ETV Bharat / city

বিজেপিতে যোগ দিয়েই কেন মিঠুন-শুভেন্দুরা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ? - Central Government

তৃণমূল কংগ্রেস ও অন্য দল থেকে আসা সাংসদ ও বিধায়কদের অনেকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ কেন দেওয়া হচ্ছে এই নিরাপত্তা ?

বিজেপিতে যোগ দিয়েই কেন মিঠুন-শুভেন্দুরা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ?
বিজেপিতে যোগ দিয়েই কেন মিঠুন-শুভেন্দুরা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ?
author img

By

Published : Mar 13, 2021, 9:56 PM IST

কলকাতা, 13 মার্চ : ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে কেন্দ্রের মোদি সরকার ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিচ্ছে ৷ তাঁকে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ ৷ ওই বাহিনী তাদের স্পেশাল সিকিউরিটি গ্রুপ (এসএসজি)-কে এই নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশও দিয়ে দিয়েছে ৷

তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল থেকে যাঁরা সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার ঘটনা এই প্রথমবার নয় ৷ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু বিধায়ক ও সাংসদকে কেন্দ্রীয় সরকার ভিআইপি নিরাপত্তা দেয় ৷

  • ভারতে পুলিশ ও রাজ্য সরকার যে সমস্ত ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে, তাঁদের নিরাপত্তা দেয় ৷
  • নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মাত্রা অনুযায়ী কোনও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে চারটি স্তর রয়েছে : জেড প্লাস (সর্বোচ্চ স্তর), জেড, ওয়াই এবং এক্স ৷
  • সবচেয়ে নিচের স্তরের ‘এক্স’ ক্যাটাগরিতে যাঁকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দেওয়া, তাঁর সঙ্গে দু-তিনজন কমান্ডো থাকেন ৷ অন্যদিকে ‘ওয়াই’ নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন মতো চার-পাঁচজন নিরাপত্তা কর্মীকে যুক্ত করার নিয়ম রয়েছে ৷
  • ওপরের দিকের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ‘জেড’ ও ‘জেড প্লাস’ ক্য়াটাগরিতে ৷ যেখানে কেন্দ্রের তরফে ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷ একই ধরনের নিরাপত্তা রাজ্য সরকারগুলিও তাদের পুলিশের মাধ্যমে দেয় ৷

আরও পড়ুন : কলকাতায় বিজেপির প্রার্থীতালিকায় থাকতে পারে গ্ল্য়ামারের ছটা

সমস্ত রাজনৈতিক নেতাদের পশ্চিমবঙ্গে চলাফেরা করার জন্য কেন্দ্রের ‘জেড’, ‘এক্স’ এবং ‘ওয়াই’ ক্যাটাগরিতে ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷ কিন্তু কয়েকজনকে অন্য রাজ্যে গেলেও ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷

যাঁদের কেন্দ্রের ভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাঁরা হলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, তমলুকের বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা অশোক দিন্দা, কাঁথি উত্তরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা বনশ্রী মাইতি, পুরুলিয়ার বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস নেতা সুদীপ মুখোপাধ্যায়, গাজোলের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, বালির বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন নেত্রী ও ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, মন্তেশ্বরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা সৈকত পাঁজা, হলদিয়ার বিধায়ক তথা প্রাক্তন সিপিএম তাপসী মণ্ডল, কালনার বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং ব্যারাকপুরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা শিলভদ্র দত্ত ৷

  • মিঠুন চক্রবর্তী : গত 7 মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার মঞ্চ থেকে বিজেপিতে যোগদান করেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার চলাকালীন সিআইএসএফ কমান্ডোরা তাঁকে ঘিরে থাকবেন ৷
  • শুভেন্দু অধিকারী : তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরির সিআরপিএফ নিরাপত্তা পান ৷ আর অন্য কোনও রাজ্যে গেলে তাঁকে সিআরপিএফ ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় ৷
  • রাজীব বন্দ্যোপাধ্যায় : তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাক্তন মন্ত্রী, যিনি সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তাঁকে পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় এবং অন্য রাজ্যে তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পান ৷
  • অশোক দিন্দা : প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, তিনি গত মাসে বিজেপিতে যোগদান করেছেন ৷ তিনি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ৷ তাঁকে ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বাঁকুড়ায় প্রচারে বিজেপির 3 মহারথী, মোদি-শাহ-যোগী

তাঁদের কেন কেন্দ্রের ভিআইপি নিরাপত্তা দেওয়া প্রয়োজন :-

  • কেউ কেউ বলছেন যে এই ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা অস্থায়ী ৷ নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের ভালোর জন্য এবং সুরক্ষা দিতে এই ব্যবস্থা করা হয়েছে ৷ নির্বাচন শেষে হয়ে যাওয়ার পর আবার বিষয়টি পর্যালোচনা করা হবে ৷
  • বিজেপির নেতাদের দাবি, বর্তমান সরকার তাঁদের নির্বাচনী ক্ষেত্রে প্রচারে বাধা দিতে পারে ৷
  • বিরোধী দলগুলি বলছে যে কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : আমরা গণতন্ত্রের মাধ্যমে ঐক্যবদ্ধ : মোদি

