কলকাতা, 24 ফেব্রুয়ারি: আব্বাস সিদ্দিকীর সঙ্গে অবিলম্বে বিরোধ মেটাতে হবে । কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে ফোন করে এই নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি । বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেকটাই এগিয়ে গিয়েছে । কিন্তু কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর আসন সমঝোতা নিয়ে মতবিরোধ রয়েছে । একাধিকবার বৈঠকে কংগ্রেসকে এড়িয়ে গিয়েছেন আব্বাস সিদ্দিকী । জোটের ক্ষেত্রে আন্তরিক নন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এমন অভিযোগ জানিয়ে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছেন। এরপরই তড়িঘড়ি জোট প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আসরে নেমেছেন স্বয়ং সোনিয়া। তিনি প্রদীপ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে আসন সমঝোতা করার জন্য।
কংগ্রেসের একাংশের দাবি, আসন সমঝোতা নিয়ে মামলা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে প্রদীপ ভট্টাচার্য এআইসিসির বেণুগোপালকে ধরে বাঁচতে চাইছেন । এই বেণুগোপাল একসময়ে করুণাকরণের হয়ে কাজ করতেন । আহমেদ প্যাটেল তাঁকে তুলে এনে সাধারণ সম্পাদক করেছিলেন । পশ্চিমবঙ্গের জোটের বিষয়ে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে । যদিও এআইসিসির নেতা জিতিন প্রসাদ এখন বাংলার সংগঠনের দায়িত্বে ।
বামফ্রন্টের সঙ্গে আব্বাস সিদ্দিকীদের আসন সমঝোতা ফলপ্রসূ হলেও, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সমস্যা রয়েছে আসন বণ্টন নিয়ে । বামফ্রন্ট এবং কংগ্রেস 2 শিবিরকেই তাদের ভাগের আসন থেকে আব্বাস সিদ্দিকীর দলকে আসন ছাড়তে হবে । বামফ্রন্ট নমনীয় হলেও কংগ্রেস এখনও নমনীয় নয় । তাই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলে রয়েছে । অধীর চৌধুরী বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, আব্বাস সিদ্দিকী যে সমস্ত আসনের দাবি জানাচ্ছেন সেগুলির বর্তমান বিধায়ক কংগ্রেস দলের । উত্তর 24 পরগনা, বীরভূম, হাওড়া, বহরমপুর জেলার কংগ্রেসের জেতা আসনগুলি চাইছেন আব্বাস সিদ্দিকী । এতেই প্রবল চটেছেন অধীররঞ্জন চৌধুরী । সন্তর্পণে আব্বাস সিদ্দিকীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
আরও পড়ুন: আসন বণ্টন নিয়ে দ্বন্দ্ব, জোটের বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি
এ সব শুনেই সোনিয়া গান্ধি গতকাল প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । যত দ্রুত সম্ভব আব্বাস সিদ্দিকীর সঙ্গে মতানৈক্য মিটিয়ে নিতে বলা হয়েছে । প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর সঙ্গে সোনিয়া গান্ধির কথা হয়েছে । তবে সব কথা সংবাদমাধ্যমে তিনি বলতে চান না ।