ETV Bharat / city

BJP Special Organisational Meeting : বিদ্রোহের আঁচে সাংগঠনিক রদবদল নিয়ে বিশেষ বৈঠকে বঙ্গ-বিজেপি

সম্প্রতি সাংগঠনিক রদবদল হয়েছে বঙ্গ-বিজেপিতে ৷ তার পরই শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ ৷ সেই পরিস্থিতিতে বিশেষ সাংগঠনিক বৈঠক করল বিজেপি (BJP Special Organisational Meeting) ৷

west-bengal-bjp-special-organisational-meeting-at-national-library-kolkata
BJP Special Organisational Meeting : সাংগঠনিক রদবদল নিয়ে বিদ্রোহের পরিস্থিতিতে বিশেষ বৈঠকে বঙ্গ-বিজেপি
author img

By

Published : Dec 27, 2021, 6:17 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : বঙ্গ-বিজেপির বিশেষ বৈঠক ৷ আর সেই বৈঠকের সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ (BJP Special Organisational Meeting) ৷ একদিকে ভোটের ময়দানে পিছিয়ে পড়ছে গেরুয়া শিবির, অন্যদিকে সাংগঠনিক রদবদল নিয়ে অসন্তোষের জেরে ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’ হচ্ছে বিভিন্ন জেলায় ৷ ফলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের (BJP General Secretary Organisation BL Santosh) উপস্থিতিতে ঠিক কী আলোচনা হয় ওই বিশেষ বৈঠকে, সোমবার সকাল থেকে সেই দিকেই নজর ছিল রাজ্যের রাজনৈতিক মহলের ৷

এদিন ন্যাশনাল লাইব্রেরিতে ওই বৈঠকের আয়োজন করেছিল গেরুয়া শিবির (west bengal bjp special organisational meeting at national library kolkata) ৷ বৈঠকে প্রবেশের আগে অবশ্য দলের অন্দরে বিদ্রোহের কথা মানতে চাননি বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ৷ পুরোটাই সংবাদমাধ্যমের সাজানো বলে মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে এদিন সংগঠন নিয়ে কী আলোচনা হবে, তাও বলতে অস্বীকার করেন ৷ তিনি শুধু বলেন, ‘‘এটা সাংগঠনিক বৈঠক । দলের সংগঠনের কাজেই আজ নবনিযুক্ত সকল রাজ্য কমিটি সদস্য ও জেলার সভাপতিদের এই বৈঠকে ডাকা হয়েছে ৷’’

তবে বিজেপির একটি সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দলের সংগঠন চাঙ্গা করতেই এই বিষয়ে বৈঠক ডাকা হয় ৷ তাছাড়া নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ-অসন্তোষ কীভাবে মেটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ এমনকী, নবনিযুক্ত জেলা সভাপতিরা কমিটি গঠনের সময় যাতে যোগ্যদের স্থান দেন, সেই বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয় ৷

এদিনের বৈঠকে বিএল সন্তোষ, সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)-সহ একাধিক নেতা ৷ এছাড়া নতুন রাজ্য কমিটি ও জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন ৷

সাংগঠনিক রদবদল নিয়ে বিদ্রোহের পরিস্থিতিতে বিশেষ বৈঠকে বঙ্গ-বিজেপি

এদিন বৈঠকে বিএল সন্তোষ জানিয়েছেন, সমস্ত নবনিযুক্ত কমিটির সদ্যকে খুব শীঘ্রই দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে । 2024-এর লোকসভা নির্বাচনের জন্য লড়াইয়ের মাটি তৈরি করার নির্দেশ দেন । একইসঙ্গে তাঁর নির্দেশ, আসন্ন পৌর-নির্বাচনে প্রতিটি পৌরসভায় বিজেপির প্রতিনিধি চাই ৷ বিরোধীশূন্য পৌরসভা যেন না হয় ৷ পঞ্চায়েতেও একই ভূমিকা নিতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন ৷ তার জন্য এখনই প্রস্তুতি শুরুর নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : BJP MLAs Left Whatsapp group : এবার বিদ্রোহ বাঁকুড়ায়, দলের হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছাড়লেন বিজেপির 4 বিধায়ক

