ETV Bharat / city

ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা - breaking news today

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য । তফশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবেন মাসিক 1 হাজার টাকা ।

west bengal chief minister mamata banerjee announce about commencement of laxmi bhandar scheme
১ সেপ্টেম্বর থেকে বাংলায় মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' টাকা দেবে মমতার সরকার
author img

By

Published : Jul 22, 2021, 6:37 PM IST

Updated : Jul 22, 2021, 7:27 PM IST

কলকাতা, 22 জুলাই : বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কমবেশি সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি । বাকি ছিল তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক পরিবারের একজন মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি । বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রকল্পের ছাড়পত্র মিলল ৷

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার । আর তফশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবেন মাসিক 1 হাজার টাকা ।

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

মুখ্যমন্ত্রী জানান, আবারও রাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প । আগামী 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আমজনতা । একই সঙ্গে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, তাঁরা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাবেন । সে ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদনের যৌক্তিকতা বিচার করে 1 সেপ্টেম্বর থেকে বাংলার মেয়েদের এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে ৷

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, 1 সেপ্টেম্বর থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে । কিন্তু তার আগে আবেদনপত্র জমা নিতে হবে । সেই আবেদনপত্র নেওয়ার জন্য ফের ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হবে । আগামী 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দুয়ারে সরকার’ শিবির চলবে ।

আরও পড়ুন : Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদ

মমতা জানান, সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা দেখালেও হবে । তবে তাঁদের ‘দুয়ারে সরকার’ শিবিরে একটি দরখাস্ত নিয়ে যেতে হবে । ন্যূনতম 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন । তবে যাঁরা পেনশনভোগী, তাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আগেই রাজ্য বাজেটে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের মহিলাদের জন্যই এই নতুন প্রকল্প চালু করা হবে । এর জন্য আগেই বাজেট বরাদ্দ করে রাজ্য সরকার । রাজ্যের দাবি, এতে অন্তত 1.6 কোটি পরিবার উপকৃত হবে । আনুমানিক খরচ প্রায় 15 হাজার কোটি টাকা ।

আরও পড়ুন : সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেকের

কলকাতা, 22 জুলাই : বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কমবেশি সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি । বাকি ছিল তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক পরিবারের একজন মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি । বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রকল্পের ছাড়পত্র মিলল ৷

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার । আর তফশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবেন মাসিক 1 হাজার টাকা ।

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

মুখ্যমন্ত্রী জানান, আবারও রাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প । আগামী 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আমজনতা । একই সঙ্গে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, তাঁরা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাবেন । সে ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদনের যৌক্তিকতা বিচার করে 1 সেপ্টেম্বর থেকে বাংলার মেয়েদের এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে ৷

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, 1 সেপ্টেম্বর থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে । কিন্তু তার আগে আবেদনপত্র জমা নিতে হবে । সেই আবেদনপত্র নেওয়ার জন্য ফের ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হবে । আগামী 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দুয়ারে সরকার’ শিবির চলবে ।

আরও পড়ুন : Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদ

মমতা জানান, সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা দেখালেও হবে । তবে তাঁদের ‘দুয়ারে সরকার’ শিবিরে একটি দরখাস্ত নিয়ে যেতে হবে । ন্যূনতম 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন । তবে যাঁরা পেনশনভোগী, তাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আগেই রাজ্য বাজেটে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের মহিলাদের জন্যই এই নতুন প্রকল্প চালু করা হবে । এর জন্য আগেই বাজেট বরাদ্দ করে রাজ্য সরকার । রাজ্যের দাবি, এতে অন্তত 1.6 কোটি পরিবার উপকৃত হবে । আনুমানিক খরচ প্রায় 15 হাজার কোটি টাকা ।

আরও পড়ুন : সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেকের

Last Updated : Jul 22, 2021, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.