কলকাতা, 14 ফেব্রুয়ারি : করোনাকালীন বিধিনিষেধ বাড়ছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত । তবে আগামী 16 ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে শিশুদের স্কুল ৷ সোমবার নবান্নের তরফে জারি করা হল নতুন করোনা বিধি (New COVID rules in West Bengal) ৷ তাতেই জানানো হয়েছে এই বিষয়গুলি ৷
সোমবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় মূলত তিনটি বিষয়ের কথা বলা হয়েছে ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালুর কথা বলা হয়েছে ৷ জানানো হয়েছে, সেক্ষেত্রে আলাদা করে নির্দেশিকা জারি করবে নারী ও শিশুকল্যাণ দফতর ৷ দ্বিতীয়ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল চালুর কথা জানানো হয়েছে ৷ বাচ্চাদের স্কুল চালুর বিষয়ে নির্দেশিকা জারি করবে স্কুল শিক্ষা দফতর ৷ পাশাপাশি নাইট কারফিউ জারি রাখা হয়েছে ৷ রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণের জন্য লাগু থাকছে রাত্রিকালীন কারফিউ ৷ তবে এই বিধি নিষেধের মধ্যে পড়বে না জরুরি এবং আপৎকালীন পরিষেবা ৷
গত মাসের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে রাজ্যে ৷ ফলে এবার রাত্রিকালীন এই বিধিনিষেধে সামান্য শিথিলতা এনেছে রাজ্য সরকার । আগে রাত এগারোটা থেকে জারি করা ছিল নাইট কারফিউ ৷ এবার তা 1 ঘণ্টা পিছনো হল ৷
এদিনও নির্দেশিকায় মাস্কের ব্যবহার এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে ৷
আরও পড়ুন : School Reopening in Bengal : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল