর্ব মেদিনীপুর জেলায় ৷ ওই জেলায় ভোটের হার 75.76 শতাংশ ৷ এরপরই রয়েছে পূর্ব বর্ধমান ৷ সেখানে ভোটের হার 71.65 শতাংশ ৷

15:27 February 27

দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার

আলিপুরদুয়ার- 64.69 শতাংশ

বাঁকুড়া - 67.51

বীরভূম- 71.26 শতাংশ

কোচবিহার- 65.27 শতাংশ

দক্ষিণ দিনাজপুর- 67.86 শতাংশ

দার্জিলিং- 47.84 শতাংশ

হুগলি- 62.89 শতাংশ

হাওড়া- 66.77 শতাংশ

জলপাইগুড়ি- 66.60 শতাংশ

ঝাড়গ্রাম- 65.24 শতাংশ

মালদা- 68.98 শতাংশ

মুর্শিদাবাদ- 73.09 শতাংশ

নদিয়া- 68.25 শতাংশ

দক্ষিণ 24 পরগনা- 63.73 শতাংশ

পশ্চিম মেদিনীপুর- 63.33 শতাংশ

পূর্ব বর্ধমান- 71.65 শতাংশ

পূর্ব মেদিনীপুর - 75.76 শতাংশ

পুরুলিয়া - 58.79 শতাংশ

দক্ষিণ 24 পরগনা- 61.70 শতাংশ

উত্তর দিনাজপুর- 69.44 শতাংশ

15:10 February 27

  • জগদ্দল পৌরসভা এলাকায় নির্বাচন চলাকালীন ব্যাপক গণ্ডগোল ৷ সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তাঁকে লক্ষ্য করে ইট এবং গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন সাংসদ ৷

13:58 February 27

  • কামারহাটিতে ব্যাপক গন্ডগোল ৷ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 14 জনকে ৷ কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন ৷
  • দুপুর 1টা অবধি ভোট পড়ল 49.91 শতাংশ ৷

12:25 February 27

অনুব্রত মণ্ডলের গড়ে পৌরভোট যুদ্ধ
  • ভোট দিলেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর গড়ে এদিন বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ভোটারদের মধ্যে নকুলদানা-বাতাসা বিলির অভিযোগ উঠেছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি নকুলদানা, গুড়-বাতাসা বিলির নিদান দেন ৷ এদিনও বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তাপসী বাউড়িকে নকুলদানা ও বাতাসা বিলি করতে দেখা যায়, যাতে নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে তৃণমূল প্রার্থী বলেন, "ভোটাররা গরমে আসছেন ৷ তাই নকুলদানা দিচ্ছি ৷"

12:14 February 27

  • কাঁথি পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে প্রভাতকুমার কলেজে ভোট দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শিশির অধিকারী ৷ সঙ্গে ছিলেন দিব্যেন্দু অধিকারী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছে । নন্দীগ্রামের বদলা নিতে কালীঘাটের নির্দেশে এইসব ঘটনা ঘটছে ।"

11:50 February 27

  • সিপিএমের প্রার্থী এবং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল গুসকরা পৌরসভা এলাকায় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে সিপিএমের কর্মীদের বিরুদ্ধে । এরপরেই লাঠিচার্জ করে পুলিশ ।

11:30 February 27

  • সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়ল 33.52 শতাংশ ৷

11:12 February 27

  • ভাটপাড়ায় এদিন সকাল থেকেই অশান্তি ৷ বিভিন্ন ওয়ার্ডে চলছে ঝামেলা ৷ কোথাও কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । কাঁকিনাড়া মানিকপির এলাকার একটি বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই চলে ইভিএম ভাঙচুর ৷ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, "ভোটের নামে ভাটপাড়ায় প্রহসন চলছে ৷"

10:53 February 27

তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ
  • কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল ৷ বিজেপি বিধায়ক মালতির রাভা রায় জানান, তুফানগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে তৃণমূলীরা অপহরণ করেছে । এনিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তাঁরা ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

10:34 February 27

রাজ্যজুড়ে চলছে পৌরভোট
  • কাঁথি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন দু'জন সাংবাদিক । তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । তবে তাঁদের কলকাতায় হস্তান্তরিত করারল পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

