ETV Bharat / city

WB Budget 22-23 : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে - West Bengal Budget cant get over dependence on Borrow excise duty central grant

বাজেট ভাষণে বড় বড় কথা বলা হলেও, বিভিন্ন বাজেট নথি থেকে এটা পরিষ্কার যে, রাজস্ব বাড়ানোর জন্য আবগারি শুল্কর উপর নির্ভরতা ও দৈনন্দিন খরচ চালানোর জন্য খোলা বাজার থেকে ঋণ এবং কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরতার বাইরে বেরতে পারল না রাজ্য সরকার (West Bengal Budget cant get over dependence on Borrow, Excise duty, Central Grant) ।

WB Budget
ধার, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটল না বাজেটে
author img

By

Published : Mar 11, 2022, 6:11 PM IST

কলকাতা, 11 মার্চ : আবগারি রাজস্ব, খোলা বাজার থেকে ঋণ এবং কেন্দ্রীয় অনুদান ৷ এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে রইল পশ্চিমবঙ্গ বাজেট 2022-23 । আজ বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বাজেট ভাষণে বড় বড় কথা বলা হলেও, বিভিন্ন বাজেট নথি থেকে এটা পরিষ্কার যে, রাজস্ব বাড়ানোর জন্য আবগারি শুল্কর উপর নির্ভরতা এবং দৈনন্দিন খরচ চালানোর জন্য খোলা বাজার থেকে ধার এবং কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরতার বাইরে বেরতে পারল না রাজ্য সরকার (West Bengal Budget cant get over dependence on Borrow, Excise duty, Central Grant) ।

কয়েকটা পরিসংখ্যান থেকেই রাজ্যের বেহাল আর্থিক অবস্থাটা পরিষ্কার । 2021-22 আর্থিক বছরের বাজেট অনুযায়ী রাজ্যের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল 75,415.74 কোটি টাকা । কিন্তু 2021-22 আর্থিক বছরে রাজ্যের রাজস্ব আদায়ের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 73,904.58 কোটি টাকাতে । 2022-23 সালের বাজেট রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হল 79,346.60 কোটি টাকা ।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজ্য সরকারের আবগারি শুল্কর উপর নির্ভরতা কতটা ? 2021-22 আর্থিক বছরের বাজেট অনুযায়ী রাজ্য সরকারের আবগারি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 16,100 কোটি টাকা । কিন্তু সেই 2021-22 আর্থিক বছরে আবগারি শুল্ক আদায় হয়েছে 15,586 কোটি টাকা । অথচ 2022-23 সালের বাজেটে রাজ্যের আবগারি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 16,500 কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, যেহেতু বড় মাপের কোনও বিনিয়োগ টানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের খরা কাটার কোনও লক্ষণই নেই ৷ ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আবগারি শুল্কর উপর নির্ভরতা আগামী বেশ কয়েক আর্থিক বছরেও বজায় থাকবে । একই কথা প্রযোজ্য খোলা বাজার থেকে ধারের ক্ষেত্রেও । 2021-22 আর্থিক বছরে রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল 5.35 লক্ষ কোটি টাকা । সেই 2021-22 আর্থিক বছরেরই সংশোধিত লক্ষ্যমাত্রা হয়েছিল 5.28 লক্ষ কোটি টাকা । 2022-23 সালের বাজেটে সেই পুঞ্জীভূত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5.86 লক্ষ কোটি টাকার কিছু বেশি ।

2011 সালে যখন 34 বছরের বাম সরকারের অবসান হয় এবং রাজ্যে ক্ষমতাসীন হয় তৃণমূল কংগ্রেস, তখন রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল 1.99 লক্ষ কোটি টাকার মত । অর্থনীতিবিদদের মতে, গত 11 বছরে অপরিকল্পিত এবং পুনরাবৃত্ত ব্যয় যেভাবে হুহু করে বেড়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাজস্ব আদায় না বাড়ায়, ঋণের উপর নির্ভরতা বেড়েই চলেছে ।

আরও পড়ুন : প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ, ইতিহাসে চন্দ্রিমা ভট্টাচার্য

