কলকাতা, 3 ফেব্রুয়ারি: রাজনীতিতে এখন 'ঘর ঘর কি কাহানি'। দলবলের পালায় পরিবারে ভাঙনের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে ডিভোর্সের নোটিস পাঠানো হয়েছে। এ বার বিজেপির পরিবারের আর এক সদস্য যোগ দিলেন তৃণমূলে। মুকুল রায়ের শ্যালক তথা বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক সৃজন রায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
বুধবার দুপুরে কলকাতায় তৃণমূল ভবনে সৃজন রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই সৃজন রায় বলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ রাজনীতিতে আকৃষ্ট হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন।
সুজনের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত ধর্মনিরপেক্ষ নেত্রী। এখন যে রকম রাজনৈতিক গতিবিধি চলছে, সেটা কোনও মতেই পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।"
আরও পড়ুন: ডিভোর্স চান না, সৌমিত্রকে দীর্ঘ চিঠি "অভিমানী" সুজাতার
বিজেপি অবশ্য এই ব্যাপারটাকে কোনও গুরুত্ব দিতে রাজি নয়। বিজেপির এক রাজ্য নেতা বলেন, "সৃজন রায় একজন ভিন্ন মানুষ। তাঁর সেই রকম কোনও নিজস্ব রাজনৈতিক পরিচয়ও নেই। তিনি যে কোনও কোনও দলে যোগ দিতেই পারেন এবং তাতে আমাদের কিছুই এসে যায় না।"
আজ একইসঙ্গে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার এবং আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার।