ETV Bharat / city

চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে 'ডক্টরস গ্রিভান্স ফোরাম ' - CORONA

হাসপাতাল, নার্সিংহোম অথবা ডাক্তারদের চেম্বারে আইনশৃঙ্খলার অবনতির মতো অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে তার তথ্য ছবি পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবে রাজ্য প্রশাসনের অন্দরে। সেই মতো ব্যবস্থা নেবে প্রশাসন ।

NABANNA
NABANNA
author img

By

Published : Aug 19, 2020, 4:13 AM IST

কলকাতা, 19 অগাস্ট : কোরোনা প্যান্ডেমিক পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসকরা কাজ করে চলেছেন । তাদের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। চিকিৎসকদের ওপরে যাতে কোনও প্রকার হামলা না হয় তার জন্য 'ডক্টরস গ্রিভান্স পোর্টাল' গঠন করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

জানা গেছে, হাসপাতাল, নার্সিংহোম অথবা ডাক্তারদের চেম্বারে আইনশৃঙ্খলার অবনতির মতো অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে তার তথ্য ছবি পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবে রাজ্য প্রশাসনের অন্দরে। সেই মতো ব্যবস্থা নেবে প্রশাসন ।

চিকিৎসকদের ওপরে হামলার ঘটনা প্রায়শই ঘটে থাকে। তা সময়মতো গোচরে আসেনা রাজ্য সরকারের। সঠিক সময়ে জানতে পারলে হামলাকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে প্রশাসন। চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা থেকেই গঠন হল 'ডক্টরস গ্রিভান্স পোর্টাল'। শুধুমাত্র আইনশৃঙ্খলা জনিত সমস্যা হলেই পোর্টালের মাধ্যমে চিকিৎসকরা প্রশাসনের নজরে আনতে পারবেন।

হাসপাতালের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, শহর বা জেলার হাসপাতাল কিনা, কোন জেলায় অবস্থিত, স্থানীয় থানার নাম, কেমন ধরনের আইন শৃঙ্খলা জনিত সমস্যা, তথ্য ও ছবি সহ সমস্ত বিষয় লিপিবদ্ধ করা যাবে "ডক্টরস গ্রিভান্স পোর্টালে।" এছাড়াও যে চিকিৎসক তথ্য লিপিবদ্ধ করছেন তাঁর নাম, ফোন নম্বর, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরতে পারবেন পোর্টালে।

কলকাতা, 19 অগাস্ট : কোরোনা প্যান্ডেমিক পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসকরা কাজ করে চলেছেন । তাদের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। চিকিৎসকদের ওপরে যাতে কোনও প্রকার হামলা না হয় তার জন্য 'ডক্টরস গ্রিভান্স পোর্টাল' গঠন করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

জানা গেছে, হাসপাতাল, নার্সিংহোম অথবা ডাক্তারদের চেম্বারে আইনশৃঙ্খলার অবনতির মতো অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে তার তথ্য ছবি পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবে রাজ্য প্রশাসনের অন্দরে। সেই মতো ব্যবস্থা নেবে প্রশাসন ।

চিকিৎসকদের ওপরে হামলার ঘটনা প্রায়শই ঘটে থাকে। তা সময়মতো গোচরে আসেনা রাজ্য সরকারের। সঠিক সময়ে জানতে পারলে হামলাকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে প্রশাসন। চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা থেকেই গঠন হল 'ডক্টরস গ্রিভান্স পোর্টাল'। শুধুমাত্র আইনশৃঙ্খলা জনিত সমস্যা হলেই পোর্টালের মাধ্যমে চিকিৎসকরা প্রশাসনের নজরে আনতে পারবেন।

হাসপাতালের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, শহর বা জেলার হাসপাতাল কিনা, কোন জেলায় অবস্থিত, স্থানীয় থানার নাম, কেমন ধরনের আইন শৃঙ্খলা জনিত সমস্যা, তথ্য ও ছবি সহ সমস্ত বিষয় লিপিবদ্ধ করা যাবে "ডক্টরস গ্রিভান্স পোর্টালে।" এছাড়াও যে চিকিৎসক তথ্য লিপিবদ্ধ করছেন তাঁর নাম, ফোন নম্বর, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরতে পারবেন পোর্টালে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.