কলকাতা, 18 মার্চ : বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে । এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম তরুণ সাহা ৷ কলকাতা পৌরনিগমের দীর্ঘদিনের কাউন্সিলর তথা তৃণমূল নেতা তরুণ সাহা । কলকাতার বোরো-1 এর চেয়ারম্যান পদ সামলাচ্ছেন 10 বছর ধরে ৷ কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তিন বারের বিধায়ক তাঁর স্ত্রী মালা সাহা । 2006 সালে দাপুটে বামপন্থী শ্রমিক নেতা রাজদেও গোয়ালাকে হারিয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন মালা সাহা । তখন ওই কেন্দ্র ছিল বেলগাছিয়া । এদিন বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল নেতার নাম থাকায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে বেলগাছিয়া-কাশীপুর কেন্দ্রে । যদিও এদিন তরুণ সাহা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন না।
আসন্ন বিধানসভা নির্বাচনে বেলগাছিয়া-কাশীপুর কেন্দ্র মালা সাহা পরিবর্তে অতীন ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল । সেই মতো অতীন ঘোষের সমর্থনে বেলগাছিয়া-কাশীপুর কেন্দ্রে ইতিমধ্যেই দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়ে গিয়েছে । এদিন দিল্লি থেকে তরুণ সাহার নাম ঘোষণার পরেই প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি । তিনি বিজেপির প্রার্থী হতে চাননি । তবে হঠাৎ করে তাঁর নাম কেন ঘোষণা করা হল, তা নিয়ে যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন তরুণ সাহা ।
আরও পড়ুন : প্রার্থীতালিকায় নাম থাকলেও বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না শিখা
তিনি বলেন, ‘‘অন্য কোন তরুণ সাহা হতে পারে৷ কিন্তু আমি নই । আমি তৃণমূলে আছি ৷ আমি তৃণমূল এই থাকব । আমার স্ত্রী মালা সাহা দীর্ঘদিনের বিধায়িকা ছিলেন এই কেন্দ্রে । আমার স্ত্রী শিক্ষিকা । দলের সঙ্গে কোনও অনৈতিক কাজ কখনই করব না । দলের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি । এবং আগামী দিনেও দলের নির্দেশ মেনে চলব। বিজেপি যে তরুণ সাহার নাম ঘোষণা করেছে, সেটা অন্য কেউ হতে পারে । আমি তৃণমূলের ছিলাম থাকব । এবং এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ হয়েছেন ৷ তাঁর সমর্থনে দলের হয়ে প্রচার করব ।’’