কলকাতা, 4 মার্চ: পেট্রল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোর্ডিং ঘিরে ভোটের মুখে সরগরম বাংলা । নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি খতিয়ে দেখার পর কমিশন তৃণমূলের দাবি মেনে নিয়েছে । সেই কারণে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প থেকে প্রধানমন্ত্রীর ছবি 72 ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য পাম্প কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর মিলেছে ।
পেট্রল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তাদের অভিযোগ ছিল, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যজুড়ে আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে । এই অবস্থায় পেট্রল পাম্পে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে । তাই সেই হোর্ডিং সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিল তৃণমূল । ভোটের আগে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিঙে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে তারা । এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে হোর্ডিং গুলি সরিয়ে নেওয়ার আর্জি জানায় ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূলের একটি প্রতিনিধি দল ।
আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক ! শুক্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের
বিষয়টি খতিয়ে দেখার পর তৃণমূলের আর্জি মেনে নিয়েছে কমিশন । আগামী 72 ঘণ্টার মধ্যে রাজ্যের সব পেট্রল পাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া হোর্ডিং সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশে যারপরনাই উচ্ছ্বসিত শাসক দল ।
এর আগে, করোনাভাইরাসের টিকাগ্রহণের শংসাপত্রেও মোদির ছবি থাকায় তা নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল ।