ETV Bharat / city

শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে পিসি-ভাইপোর প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদির বক্তব্য, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছিলেন ৷ মোদির অভিযোগ, মমতা বাংলার মানুষের সেই আশা ভেঙে দিয়েছেন ৷

শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির
শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির
author img

By

Published : Mar 7, 2021, 6:50 PM IST

কলকাতা, 7 মার্চ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে পিসি-ভাইপোর প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রশ্ন তুললেন, ‘‘আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতেই সীমাবদ্ধ থাকলেন ?’’

মোদির বক্তব্য, বাংলার মানুষ কংগ্রেস ও বামফ্রন্টের ‘কুশাসন’ সহ্য করেছেন ৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছিলেন ৷ মমতাকে বাংলার মানুষ আপনাকে দিদি হিসেবে বেছে নিয়েছিল ৷

মোদির অভিযোগ, মমতা বাংলার মানুষের সেই আশা ভেঙে দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, মমতার উচিত ছিল সকলের দিদি হয়ে ওঠা ৷ কিন্তু তার বদলে মমতা একজেনর পিসি হয়ে থেকে গেলেন বলে অভিযোগ করেছেন মোদি ৷ এর পরই তাঁর প্রশ্ন, আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতে সীমাবদ্ধ থাকলেন ? শুধু নিজের ভাইপোর লোভে পূরণ কেন করতে লাগলেন ?’’ মমতা কেন বাংলার লাখ লাখ ভাইপো-ভাইঝির কথা ভাবলেন না, সেই প্রশ্নও তুলেছেন মোদি ৷

রবিবার বিজেপির ব্রিগেডে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তিনিই ছিলেন মূল বক্তা ৷ আর এদিন ভিড় দেখে যে তিনি আপ্লুত, তা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘শত শত ব়্যালি করেছি, কিন্তু এত লোক কোথাও দেখিনি ৷’’ আর এদিন তিনি ভাষণও দিয়েছেন প্রায় দেড় ঘণ্টা ৷

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, ‘‘বাংলার গণতন্ত্র ভেঙে দেওয়া হয়েছে ৷’’ বাংলায় 10 বছরে কোনও পরিবর্তন হয়নি বলে তাঁর অভিযোগ ৷ তিনি দাবি করেন যে বাংলার চাহিদা মতো তৃণমূল কোনও পরিবর্তন করতে পারেনি ৷ বরং বাংলার গরিবদের আরও গরিব করা হয়েছে ৷

আরও পড়ুন : তাঁর বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি

মোদির মুখে এদিন মা-মাটি-মানুষের কথাও শোনা গিয়েছে ৷ তাঁর দাবি, বাংলায় এখন বয়স্ক মায়েদের উপর অত্যাচার করা হয় ৷ বাংলার মাটির প্রতিটি কণা বিক্রি করে দিয়েছে তৃণমূল ৷ আর বাংলার মানুষ এখন খুনের রাজনীতি দেখছেন ৷

কলকাতা, 7 মার্চ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে পিসি-ভাইপোর প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রশ্ন তুললেন, ‘‘আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতেই সীমাবদ্ধ থাকলেন ?’’

মোদির বক্তব্য, বাংলার মানুষ কংগ্রেস ও বামফ্রন্টের ‘কুশাসন’ সহ্য করেছেন ৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছিলেন ৷ মমতাকে বাংলার মানুষ আপনাকে দিদি হিসেবে বেছে নিয়েছিল ৷

মোদির অভিযোগ, মমতা বাংলার মানুষের সেই আশা ভেঙে দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, মমতার উচিত ছিল সকলের দিদি হয়ে ওঠা ৷ কিন্তু তার বদলে মমতা একজেনর পিসি হয়ে থেকে গেলেন বলে অভিযোগ করেছেন মোদি ৷ এর পরই তাঁর প্রশ্ন, আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতে সীমাবদ্ধ থাকলেন ? শুধু নিজের ভাইপোর লোভে পূরণ কেন করতে লাগলেন ?’’ মমতা কেন বাংলার লাখ লাখ ভাইপো-ভাইঝির কথা ভাবলেন না, সেই প্রশ্নও তুলেছেন মোদি ৷

রবিবার বিজেপির ব্রিগেডে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তিনিই ছিলেন মূল বক্তা ৷ আর এদিন ভিড় দেখে যে তিনি আপ্লুত, তা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘শত শত ব়্যালি করেছি, কিন্তু এত লোক কোথাও দেখিনি ৷’’ আর এদিন তিনি ভাষণও দিয়েছেন প্রায় দেড় ঘণ্টা ৷

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, ‘‘বাংলার গণতন্ত্র ভেঙে দেওয়া হয়েছে ৷’’ বাংলায় 10 বছরে কোনও পরিবর্তন হয়নি বলে তাঁর অভিযোগ ৷ তিনি দাবি করেন যে বাংলার চাহিদা মতো তৃণমূল কোনও পরিবর্তন করতে পারেনি ৷ বরং বাংলার গরিবদের আরও গরিব করা হয়েছে ৷

আরও পড়ুন : তাঁর বন্ধু কারা, ব্রিগেডের মঞ্চ থেকে জানালেন মোদি

মোদির মুখে এদিন মা-মাটি-মানুষের কথাও শোনা গিয়েছে ৷ তাঁর দাবি, বাংলায় এখন বয়স্ক মায়েদের উপর অত্যাচার করা হয় ৷ বাংলার মাটির প্রতিটি কণা বিক্রি করে দিয়েছে তৃণমূল ৷ আর বাংলার মানুষ এখন খুনের রাজনীতি দেখছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.