কলকাতা, 13 সেপ্টেম্বর : বিধানসভার রেকর্ড অনুযায়ী বিজেপি সদস্য হিসেবেই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করেছেন স্পিকার ৷ হাইকোর্টে বললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷
9 জুলাই মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee)-র চেয়ারম্যান নিযুক্ত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে মামলায় আজ হাইকোর্টে কিশোর দত্ত বলেন , "স্পিকারের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা মানে তাঁর ক্ষমতাকে খর্ব করা হয় । কারও কিছু অভিযোগ থাকলে তিনি স্পিকারকে জানাতে পারেন ৷ কিন্তু আদালতে মামলা করতে পারেন না।"
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বিজয়ী হন মুকুল রায় । কিন্তু, 11 জুন বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেন । তবে বিজেপির বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি । খাতায়-কলমে তিনি বিজেপির বিধায়ক ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে বাইরে একাধিকবার বলেছেন যে বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি । তা সত্ত্বেও রাজ্য সরকার বারবার এটা দেখাতে চাইছে যে মুকুল রায়কে বিজেপির সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে । স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় ।
এই মামলায় আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁর বক্তব্য শেষ করলেন । আগামীকাল অম্বিকা রায়ের তরফের আইনজীবী বলবেন আদালতে ।
এই সংক্রান্ত খবর : মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের
বিধানসভার রীতি অনুযায়ী পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে ৷ 20 সদস্যের পিএসসি কমিটিতে 6 জনের নাম দিয়েছিল বিজেপি । কিন্তু তারা মুকুলের নাম দেয়নি ৷ তবে মুকুলের নামও জমা পড়ে পিএসি-তে ৷ বিজেপির 6 জনকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় ৷ আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন মুকুলকে ৷ । রীতি ভেঙে মুকুলকে পিএসির চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ সরব হয়েছে বারবার । স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা করেন অম্বিকা রায়।