কলকাতা, 28 জুলাই: রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আজকে পার্থ চট্টোপাধ্যায়কে রিলিজ করে দিয়েছি । আমাদের দল খুব কঠোর দল। অনেক কিছু প্রতিকূলতার মধ্যেও আমাদের কাজ করতে হয়। যা চলছে তার মধ্যেও খেলা আছে (CM reacts on Partha Chatterjee )।
নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি ৷ গত শনিবার প্রায় 27 ঘণ্টা জেরার পর পার্থকে গ্রেফতার করে ইডি ৷ তার আগে শুক্রবার রাতেই পার্থ ঘনিষ্ঠ' অর্পিতার দক্ষিণ কলকাতার বাড়ি থেকে উদ্ধার হয় 20 কোটি টাকা ৷ এরপর বুধবার রাতে বেলঘরিয়ার ক্লাবটাউন আবাসনের ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় প্রায় 28 কোটি টাকা ৷ পাশাপাশি প্রচুর পরিমাণে সোনাও পাওয়া যায় সেখান থেকে ৷ তাছাড়া অর্পিতার আরও বেশ কিছু বাড়ির খোঁজ পেয়েছেন গোয়েন্দারাও ৷ সন্ধান মিলছে পার্থর অন্য সম্পত্তিরও ৷ এত অভিযোগ থাকায় পার্থকে মন্ত্রিসভা সরানোর দাবি উঠতে থাকে ৷ শেষমেশ বৃহস্পতিবার সেই কাজটাই করলেন মমতা ৷
পার্থকে সরিয়ে দেওয়ার পর শিল্পপতিদের সৌজন্যে সঙ্গে বৈঠক সারেন মমতা ৷ সেখানেই এই প্রতিক্রিয়া দেন মমতা ৷ খুব ছোট হলেও তার বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, "আজকে পার্থ চট্টোপাধ্যায়কে রিলিজ করে দিয়েছি। আমাদের দল খুব কঠোর দল। অনেক কিছু প্রতিকূলতার মধ্যেও আমাদের কাজ করতে হয়। দুর্নীতির সঙ্গে আপোষ নয়। দোষী হলে শাস্তি পাবেন।" এরপরই তিনি বলেন, "যা চলছে তার মধ্যেও খেলা আছে।" যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে ইঙ্গিত কী, তা স্পষ্ট নয়।
বিরোধী দল অবশ্য এরপরও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। রাজ্যসভার সাংসদ তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেছেন, "মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত তো রেগুলার প্রসেসের মধ্যে একটি । তার দলের মন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাঁকে মুখ্যমন্ত্রী সরিয়ে দেবেন এটাই তো স্বাভাবিক। তিনি কেন এতদিনে এই সিদ্ধান্ত নিলেন না। কেন পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য ছ'দিন সময় নিতে হলে মুখ্যমন্ত্রীকে?" বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য কেন বিজেপির পথে নামা পর্যন্ত অপেক্ষা করতে হল মুখ্যমন্ত্রীকে। তিনি যদি আপস করতে নাই চান, গ্রেফতারের গ্রেপ্তারের দিনই কেন তাকে সরিয়ে দিলেন না। তাহলে তো তার সরকারের মুখ পুড়তো না।"
আরও পড়ুন: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা
এদিকে পার্থর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগও এনেছে ইডি ৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি দু'বার তাদের হুমকি দিয়েছেন রাজ্যের এই সদ্য প্রাক্তন মন্ত্রী ৷ এসএসকেএম হাসপাতালে একবার পার্থ নাকি ইডি-র আধিকারিকদের বলছিলেন, "এটা আমার হাসপাতাল ৷ যেমন চাইব তেমন রিপোর্ট পাব ৷" এরপর বৃহস্পতিবার তিনি ইডি-র আধিকারিকদের বলেন, "বাইরে বেরলে দেখে নেব!" এমতাবস্থায় পার্থকে মন্ত্রিসভা থেকেই অপসারিত করলেন মমতা ৷ পাশাপাশি কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন দুর্নীতির প্রশ্নে তিনি কঠোর অবস্থানই নেবেন ৷