ETV Bharat / city

স্ট্রং রুমের নিরাপত্তা কঠোর করতে নয়া পদক্ষেপ কমিশনের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভোটগ্রহণের পর স্ট্রং রুমের নিরাপত্তা আরও কঠোর করতে এ বার নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের ৷ কমিশন বলেছে, স্ট্রং রুম বন্ধ করার সময় এ বার রাজনৈতিক দলগুলি দরজার তালাতে নিজেদের শিলমোহর দিতে পারবে ৷

west bengal assembly election 2021:  political parties can seal while locking the strong rooms with loaded evms
স্ট্রং রুমের নিরাপত্তা কঠোর করতে নয়া পদক্ষেপ কমিশনের
author img

By

Published : Mar 14, 2021, 8:38 AM IST

কলকাতা, 14 মার্চ: ভোটগ্রহণ পর্ব শেষ হলে ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ইভিএম ও ভিভিপ্যাট রাখা থাকে স্ট্রং রুমে । থাকে পাহারার ব্যবস্থা । তবে স্ট্রং রুমের নিরাপত্তা আরও কঠোর করতে এ বার এই নিয়মে কিছুটা রদবদল আনছে নির্বাচন কমিশন ।

প্রতিবার স্ট্রং রুম বন্ধ করার সময় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শিলমোহর দিয়ে বন্ধ করা হয় । নির্বাচন কমিশন সূত্রের খবর, এ বার কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, স্ট্রং রুম বন্ধ করার সময় স্বীকৃত রাজনৈতিক দল দরজার তালাতে তাদের নিজেদের দলের সিলমোহর লাগাতে পারবে । নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনে প্রথম প্রয়োগ হতে চলেছে । তবে সে ক্ষেত্রে স্বীকৃত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই আবেদন করতে হবে ।

আরও পড়ুন: দুর্ঘটনাতেই আহত মমতা, জানাল নির্বাচন কমিশন

এর আগে বিভিন্ন সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল । ইভিএম-র সুরক্ষা বিঘ্নিত হওয়ার অভিযোগ জানিয়ে বহুবার কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে একাধিক দল । এ বার তাই নয়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ৷

কলকাতা, 14 মার্চ: ভোটগ্রহণ পর্ব শেষ হলে ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ইভিএম ও ভিভিপ্যাট রাখা থাকে স্ট্রং রুমে । থাকে পাহারার ব্যবস্থা । তবে স্ট্রং রুমের নিরাপত্তা আরও কঠোর করতে এ বার এই নিয়মে কিছুটা রদবদল আনছে নির্বাচন কমিশন ।

প্রতিবার স্ট্রং রুম বন্ধ করার সময় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শিলমোহর দিয়ে বন্ধ করা হয় । নির্বাচন কমিশন সূত্রের খবর, এ বার কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, স্ট্রং রুম বন্ধ করার সময় স্বীকৃত রাজনৈতিক দল দরজার তালাতে তাদের নিজেদের দলের সিলমোহর লাগাতে পারবে । নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনে প্রথম প্রয়োগ হতে চলেছে । তবে সে ক্ষেত্রে স্বীকৃত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই আবেদন করতে হবে ।

আরও পড়ুন: দুর্ঘটনাতেই আহত মমতা, জানাল নির্বাচন কমিশন

এর আগে বিভিন্ন সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল । ইভিএম-র সুরক্ষা বিঘ্নিত হওয়ার অভিযোগ জানিয়ে বহুবার কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে একাধিক দল । এ বার তাই নয়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.