কলকাতা, 5 ফেব্রুয়ারি: বন সহায়ক পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তত্কালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জনসভায় এই দুর্নীতির প্রসঙ্গ টেনে নাম-না করে রাজীবের বিরুদ্ধে তোপ দেগেছেন। এ বার সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধানসভায় বসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন বনমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও ঠিক হয়। বন সহায়ক পদে কিভাবে নিয়োগ করা হয়, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে।
আরও পড়ুন: শাসকদলকে জিজ্ঞাসা করুন, আলু সিন্ডিকেটে কারা যুক্ত : রাজীব
মমতা বন্দ্যোপাধ্যায় বনসহায়ক পদে নিয়োগের দুর্নীতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলার পর পালটা তোপ দেগেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীবও। তিনি শাসকদলকে একহাত নিয়ে বলেন, "বিভিন্ন কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন ভেবেছিলাম আমি আর মুখ খুলব না। কিন্তু আপনি প্যান্ডোরা বক্স খুলে দিলেন। শাসকদলকে জিজ্ঞাসা করুন, আলু সিন্ডিকেটে কারা যুক্ত?"