10:23 February 27

Bengal Civic Polls 2022
বনগাঁয় নির্দল প্রার্থী এবং তাঁর এজেন্টকে মারধারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি বনবিহারী প্রাথমিক বিদ্যালয়ের বুথে নির্দল প্রর্থী সুমিত্রা দত্তরায় এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে । নির্দল প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ । একই অভিযোগ বিজেপি ও সিপিআই প্রার্থীরও । বুথের বাইরে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস । এদিকে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সিপিএম প্রার্থী শিপ্রা বাইন । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

09:38 February 27

ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে
  • ইংরেজবাজারে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 183, 184 এবং 186 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল । ক্যামেরা দেখে ছুটে পালাল ভুয়ো ভোটার । বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলে জানালেন বিজেপি প্রার্থী । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

09:32 February 27

Bengal Civic Polls 2022
বারাসতে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
  • বারাসতে বুথের মধ্যে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্তর বিরুদ্ধে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতের চন্দনপুর এলাকায় । অভিযোগ, চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 259 নম্বর বুথে ঢুকে আচমকাই ইভিএম মেশিন তুলে আছাড় মারেন 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী । ঘটনায় হতচকিত হয়ে যান দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার থেকে ভোটকর্মীরা । তারপরই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

09:25 February 27

  • বালুরঘাটে ইভিএম বিভ্রাটের জন্য ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোটগ্রহণ ৷ পৌরসভায় 22 নম্বর ওয়ার্ডের 68 নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় প্রথমে সমস্যা তৈরি হয় ৷ পরে ইভিএম বদল করে ভোট শুরু হয় ।
  • বাঁকুড়া পৌরসভাতেও ইভিএম বিকল থাকার কারণে সমস্যা তৈরি হয় ৷ 18 নম্বর ওয়ার্ডের 170 নম্বর বুথে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ৷

09:20 February 27

Bengal Civic Polls 2022
জলপাইগুড়িতে বিরোধী প্রার্থীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে
  • জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিরোধী প্রার্থীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । জলপাইগুড়ি হাইস্কুলের ঘটনা । অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান বিরোধী প্রার্থীরা ।

09:12 February 27

  • দুবরাজপুরে বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 189 নম্বর বুথে ৷ বিজেপির কর্মী ভোট দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুবরাজপুর থানার পুলিশ ।

08:47 February 27

ইংরেজবাজারে তৃণমূল-বিজেপি বচসা
  • সাতসকালে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে সরগরম ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের 169 নম্বর বুথ । ভোটকেন্দ্রের সামনে জমায়েতকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বচসা বেধে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনিশ সরকার । পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে ।

08:36 February 27

Bengal Civic Polls 2022
ইংরেজবাজারে ভোট দিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
  • সকাল সকাল ভোট দিলেন ইংরেজবাজারের ভিআইপি প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । প্রাক্তন মন্ত্রী ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ড ও তাঁর স্ত্রী কাকলি চৌধুরী 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

08:25 February 27

Bengal Civic Polls 2022
কোচবিহারে নাগরী হিন্দি স্কুলের বুথে ভোট দিলেন রবীন্দ্রনাথ ঘোষ
  • কোচবিহার সদর নাগরী হিন্দি স্কুলের 4/246 নম্বর বুথে ভোট দিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ । ভোট দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী বলেন, "মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন ৷ কোচবিহার পৌরসভার সবক'টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন ।" বিভিন্ন বুথে বিজেপির নির্বাচনী এজেন্টের বসতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, "ওরা ভিত্তিহীন অভিযোগ করছে ।"

08:15 February 27

  • শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ঝাড়গ্রামেও । এখানে ওয়ার্ড সংখ্যা 18টি ৷ 66টি বুথে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, সিপিআই, কংগ্রেস, ঝাড়খণ্ড পার্টি ও নির্দল মিলিয়ে মোট 55 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । পৌরসভায় মোট ভোটার সংখ্যা 52 হাজার 500 । পুরুষ রয়েছেন 25 হাজার 345 জন ও মহিলা 27 হাজার 143 জন, অনান্য রয়েছেন 12 জন ।