2021 সালের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে আরও 944 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ যা নির্বাচনের আগে সর্বাধিক বাহিনী মোতায়েন ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে ৷

কলকাতা, 13 মার্চ : ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে কেন্দ্রের মোদি সরকার ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিচ্ছে ৷ তাঁকে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ ৷ ওই বাহিনী তাদের স্পেশাল সিকিউরিটি গ্রুপ (এসএসজি)-কে এই নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশও দিয়ে দিয়েছে ৷

তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল থেকে যাঁরা সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার ঘটনা এই প্রথমবার নয় ৷ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু বিধায়ক ও সাংসদকে কেন্দ্রীয় সরকার ভিআইপি নিরাপত্তা দেয় ৷

  • ভারতে পুলিশ ও রাজ্য সরকার যে সমস্ত ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে, তাঁদের নিরাপত্তা দেয় ৷
  • নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মাত্রা অনুযায়ী কোনও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে চারটি স্তর রয়েছে : জেড প্লাস (সর্বোচ্চ স্তর), জেড, ওয়াই এবং এক্স ৷
  • সবচেয়ে নিচের স্তরের ‘এক্স’ ক্যাটাগরিতে যাঁকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দেওয়া, তাঁর সঙ্গে দু-তিনজন কমান্ডো থাকেন ৷ অন্যদিকে ‘ওয়াই’ নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন মতো চার-পাঁচজন নিরাপত্তা কর্মীকে যুক্ত করার নিয়ম রয়েছে ৷
  • ওপরের দিকের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ‘জেড’ ও ‘জেড প্লাস’ ক্য়াটাগরিতে ৷ যেখানে কেন্দ্রের তরফে ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷ একই ধরনের নিরাপত্তা রাজ্য সরকারগুলিও তাদের পুলিশের মাধ্যমে দেয় ৷

আরও পড়ুন : কলকাতায় বিজেপির প্রার্থীতালিকায় থাকতে পারে গ্ল্য়ামারের ছটা

সমস্ত রাজনৈতিক নেতাদের পশ্চিমবঙ্গে চলাফেরা করার জন্য কেন্দ্রের ‘জেড’, ‘এক্স’ এবং ‘ওয়াই’ ক্যাটাগরিতে ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷ কিন্তু কয়েকজনকে অন্য রাজ্যে গেলেও ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় ৷

যাঁদের কেন্দ্রের ভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাঁরা হলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, তমলুকের বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা অশোক দিন্দা, কাঁথি উত্তরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা বনশ্রী মাইতি, পুরুলিয়ার বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস নেতা সুদীপ মুখোপাধ্যায়, গাজোলের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, বালির বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন নেত্রী ও ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, মন্তেশ্বরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা সৈকত পাঁজা, হলদিয়ার বিধায়ক তথা প্রাক্তন সিপিএম তাপসী মণ্ডল, কালনার বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং ব্যারাকপুরের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা শিলভদ্র দত্ত ৷

  • মিঠুন চক্রবর্তী : গত 7 মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার মঞ্চ থেকে বিজেপিতে যোগদান করেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার চলাকালীন সিআইএসএফ কমান্ডোরা তাঁকে ঘিরে থাকবেন ৷
  • শুভেন্দু অধিকারী : তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরির সিআরপিএফ নিরাপত্তা পান ৷ আর অন্য কোনও রাজ্যে গেলে তাঁকে সিআরপিএফ ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় ৷
  • রাজীব বন্দ্যোপাধ্যায় : তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাক্তন মন্ত্রী, যিনি সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তাঁকে পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় এবং অন্য রাজ্যে তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পান ৷
  • অশোক দিন্দা : প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, তিনি গত মাসে বিজেপিতে যোগদান করেছেন ৷ তিনি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ৷ তাঁকে ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বাঁকুড়ায় প্রচারে বিজেপির 3 মহারথী, মোদি-শাহ-যোগী

তাঁদের কেন কেন্দ্রের ভিআইপি নিরাপত্তা দেওয়া প্রয়োজন :-

  • কেউ কেউ বলছেন যে এই ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা অস্থায়ী ৷ নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের ভালোর জন্য এবং সুরক্ষা দিতে এই ব্যবস্থা করা হয়েছে ৷ নির্বাচন শেষে হয়ে যাওয়ার পর আবার বিষয়টি পর্যালোচনা করা হবে ৷
  • বিজেপির নেতাদের দাবি, বর্তমান সরকার তাঁদের নির্বাচনী ক্ষেত্রে প্রচারে বাধা দিতে পারে ৷
  • বিরোধী দলগুলি বলছে যে কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : আমরা গণতন্ত্রের মাধ্যমে ঐক্যবদ্ধ : মোদি

2021 সালের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে আরও 944 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ যা নির্বাচনের আগে সর্বাধিক বাহিনী মোতায়েন ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.