কলকাতা, 6 ডিসেম্বর : এবার হাওড়া পৌরবিল নিয়ে বিবাদে জড়ালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় (west bengal governor and assembly speaker spar over howrah municipal corporation amendment bill)। ঘটনার সূত্রপাত বিমান বন্দোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ৷
সোমবার দুপুরে তিনি সংবাদমাধ্যমকে জানান, হাওড়া পৌর বিলকে রাজ্যপাল অনুমোদন না দেওয়ার জন্যই হাওড়া পৌরনিগমের নির্বাচন কলকাতা পৌরনিগমের সঙ্গে করা গেল না। বিধানসভার অধ্যক্ষ এদিন আরও বলেন, 'হাওড়া এবং কলকাতা পৌরনিগমের নির্বাচন একসঙ্গেই হওয়ার কথা ছিল। হাওড়ার পৌরবিল দ্রুত পাশ না হওয়ার জন্য সেখানে ভোট হল না। রাজ্যপাল যদি বুঝতেন কোনটা দ্রুত প্রয়োজন, তাহলে এই ভোটও হতে পারত ৷" বিমানবাবু এই প্রশ্নও তোলেন, রাষ্ট্রপতি যদি একদিনে কৃষি বিলে সই করতে পারেন তা রাজ্যপাল হাওড়া পৌরবিলের ক্ষেত্রে কেন তা পারলেন না? কলকাতা পৌরনিগমের নির্বাচন আগামী 19 ডিসেম্বর হওয়ার কথা।
আরও পড়ুন : Mamata Banerjee at Malda: প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী
সোমবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই গণেশ বন্দোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনকর। গণেশবাবুকে দেখে বেরিয়ে আসার সময় সেখানেই তিনি সাংবাদিকদের সামনে বিমান বন্দ্য়োপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে ক্ষোভ উগড় দেন৷ রাজ্যপাল বলেন,"বিমানবাবু বারংবার অসাংবিধানিকভাবে আমার বিরুদ্ধে কথা বলে চলেছেন ৷ এর আগেও অধ্যক্ষদের সম্মেলনে বিমানবাবু আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন।" রাজ্যপালের মতে, বিধানসভার অধ্যক্ষর এহেন আচরণ অসাংবিধানিক এবং রাজ্যপালের পদের প্রতি অবমানকর।
রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছিল হাওড়া পৌরসভা (সংশোধনী) বিল 2021। এই বিলের মাধ্যমে বালি পৌরসভার ওয়ার্ডগুলিকে হাওড়া পৌরনিগম থেকে আলাদা করার কথা বলা হয়েছিল। কিন্তু এই বিলকে অনুমোদন করেননি রাজ্যপাল জগদীপ ধনকর।