08:10 February 27

  • জয়নগর-মাজিলপুর পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের 121 ও 122 নম্বর বুথে এদিন সকাল থেকেই ভোটার লাইনে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ রয়েছেন বয়স্করাও ৷ এখানে 14টি ওয়ার্ডের বুথের সংখ্যা 29টি ৷ মোট ভোটার সংখ্যা 23 হাজার 723 জন । পুরুষ ভোটার সংখ্যা 11 হাজার 581 জন ও মহিলা ভোটার রয়েছেন 12 হাজার 141 জন । অন্যন ভোটার রয়েছেন 1 জন ৷ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি ভোটার রয়েছেন ৷ সংখ্যাটি 1159 ৷ উল্টোদিকে সবথেকে কম ভোটার রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে ৷ 574 জন।

08:04 February 27

  • বাঁকুড়া পৌরসভায় প্রথম ভোটটি দিলেন 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক এবং বাঁকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা । নির্বাচনের দিন বরাবারই ইনি প্রথম ভোটটি দেন ৷ আজও বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে সকালে আগেভাগে তাই তাই করলেন ৷ বলেন, "আমাদের এখানে ভোট বরাবরই শান্তিপূর্ণ ৷ এবারেও তাই হচ্ছে ৷ মানুষ ভোট দিতে আসছেন ৷ ভোট ভালই হবে ।"

07:56 February 27

Bengal Civic Polls 2022
কাঁথি পৌরসভার একটি বুথে ভোটারদের লাইন
  • কাঁথি পৌরসভাতেও চলছে ভোটগ্রহণ ৷ গতকাল রাতেই এখানে বিধি ভেঙে জমায়েত করায় আটক করা হয়েছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা নন্দীগ্রামের বিজেপির নেতা প্রলয় পালকে । পাশাপাশি গতকালই শিশির অধিকারীর একটি ফোনকলের ভাইরাল অডিয়ো সামনে এসেছে ৷ তাঁর বিরুদ্ধে ভোটার ও নেতাদের ফোন করে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ তবে সংবেদনশীল জেলায় এদিন ভোট শুরুর পর উত্তর কাঁথির বিধায়ক সুনীতা সিংহ জানালেন, ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই ৷ এখনও পর্যন্ত কোথাও কোনও গন্ডগোল নেই ৷

07:43 February 27

  • রয়েছেন 16 জন বিশেষ পর্যবেক্ষক ৷ দুই 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় থাকছে বাড়তি নজরদারি । এই জেলাগুলির ক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

07:39 February 27

  • রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে ৷ ভোট করানো হচ্ছে 44 হাজার রাজ্য পুলিশ দিয়ে ৷ সবক'টি বুথেই থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী । পাশাপাশি প্রতিটি বুথে বসেছে সিসিটিভি ক্যামেরা ৷ ভোট করাচ্ছেন 50 হাজার ভোটকর্মী ৷

07:25 February 27

  • রাজ্যের 20টি জেলায় শুরু হয়েছে পৌরসভা নির্বাচন ৷
  • 108টি পৌরসভা মোট ওয়ার্ডের সংখ্যা 2276 । তবে ভোট গ্রহণ চলছে মোট 2171টি ওয়ার্ডে ৷
  • দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী দীপেনকুমার মজুমদার ও ভাটপাড়ার 3 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বাবলি দে মারা যাওয়ায় এই দুই পৌরসভার নির্বাচন আপাতত হচ্ছে না ।

17:38 February 27

শেষ হল রাজ্যের কুড়িটি জেলার 108টি পৌরসভায় নির্বাচন ৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে আগেই ৷ দাবি করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ৷ সেই দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও তার শেষ রক্ষা হয়নি ৷ তবে নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ মোতায়েন করা হয়েছে 44 হাজার রাজ্য পুলিশ ৷

  • ঘড়ির কাঁটা বিকেল পাঁচটার ঘর ছুঁতেই শেষ হল 108টি পৌরসভার ভোটগ্রহণ পর্ব ৷ প্রায় প্রতিটি জেলা থেকেই এসেছে অশান্তির খবর ৷ ছাপ্পা ভোট, বুথ জ্যাম, নির্বাচনী এজেন্টদের মারধরের অভিযোগ এনেছে বিরোধীরা ৷

16:23 February 27

  • শেষ পর্যায়ে 108 পৌরসভার ভোটগ্রহণ পর্ব ৷ এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে মালদায় বেশ কিছু পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বাম ও বিজেপি ৷

16:23 February 27

  • অশোকনগরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই কংগ্রেস কর্মী ৷ অভিযোগ, তৃণমূলের বুথ ক্যাম্প থেকে কয়েকজন যুবক বেরিয়ে এসে তাঁদের মারধর করে ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

16:23 February 27

  • জলপাইগুড়ির 1 নম্বর ওয়ার্ডের রিজিওনাল ট্রেনিং সেন্টারে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ পুলিশের উপস্থিতিতে দরজা বন্ধ করে দুষ্কৃতীরা ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ ৷ খবর সংগ্রহে গেলে সংবাদমাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হয় ৷

15:41 February 27

  • দুপুর তিনটে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল পূর্ব মেদিনীপুর জেলায় ৷ ওই জেলায় ভোটের হার 75.76 শতাংশ ৷ এরপরই রয়েছে পূর্ব বর্ধমান ৷ সেখানে ভোটের হার 71.65 শতাংশ ৷

15:27 February 27

দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার

আলিপুরদুয়ার- 64.69 শতাংশ

বাঁকুড়া - 67.51

বীরভূম- 71.26 শতাংশ

কোচবিহার- 65.27 শতাংশ

দক্ষিণ দিনাজপুর- 67.86 শতাংশ

দার্জিলিং- 47.84 শতাংশ

হুগলি- 62.89 শতাংশ

হাওড়া- 66.77 শতাংশ

জলপাইগুড়ি- 66.60 শতাংশ

ঝাড়গ্রাম- 65.24 শতাংশ

মালদা- 68.98 শতাংশ

মুর্শিদাবাদ- 73.09 শতাংশ

নদিয়া- 68.25 শতাংশ

দক্ষিণ 24 পরগনা- 63.73 শতাংশ

পশ্চিম মেদিনীপুর- 63.33 শতাংশ

পূর্ব বর্ধমান- 71.65 শতাংশ

পূর্ব মেদিনীপুর - 75.76 শতাংশ

পুরুলিয়া - 58.79 শতাংশ

দক্ষিণ 24 পরগনা- 61.70 শতাংশ

উত্তর দিনাজপুর- 69.44 শতাংশ

15:10 February 27

  • জগদ্দল পৌরসভা এলাকায় নির্বাচন চলাকালীন ব্যাপক গণ্ডগোল ৷ সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ তাঁকে লক্ষ্য করে ইট এবং গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন সাংসদ ৷

13:58 February 27

  • কামারহাটিতে ব্যাপক গন্ডগোল ৷ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 14 জনকে ৷ কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন ৷
  • দুপুর 1টা অবধি ভোট পড়ল 49.91 শতাংশ ৷

12:25 February 27

অনুব্রত মণ্ডলের গড়ে পৌরভোট যুদ্ধ
  • ভোট দিলেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর গড়ে এদিন বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ভোটারদের মধ্যে নকুলদানা-বাতাসা বিলির অভিযোগ উঠেছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি নকুলদানা, গুড়-বাতাসা বিলির নিদান দেন ৷ এদিনও বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তাপসী বাউড়িকে নকুলদানা ও বাতাসা বিলি করতে দেখা যায়, যাতে নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে তৃণমূল প্রার্থী বলেন, "ভোটাররা গরমে আসছেন ৷ তাই নকুলদানা দিচ্ছি ৷"

12:14 February 27

  • কাঁথি পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে প্রভাতকুমার কলেজে ভোট দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শিশির অধিকারী ৷ সঙ্গে ছিলেন দিব্যেন্দু অধিকারী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছে । নন্দীগ্রামের বদলা নিতে কালীঘাটের নির্দেশে এইসব ঘটনা ঘটছে ।"

11:50 February 27

  • সিপিএমের প্রার্থী এবং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল গুসকরা পৌরসভা এলাকায় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে সিপিএমের কর্মীদের বিরুদ্ধে । এরপরেই লাঠিচার্জ করে পুলিশ ।