2022-23 আর্থিক বছরের বাজেট নথি থেকে পরিষ্কার যে, দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্রীয় অনুদানের উপর রাজ্য সরকারের নির্ভরতা বজায় থাকতে চলেছে । 2021-22 আর্থিক বছরের বাজেট রাজ্যের কেন্দ্রীয় অনুদান পাওয়ার কথা ছিল 56,583.50 কোটি টাকা । কিন্তু 2021-22 আর্থিক বছরে কেন্দ্রীয় অনুদান পাওয়া গিয়েছে 43,301.36 কোটি টাকা । 2022-23 সালের বাজেট অনুযায়ী কেন্দ্রীয় অনুদান পাওয়ার কথা 50,591.50 কোটি টাকা ।

কলকাতা, 11 মার্চ : আবগারি রাজস্ব, খোলা বাজার থেকে ঋণ এবং কেন্দ্রীয় অনুদান ৷ এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে রইল পশ্চিমবঙ্গ বাজেট 2022-23 । আজ বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বাজেট ভাষণে বড় বড় কথা বলা হলেও, বিভিন্ন বাজেট নথি থেকে এটা পরিষ্কার যে, রাজস্ব বাড়ানোর জন্য আবগারি শুল্কর উপর নির্ভরতা এবং দৈনন্দিন খরচ চালানোর জন্য খোলা বাজার থেকে ধার এবং কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরতার বাইরে বেরতে পারল না রাজ্য সরকার (West Bengal Budget cant get over dependence on Borrow, Excise duty, Central Grant) ।

কয়েকটা পরিসংখ্যান থেকেই রাজ্যের বেহাল আর্থিক অবস্থাটা পরিষ্কার । 2021-22 আর্থিক বছরের বাজেট অনুযায়ী রাজ্যের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল 75,415.74 কোটি টাকা । কিন্তু 2021-22 আর্থিক বছরে রাজ্যের রাজস্ব আদায়ের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 73,904.58 কোটি টাকাতে । 2022-23 সালের বাজেট রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হল 79,346.60 কোটি টাকা ।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজ্য সরকারের আবগারি শুল্কর উপর নির্ভরতা কতটা ? 2021-22 আর্থিক বছরের বাজেট অনুযায়ী রাজ্য সরকারের আবগারি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 16,100 কোটি টাকা । কিন্তু সেই 2021-22 আর্থিক বছরে আবগারি শুল্ক আদায় হয়েছে 15,586 কোটি টাকা । অথচ 2022-23 সালের বাজেটে রাজ্যের আবগারি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 16,500 কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, যেহেতু বড় মাপের কোনও বিনিয়োগ টানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের খরা কাটার কোনও লক্ষণই নেই ৷ ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আবগারি শুল্কর উপর নির্ভরতা আগামী বেশ কয়েক আর্থিক বছরেও বজায় থাকবে । একই কথা প্রযোজ্য খোলা বাজার থেকে ধারের ক্ষেত্রেও । 2021-22 আর্থিক বছরে রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল 5.35 লক্ষ কোটি টাকা । সেই 2021-22 আর্থিক বছরেরই সংশোধিত লক্ষ্যমাত্রা হয়েছিল 5.28 লক্ষ কোটি টাকা । 2022-23 সালের বাজেটে সেই পুঞ্জীভূত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5.86 লক্ষ কোটি টাকার কিছু বেশি ।

2011 সালে যখন 34 বছরের বাম সরকারের অবসান হয় এবং রাজ্যে ক্ষমতাসীন হয় তৃণমূল কংগ্রেস, তখন রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল 1.99 লক্ষ কোটি টাকার মত । অর্থনীতিবিদদের মতে, গত 11 বছরে অপরিকল্পিত এবং পুনরাবৃত্ত ব্যয় যেভাবে হুহু করে বেড়েছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাজস্ব আদায় না বাড়ায়, ঋণের উপর নির্ভরতা বেড়েই চলেছে ।

আরও পড়ুন : প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ, ইতিহাসে চন্দ্রিমা ভট্টাচার্য

2022-23 আর্থিক বছরের বাজেট নথি থেকে পরিষ্কার যে, দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্রীয় অনুদানের উপর রাজ্য সরকারের নির্ভরতা বজায় থাকতে চলেছে । 2021-22 আর্থিক বছরের বাজেট রাজ্যের কেন্দ্রীয় অনুদান পাওয়ার কথা ছিল 56,583.50 কোটি টাকা । কিন্তু 2021-22 আর্থিক বছরে কেন্দ্রীয় অনুদান পাওয়া গিয়েছে 43,301.36 কোটি টাকা । 2022-23 সালের বাজেট অনুযায়ী কেন্দ্রীয় অনুদান পাওয়ার কথা 50,591.50 কোটি টাকা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.