ETV Bharat / city

Cycle Hub in WB : রাজ্যে হচ্ছে সাইকেল হাব, 4টি সংস্থাকে 5 একর করে জমি দিল নবান্ন - Cycle Hub in WB

4টি সংস্থা সাইকেল কারখানা তৈরি করতে বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । প্রত্যেক সংস্থাকে 5 একর করে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে (West Bengal Government to set up Cycle Hub in State) ।

Cycle Hub
4টি সংস্থাকে জমি দিল নবান্ন
author img

By

Published : Jun 6, 2022, 10:38 PM IST

কলকাতা, 6 জুন : সম্প্রতি মেদিনীপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাইকেল হাব তৈরি হবে ৷ রাজ্যে তৈরি হওয়া সাইকেলের চাহিদা অনুযায়ী জোগান দেওয়ার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকে সেই সাইকেল কারখানার জন্য জমি নির্দিষ্ট করল রাজ্য (West Bengal Government to set up Cycle Hub in State) ।

বেশ কয়েকবছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য সরকার । ফলে রাজ্যে সাইকেলের চাহিদা রয়েছে । সেই চাহিদা মেটাতে বাংলাতেই যাতে সাইকেল তৈরি করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্যোগ নেন । অবশেষে তা বাস্তবের পথে ।

দুর্গাপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করা হবে । পার্কে 4টি সংস্থা সাইকেল কারখানা তৈরি করতে বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য

রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক সংস্থাকে 5 একর করে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । ইউনিরক্স, মিলাপ, লুনা টায়ার, ক্রিপটন নামে সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকগুলিকে জমি দেওয়া হচ্ছে । প্রত্যেকেই 5 একর করে জমি পাবে । 10 কোটি টাকা বিনিয়োগ করে সাইকেল তৈরির কারখানা করা হবে ।’’

কলকাতা, 6 জুন : সম্প্রতি মেদিনীপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাইকেল হাব তৈরি হবে ৷ রাজ্যে তৈরি হওয়া সাইকেলের চাহিদা অনুযায়ী জোগান দেওয়ার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকে সেই সাইকেল কারখানার জন্য জমি নির্দিষ্ট করল রাজ্য (West Bengal Government to set up Cycle Hub in State) ।

বেশ কয়েকবছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য সরকার । ফলে রাজ্যে সাইকেলের চাহিদা রয়েছে । সেই চাহিদা মেটাতে বাংলাতেই যাতে সাইকেল তৈরি করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্যোগ নেন । অবশেষে তা বাস্তবের পথে ।

দুর্গাপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করা হবে । পার্কে 4টি সংস্থা সাইকেল কারখানা তৈরি করতে বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য

রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক সংস্থাকে 5 একর করে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । ইউনিরক্স, মিলাপ, লুনা টায়ার, ক্রিপটন নামে সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকগুলিকে জমি দেওয়া হচ্ছে । প্রত্যেকেই 5 একর করে জমি পাবে । 10 কোটি টাকা বিনিয়োগ করে সাইকেল তৈরির কারখানা করা হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.