11:30 February 27

  • সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়ল 33.52 শতাংশ ৷

11:12 February 27

  • ভাটপাড়ায় এদিন সকাল থেকেই অশান্তি ৷ বিভিন্ন ওয়ার্ডে চলছে ঝামেলা ৷ কোথাও কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । কাঁকিনাড়া মানিকপির এলাকার একটি বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই চলে ইভিএম ভাঙচুর ৷ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, "ভোটের নামে ভাটপাড়ায় প্রহসন চলছে ৷"

10:53 February 27

তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ
  • কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল ৷ বিজেপি বিধায়ক মালতির রাভা রায় জানান, তুফানগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে তৃণমূলীরা অপহরণ করেছে । এনিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তাঁরা ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

10:34 February 27

রাজ্যজুড়ে চলছে পৌরভোট
  • কাঁথি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন দু'জন সাংবাদিক । তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । তবে তাঁদের কলকাতায় হস্তান্তরিত করারল পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

10:23 February 27

Bengal Civic Polls 2022
বনগাঁয় নির্দল প্রার্থী এবং তাঁর এজেন্টকে মারধারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি বনবিহারী প্রাথমিক বিদ্যালয়ের বুথে নির্দল প্রর্থী সুমিত্রা দত্তরায় এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে । নির্দল প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ । একই অভিযোগ বিজেপি ও সিপিআই প্রার্থীরও । বুথের বাইরে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস । এদিকে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সিপিএম প্রার্থী শিপ্রা বাইন । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

09:38 February 27

ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে
  • ইংরেজবাজারে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 183, 184 এবং 186 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল । ক্যামেরা দেখে ছুটে পালাল ভুয়ো ভোটার । বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলে জানালেন বিজেপি প্রার্থী । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

09:32 February 27

Bengal Civic Polls 2022
বারাসতে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
  • বারাসতে বুথের মধ্যে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্তর বিরুদ্ধে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতের চন্দনপুর এলাকায় । অভিযোগ, চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 259 নম্বর বুথে ঢুকে আচমকাই ইভিএম মেশিন তুলে আছাড় মারেন 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী । ঘটনায় হতচকিত হয়ে যান দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার থেকে ভোটকর্মীরা । তারপরই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

09:25 February 27

  • বালুরঘাটে ইভিএম বিভ্রাটের জন্য ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোটগ্রহণ ৷ পৌরসভায় 22 নম্বর ওয়ার্ডের 68 নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় প্রথমে সমস্যা তৈরি হয় ৷ পরে ইভিএম বদল করে ভোট শুরু হয় ।
  • বাঁকুড়া পৌরসভাতেও ইভিএম বিকল থাকার কারণে সমস্যা তৈরি হয় ৷ 18 নম্বর ওয়ার্ডের 170 নম্বর বুথে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ৷

09:20 February 27

Bengal Civic Polls 2022
জলপাইগুড়িতে বিরোধী প্রার্থীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে
  • জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বিরোধী প্রার্থীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । জলপাইগুড়ি হাইস্কুলের ঘটনা । অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান বিরোধী প্রার্থীরা ।

09:12 February 27

  • দুবরাজপুরে বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 189 নম্বর বুথে ৷ বিজেপির কর্মী ভোট দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুবরাজপুর থানার পুলিশ ।

08:47 February 27

ইংরেজবাজারে তৃণমূল-বিজেপি বচসা
  • সাতসকালে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে সরগরম ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের 169 নম্বর বুথ । ভোটকেন্দ্রের সামনে জমায়েতকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বচসা বেধে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনিশ সরকার । পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে ।

08:36 February 27

Bengal Civic Polls 2022
ইংরেজবাজারে ভোট দিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
  • সকাল সকাল ভোট দিলেন ইংরেজবাজারের ভিআইপি প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । প্রাক্তন মন্ত্রী ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ড ও তাঁর স্ত্রী কাকলি চৌধুরী 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

08:25 February 27

Bengal Civic Polls 2022
কোচবিহারে নাগরী হিন্দি স্কুলের বুথে ভোট দিলেন রবীন্দ্রনাথ ঘোষ
  • কোচবিহার সদর নাগরী হিন্দি স্কুলের 4/246 নম্বর বুথে ভোট দিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ । ভোট দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী বলেন, "মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন ৷ কোচবিহার পৌরসভার সবক'টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন ।" বিভিন্ন বুথে বিজেপির নির্বাচনী এজেন্টের বসতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, "ওরা ভিত্তিহীন অভিযোগ করছে ।"

