কলকাতা, 3 জানুয়ারি : পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় এবং ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সহজলভ্য করে তুলতে এবারে হোম স্টে ট্যুরিজ়মকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার । গঠন করা হয়েছে হোম স্টে ট্যুরিজম কো-অপারেটিভ । এই কো অপারেটিভ গুলোকে নিয়ে তৈরি করা হচ্ছে ফেডারেশন । কো-অপারেটিভের উন্নয়নের জন্য 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের সিদ্ধান্ত হয়েছে ।
হোটেল বা রিসর্টের পাশাপাশি এখন হোম স্টে-তে রাত কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় বাঙালি । কম খরচে ভালো পরিষেবা পাওয়ার জন্য পর্যটকরা আকছার বেছে নিচ্ছেন হোম স্টে । ফলে বেড়ে চলেছে হোম স্টে-র সংখ্যাও । ইদানিং হোম স্টে-র চাহিদা বেড়েছে পর্যটকদের কাছে । ভ্রমণ প্রিয় মানুষদের সুবিধা এবং পরিষেবার কথা মাথায় রেখে হোম স্টে-গুলিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ।
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, "বর্তমানে রাজ্যে 400 টি হোম স্টে রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গেই রয়েছে 296 টি হোম স্টে । সবগুলিকে কো-অপারেটিভ করে আর্থিক সাহায্য করা হবে । সমস্ত কো-অপারেটিভগুলিকে এক ছাতার তলায় এনে একটি ফেডারেশন গঠন করা হবে । এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে পরিষেবা এবং সুবিধাও পাবে পর্যটকেরা ।"