বিজেপির একটি সূত্রের দাবি, বিএল সন্তোষ এদিন সব নবনিযুক্ত সদস্যদের সমস্যার কথা শোনেন । কী কী করতে হবে, তারও একটি তালিকা তৈরি করে জেলা সভাপতিদের জমা দেওয়ার নির্দেশ দেন । তাছাড়া পদ না পাওয়ার জন্য যাঁরা দলের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাঁদের তালিকা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে । আর এই কাজে যদি কারও ইন্ধন থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

কলকাতা, 27 ডিসেম্বর : বঙ্গ-বিজেপির বিশেষ বৈঠক ৷ আর সেই বৈঠকের সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ (BJP Special Organisational Meeting) ৷ একদিকে ভোটের ময়দানে পিছিয়ে পড়ছে গেরুয়া শিবির, অন্যদিকে সাংগঠনিক রদবদল নিয়ে অসন্তোষের জেরে ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’ হচ্ছে বিভিন্ন জেলায় ৷ ফলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের (BJP General Secretary Organisation BL Santosh) উপস্থিতিতে ঠিক কী আলোচনা হয় ওই বিশেষ বৈঠকে, সোমবার সকাল থেকে সেই দিকেই নজর ছিল রাজ্যের রাজনৈতিক মহলের ৷

এদিন ন্যাশনাল লাইব্রেরিতে ওই বৈঠকের আয়োজন করেছিল গেরুয়া শিবির (west bengal bjp special organisational meeting at national library kolkata) ৷ বৈঠকে প্রবেশের আগে অবশ্য দলের অন্দরে বিদ্রোহের কথা মানতে চাননি বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ৷ পুরোটাই সংবাদমাধ্যমের সাজানো বলে মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে এদিন সংগঠন নিয়ে কী আলোচনা হবে, তাও বলতে অস্বীকার করেন ৷ তিনি শুধু বলেন, ‘‘এটা সাংগঠনিক বৈঠক । দলের সংগঠনের কাজেই আজ নবনিযুক্ত সকল রাজ্য কমিটি সদস্য ও জেলার সভাপতিদের এই বৈঠকে ডাকা হয়েছে ৷’’

তবে বিজেপির একটি সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দলের সংগঠন চাঙ্গা করতেই এই বিষয়ে বৈঠক ডাকা হয় ৷ তাছাড়া নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ-অসন্তোষ কীভাবে মেটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ এমনকী, নবনিযুক্ত জেলা সভাপতিরা কমিটি গঠনের সময় যাতে যোগ্যদের স্থান দেন, সেই বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয় ৷

এদিনের বৈঠকে বিএল সন্তোষ, সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)-সহ একাধিক নেতা ৷ এছাড়া নতুন রাজ্য কমিটি ও জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন ৷

সাংগঠনিক রদবদল নিয়ে বিদ্রোহের পরিস্থিতিতে বিশেষ বৈঠকে বঙ্গ-বিজেপি

এদিন বৈঠকে বিএল সন্তোষ জানিয়েছেন, সমস্ত নবনিযুক্ত কমিটির সদ্যকে খুব শীঘ্রই দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে । 2024-এর লোকসভা নির্বাচনের জন্য লড়াইয়ের মাটি তৈরি করার নির্দেশ দেন । একইসঙ্গে তাঁর নির্দেশ, আসন্ন পৌর-নির্বাচনে প্রতিটি পৌরসভায় বিজেপির প্রতিনিধি চাই ৷ বিরোধীশূন্য পৌরসভা যেন না হয় ৷ পঞ্চায়েতেও একই ভূমিকা নিতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন ৷ তার জন্য এখনই প্রস্তুতি শুরুর নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : BJP MLAs Left Whatsapp group : এবার বিদ্রোহ বাঁকুড়ায়, দলের হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছাড়লেন বিজেপির 4 বিধায়ক

বিজেপির একটি সূত্রের দাবি, বিএল সন্তোষ এদিন সব নবনিযুক্ত সদস্যদের সমস্যার কথা শোনেন । কী কী করতে হবে, তারও একটি তালিকা তৈরি করে জেলা সভাপতিদের জমা দেওয়ার নির্দেশ দেন । তাছাড়া পদ না পাওয়ার জন্য যাঁরা দলের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাঁদের তালিকা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে । আর এই কাজে যদি কারও ইন্ধন থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.