08:15 February 27

  • শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ঝাড়গ্রামেও । এখানে ওয়ার্ড সংখ্যা 18টি ৷ 66টি বুথে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, সিপিআই, কংগ্রেস, ঝাড়খণ্ড পার্টি ও নির্দল মিলিয়ে মোট 55 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । পৌরসভায় মোট ভোটার সংখ্যা 52 হাজার 500 । পুরুষ রয়েছেন 25 হাজার 345 জন ও মহিলা 27 হাজার 143 জন, অনান্য রয়েছেন 12 জন ।

08:10 February 27

  • জয়নগর-মাজিলপুর পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের 121 ও 122 নম্বর বুথে এদিন সকাল থেকেই ভোটার লাইনে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ রয়েছেন বয়স্করাও ৷ এখানে 14টি ওয়ার্ডের বুথের সংখ্যা 29টি ৷ মোট ভোটার সংখ্যা 23 হাজার 723 জন । পুরুষ ভোটার সংখ্যা 11 হাজার 581 জন ও মহিলা ভোটার রয়েছেন 12 হাজার 141 জন । অন্যন ভোটার রয়েছেন 1 জন ৷ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি ভোটার রয়েছেন ৷ সংখ্যাটি 1159 ৷ উল্টোদিকে সবথেকে কম ভোটার রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে ৷ 574 জন।

08:04 February 27

  • বাঁকুড়া পৌরসভায় প্রথম ভোটটি দিলেন 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক এবং বাঁকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা । নির্বাচনের দিন বরাবারই ইনি প্রথম ভোটটি দেন ৷ আজও বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে সকালে আগেভাগে তাই তাই করলেন ৷ বলেন, "আমাদের এখানে ভোট বরাবরই শান্তিপূর্ণ ৷ এবারেও তাই হচ্ছে ৷ মানুষ ভোট দিতে আসছেন ৷ ভোট ভালই হবে ।"

07:56 February 27

Bengal Civic Polls 2022
কাঁথি পৌরসভার একটি বুথে ভোটারদের লাইন
  • কাঁথি পৌরসভাতেও চলছে ভোটগ্রহণ ৷ গতকাল রাতেই এখানে বিধি ভেঙে জমায়েত করায় আটক করা হয়েছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা নন্দীগ্রামের বিজেপির নেতা প্রলয় পালকে । পাশাপাশি গতকালই শিশির অধিকারীর একটি ফোনকলের ভাইরাল অডিয়ো সামনে এসেছে ৷ তাঁর বিরুদ্ধে ভোটার ও নেতাদের ফোন করে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ তবে সংবেদনশীল জেলায় এদিন ভোট শুরুর পর উত্তর কাঁথির বিধায়ক সুনীতা সিংহ জানালেন, ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই ৷ এখনও পর্যন্ত কোথাও কোনও গন্ডগোল নেই ৷

07:43 February 27

  • রয়েছেন 16 জন বিশেষ পর্যবেক্ষক ৷ দুই 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায় থাকছে বাড়তি নজরদারি । এই জেলাগুলির ক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

07:39 February 27

  • রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে ৷ ভোট করানো হচ্ছে 44 হাজার রাজ্য পুলিশ দিয়ে ৷ সবক'টি বুথেই থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী । পাশাপাশি প্রতিটি বুথে বসেছে সিসিটিভি ক্যামেরা ৷ ভোট করাচ্ছেন 50 হাজার ভোটকর্মী ৷

07:25 February 27

  • রাজ্যের 20টি জেলায় শুরু হয়েছে পৌরসভা নির্বাচন ৷
  • 108টি পৌরসভা মোট ওয়ার্ডের সংখ্যা 2276 । তবে ভোট গ্রহণ চলছে মোট 2171টি ওয়ার্ডে ৷
  • দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী দীপেনকুমার মজুমদার ও ভাটপাড়ার 3 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বাবলি দে মারা যাওয়ায় এই দুই পৌরসভার নির্বাচন আপাতত হচ্ছে না ।
Last Updated : Feb 27, 2022, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.