ETV Bharat / city

মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা, ঘোষণা মমতার - তৃণমূলের ইস্তাহার

পিছিয়ে পড়া জাতির পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়টি প্রমাণ করতে ইস্তাহারে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য কী কী করতে চান, বুধবার সেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা, ঘোষণা মমতার
মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা, ঘোষণা মমতার
author img

By

Published : Mar 17, 2021, 6:36 PM IST

Updated : Mar 17, 2021, 9:09 PM IST

কলকাতা, 17 মার্চ : পিছিয়ে পড়া জাতির পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়টি প্রমাণ করতে ইস্তাহারে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য কী কী করতে চান, বুধবার সেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে প্রকাশ করা হয় ইস্তাহার ৷ প্রকাশ করেন স্বয়ং তৃণমূল নেত্রী ৷ সেখানেই তিনি জানান পিছিয়ে পড়া মানুষদের জন্য, তাঁর সরকার ঠিক কী কী করতে চায় ৷

এদিন মমতা জানিয়েছেন যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলে তিনি মাহিষ্য, তিলি, তামুল, সাহাদের বিশেষ সুবিধা দেওয়া হবে ৷ কারণ, এরা কেউ ওবিসি বা অনান্য অনগ্রসর শ্রেণিভুক্ত নয় ৷ কিন্তু তারা যাতে ওবিসির মতোই সুবিধা পান, সেই কারণে একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন তৃণমূল নেত্রী ৷

মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা

আরও পড়ুন : ভোটে জিতলেই বাড়ি বাড়ি রেশন, প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে কৃষক ও অনান্য শ্রেণির জন্যও একাধিক ঘোষণা করা হয়েছে ৷ রাজ্যে 10 লক্ষ এমএসএমই ইউনিট তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 17 মার্চ : পিছিয়ে পড়া জাতির পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়টি প্রমাণ করতে ইস্তাহারে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য কী কী করতে চান, বুধবার সেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে প্রকাশ করা হয় ইস্তাহার ৷ প্রকাশ করেন স্বয়ং তৃণমূল নেত্রী ৷ সেখানেই তিনি জানান পিছিয়ে পড়া মানুষদের জন্য, তাঁর সরকার ঠিক কী কী করতে চায় ৷

এদিন মমতা জানিয়েছেন যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলে তিনি মাহিষ্য, তিলি, তামুল, সাহাদের বিশেষ সুবিধা দেওয়া হবে ৷ কারণ, এরা কেউ ওবিসি বা অনান্য অনগ্রসর শ্রেণিভুক্ত নয় ৷ কিন্তু তারা যাতে ওবিসির মতোই সুবিধা পান, সেই কারণে একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন তৃণমূল নেত্রী ৷

মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা

আরও পড়ুন : ভোটে জিতলেই বাড়ি বাড়ি রেশন, প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে কৃষক ও অনান্য শ্রেণির জন্যও একাধিক ঘোষণা করা হয়েছে ৷ রাজ্যে 10 লক্ষ এমএসএমই ইউনিট তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Mar 17, 2021, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.