ETV Bharat / city

বিমানযাত্রীদের জন্য় নির্দেশিকা প্রকাশ রাজ্যের - self-declaration forms on arrival

অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হয়েছে গতকাল থেকে ৷ বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়মে ধন্দে যাত্রীরা ৷ সংশয় কাটাতেই আজ রাজ্য সরকারের তরফ থেকে বিমানযাত্রীদের বিভিন্ন নিয়ম-কানুন সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করা হল ৷

domestic air travel
domestic air travel
author img

By

Published : May 26, 2020, 3:38 PM IST

কলকাতা, 26 মে: কাল থেকেই চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ তবে আপাতত রাজ্যে স্থগিত রাখা হয়েছে বিমান পরিষেবা, চালু হবে 28 মে থেকে ৷ আজ রাজ্য সরকারের তরফ থেকে বিমানযাত্রীদের জন্য একটি নিয়মাবলীর নির্দেশিকা প্রকাশিত করা হল ৷

এই নিয়মাবলীতে বল হয়েছে, সকল যাত্রীকেই বিমানবন্দরে প্রবেশের সময় ও যাত্রাকালীন মুখে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে৷ এছাড়া হাত পরিষ্কার, হাঁচি-কাশির সময় মুখ ঢাকা সহ যাবতীয় নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ এছাড়া বিমানবন্দরে প্রবেশের সময়ই স্বাস্থ্যপরীক্ষা করতে হবে ৷ কেবল উপসর্গহীন যাত্রীদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে ৷

আরও বলা হয়, বিমানবন্দরে পৌঁছানোর পরও স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে ৷ উপসর্গহীন যাত্রীদের বাড়ি যেতে দেওয়া হবে ৷ তবে 14 দিন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে ৷ কোনও উপসর্গ দেখা গেলেই তাঁদের স্থানীয় মেডিকেল অফিসার বা রাজ্যের কল সেন্টারে ফোন করে স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি জানাতে হবে ৷ এই নম্বরগুলি হল 1800 313 444 222/ 033-23412600, 2357 3636/1083/1085 ৷

West Bengal government issues guidelines for domestic air travel
রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকা

যেসকল যাত্রীদের কোরোনার কোনও উপসর্গ দেখা যাবে, তাঁদের কোভিড পরীক্ষা করা হবে ৷ কাছাকাছি কোনও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও স্যাম্পেল সংগ্রহ করা হবে ৷ যাঁদের কোরোনার উপসর্গ স্পষ্ট, তাদের নির্দিষ্ট কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে ও সেখানেই চিকিৎসা করা হবে ৷

যে সকল যাত্রীর সামান্য কিছু উপসর্গ দেখা যাবে তাঁদের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে আইসোলেশনে থাকতে হবে ৷ কোরোনা পরীক্ষার রিপোর্টের উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ৷ রাজ্যে পৌঁছানোর পরই প্রতিটি যাত্রীকে নিজের সুস্থতার ঘোষণাপত্র জমা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের কাছে ৷

বিমানবন্দরেও নিয়মিত স্যানিটাইজ়েশন করতে হবে ৷ বিমানবন্দরের বিভিন্ন স্থানে যথেষ্ট পরিমাণে সাবান বা স্যানিটাইজ়ার মজুত রাখতে হবে ৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসুরক্ষার যাবতীয় নিয়ম মেনে চলার নির্দেশ বিমানবন্দরের বিভিন্ন স্থানে প্রচার করতে হবে ৷

কলকাতা, 26 মে: কাল থেকেই চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ তবে আপাতত রাজ্যে স্থগিত রাখা হয়েছে বিমান পরিষেবা, চালু হবে 28 মে থেকে ৷ আজ রাজ্য সরকারের তরফ থেকে বিমানযাত্রীদের জন্য একটি নিয়মাবলীর নির্দেশিকা প্রকাশিত করা হল ৷

এই নিয়মাবলীতে বল হয়েছে, সকল যাত্রীকেই বিমানবন্দরে প্রবেশের সময় ও যাত্রাকালীন মুখে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে৷ এছাড়া হাত পরিষ্কার, হাঁচি-কাশির সময় মুখ ঢাকা সহ যাবতীয় নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ এছাড়া বিমানবন্দরে প্রবেশের সময়ই স্বাস্থ্যপরীক্ষা করতে হবে ৷ কেবল উপসর্গহীন যাত্রীদেরই বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে ৷

আরও বলা হয়, বিমানবন্দরে পৌঁছানোর পরও স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে ৷ উপসর্গহীন যাত্রীদের বাড়ি যেতে দেওয়া হবে ৷ তবে 14 দিন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে ৷ কোনও উপসর্গ দেখা গেলেই তাঁদের স্থানীয় মেডিকেল অফিসার বা রাজ্যের কল সেন্টারে ফোন করে স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি জানাতে হবে ৷ এই নম্বরগুলি হল 1800 313 444 222/ 033-23412600, 2357 3636/1083/1085 ৷

West Bengal government issues guidelines for domestic air travel
রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকা

যেসকল যাত্রীদের কোরোনার কোনও উপসর্গ দেখা যাবে, তাঁদের কোভিড পরীক্ষা করা হবে ৷ কাছাকাছি কোনও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও স্যাম্পেল সংগ্রহ করা হবে ৷ যাঁদের কোরোনার উপসর্গ স্পষ্ট, তাদের নির্দিষ্ট কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে ও সেখানেই চিকিৎসা করা হবে ৷

যে সকল যাত্রীর সামান্য কিছু উপসর্গ দেখা যাবে তাঁদের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে আইসোলেশনে থাকতে হবে ৷ কোরোনা পরীক্ষার রিপোর্টের উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ৷ রাজ্যে পৌঁছানোর পরই প্রতিটি যাত্রীকে নিজের সুস্থতার ঘোষণাপত্র জমা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের কাছে ৷

বিমানবন্দরেও নিয়মিত স্যানিটাইজ়েশন করতে হবে ৷ বিমানবন্দরের বিভিন্ন স্থানে যথেষ্ট পরিমাণে সাবান বা স্যানিটাইজ়ার মজুত রাখতে হবে ৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসুরক্ষার যাবতীয় নিয়ম মেনে চলার নির্দেশ বিমানবন্দরের বিভিন্ন স্থানে প্রচার করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.