ETV Bharat / city

Mamata to MoS এবার প্রতিমন্ত্রীদেরও দফতরে নির্দিষ্ট কাজ দেবেন মুখ্যমন্ত্রী - West Bengal CM Mamata Banerjee to Allot Specific Responsibility to all MoS

এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) প্রতিমন্ত্রীদের জন্য নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে ৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

West Bengal CM Mamata Banerjee to Allot Specific Responsibility to all MoS
এবার প্রতিমন্ত্রীদেরও দফতরে নির্দিষ্ট কাজ দেবেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Aug 18, 2022, 4:41 PM IST

Updated : Aug 18, 2022, 7:11 PM IST

কলকাতা, 18 অগস্ট : প্রতিমন্ত্রীদের কি আদৌ কোনও কাজ আছে ? এই প্রশ্ন মাঝেমধ্যেই শোনা যায় রাজনৈতিক মহলে ৷ এই নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে অনেকের ৷ কেউ মনে করেন, কাজ অবশ্যই আছে ৷ আর কেউ কেউ মনে করেন, প্রতিমন্ত্রীরা আসলে নিধিরাম সর্দার ৷ কেউ কেউ তো তাই প্রতিমন্ত্রীদের হাফপ্যান্ট মন্ত্রী বলতেও দ্বিধা করত না । এই পরম্পরা যে শুধু রাজ্যে তা ভাবলে ভুল হবে । রাজ্য বা কেন্দ্র প্রতিমন্ত্রীদের অবস্থা কম বেশি একই ।

এবার কার্যত সেই বিতর্কের অবসান ঘটনোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government) ৷ প্রতিমন্ত্রীদের জন্য এবার থেকে সংশ্লিষ্ট দফতরে নির্দিষ্ট দায়িত্ব বেঁধে দেওয়া হবে ৷ সেই দায়িত্ব বেঁধে দেবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই খবর মিলেছে ৷ এদিন মন্ত্রিসভার বৈঠক ছিল ৷ সেখানেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর ৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তাঁর মন্ত্রীদের প্রত্যেককেই কাজে লাগাতে । যাতে মানুষের সুবিধা অসুবিধায় তাঁরা তাদের পাশে থাকতে পারেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতিমন্ত্রীদের প্রায়শই ‘হাফপ্যান্ট’ মন্ত্রী বলে কটাক্ষ করা হয় ৷ 2009 সালে দ্বিতীয় ইউপিএ সরকারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বেশ কয়েকজন সাংসদ প্রতিমন্ত্রী হয়েছেন ৷ মমতা নিজে রেলমন্ত্রী ছিলেন ৷ সেই সময় সিপিএম-বিজেপি ওই নেতাদের হাফপ্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করত ৷ পরে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যখন রেলের রাষ্ট্রমন্ত্রী করা হল, তখনও একই কথা বলা হয়েছিল ৷ তখন অবশ্য কটাক্ষ করত তৃণমূল ৷

নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকারে বাংলা থেকে যাঁরা প্রতিমন্ত্রী হয়েছেন, তাঁদেরও একই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷ একইভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারের প্রতিমন্ত্রীদেরও ৷ তৃণমূলের অবশ্য দাবি, মমতার সরকারে প্রতিটি মন্ত্রী আগে থেকেই দায়িত্ব পালন করতেন ৷ কিন্তু তাঁরা ঠিক কী কী দায়িত্ব পালন করবেন, তা নিয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা ছিল না ৷ এবার সেটাই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

যদিও বিরোধীদের কটাক্ষ, এতদিন যে মমতার সরকারে প্রতিমন্ত্রীদের কোনও কাজ ছিল না, সেটা কার্যত মেনে নেওয়া হল ৷ কিন্তু এখন দেখার প্রতিমন্ত্রীদের কী দায়িত্ব দেওয়া হয় ! বিজেপি (BJP) এবং সিপিএম (CPIM) সেখানে আরও এক ধাপ বলে এগিয়ে বলছে, মমতা মন্ত্রিসভায় একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট । সেখানে আবার হাফপ্যান্ট আর ফুলপ্যান্ট ।

আরও পড়ুন : দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

কলকাতা, 18 অগস্ট : প্রতিমন্ত্রীদের কি আদৌ কোনও কাজ আছে ? এই প্রশ্ন মাঝেমধ্যেই শোনা যায় রাজনৈতিক মহলে ৷ এই নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে অনেকের ৷ কেউ মনে করেন, কাজ অবশ্যই আছে ৷ আর কেউ কেউ মনে করেন, প্রতিমন্ত্রীরা আসলে নিধিরাম সর্দার ৷ কেউ কেউ তো তাই প্রতিমন্ত্রীদের হাফপ্যান্ট মন্ত্রী বলতেও দ্বিধা করত না । এই পরম্পরা যে শুধু রাজ্যে তা ভাবলে ভুল হবে । রাজ্য বা কেন্দ্র প্রতিমন্ত্রীদের অবস্থা কম বেশি একই ।

এবার কার্যত সেই বিতর্কের অবসান ঘটনোর সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government) ৷ প্রতিমন্ত্রীদের জন্য এবার থেকে সংশ্লিষ্ট দফতরে নির্দিষ্ট দায়িত্ব বেঁধে দেওয়া হবে ৷ সেই দায়িত্ব বেঁধে দেবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই খবর মিলেছে ৷ এদিন মন্ত্রিসভার বৈঠক ছিল ৷ সেখানেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর ৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তাঁর মন্ত্রীদের প্রত্যেককেই কাজে লাগাতে । যাতে মানুষের সুবিধা অসুবিধায় তাঁরা তাদের পাশে থাকতে পারেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতিমন্ত্রীদের প্রায়শই ‘হাফপ্যান্ট’ মন্ত্রী বলে কটাক্ষ করা হয় ৷ 2009 সালে দ্বিতীয় ইউপিএ সরকারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বেশ কয়েকজন সাংসদ প্রতিমন্ত্রী হয়েছেন ৷ মমতা নিজে রেলমন্ত্রী ছিলেন ৷ সেই সময় সিপিএম-বিজেপি ওই নেতাদের হাফপ্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করত ৷ পরে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যখন রেলের রাষ্ট্রমন্ত্রী করা হল, তখনও একই কথা বলা হয়েছিল ৷ তখন অবশ্য কটাক্ষ করত তৃণমূল ৷

নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকারে বাংলা থেকে যাঁরা প্রতিমন্ত্রী হয়েছেন, তাঁদেরও একই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷ একইভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারের প্রতিমন্ত্রীদেরও ৷ তৃণমূলের অবশ্য দাবি, মমতার সরকারে প্রতিটি মন্ত্রী আগে থেকেই দায়িত্ব পালন করতেন ৷ কিন্তু তাঁরা ঠিক কী কী দায়িত্ব পালন করবেন, তা নিয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা ছিল না ৷ এবার সেটাই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

যদিও বিরোধীদের কটাক্ষ, এতদিন যে মমতার সরকারে প্রতিমন্ত্রীদের কোনও কাজ ছিল না, সেটা কার্যত মেনে নেওয়া হল ৷ কিন্তু এখন দেখার প্রতিমন্ত্রীদের কী দায়িত্ব দেওয়া হয় ! বিজেপি (BJP) এবং সিপিএম (CPIM) সেখানে আরও এক ধাপ বলে এগিয়ে বলছে, মমতা মন্ত্রিসভায় একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট । সেখানে আবার হাফপ্যান্ট আর ফুলপ্যান্ট ।

আরও পড়ুন : দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

Last Updated : Aug 18, 2022, 7:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.