কলকাতা, 5 মার্চ: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি । তবে অনেক জায়গাতেই তা মানা হচ্ছে না বলে অভিযোগ করে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সংযুক্ত মোর্চা। বৃহস্পতিবার তারা কমিশনে কাছে এ ব্যাপারে নালিশ জানায় ।
সংযুক্ত মোর্চায় প্রতিনিধিত্ব করেন সিপিএম নেতা রবীন দেব । ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে প্রতিনিধিত্ব করেন আব্দুল মালেক ও তাপস চক্রবর্তী । রবীন দেবের অভিযোগ, ভোট ঘোষণা হওয়ার পরও বিভিন্ন এলাকায় মানা হচ্ছে না আদর্শ আচরণবিধি। সম্প্রতি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে RJD নেতা তেজস্বী যাদবের যে বৈঠকটি হয় ও তারপরেই যে সাংবাদিক সম্মেলনটি হয় সেটি একটি সরকারি দফতরে করা হয় । সেটি কোনও দলের অফিস নয় । এটি মডেল কোড অফ কন্ডাক্টের বিধি বহির্ভূত ।
রবীন দেব আরও বলেন যে 'মা ক্যান্টিন'-এ যে প্যাকেটে খাওয়ার দেওয়া হচ্ছে, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে । ঠিক একইভাবে বহু পেট্রলপাম্পে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঝুলছে । পাশাপাশি তিনি অল ইন্ডিয়া রেডিয়ো ও ডিডি নিউজের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তোলেন । খবর শেষ হয়ে যাওয়ার পরেই বারবার প্রধানমন্ত্রীর বক্তৃতা চালানো হচ্ছে বলে অভিযোগ ।
আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনে যোগ দিলেন 3 আধিকারিক
অন্যদিকে তাঁরা অভিযোগ করেন যে, শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব, কাশিপুর থানা, জীবনতলা ও ভাঙড়ে ব্যাপক অশান্তি চলছে । আর সবকিছুই চলছে পুলিশের চোখের সামনে । পুলিশের মদতে । টালিগঞ্জ পুলিশ স্টেশনের অ্যাডিশনাল ওসি অভিজিৎ বিশ্বাস-সহ আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অনৈতিকতার অভিযোগ এনেছে সংযুক্ত মোর্চা । তারা অবিলম্বে এই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে কমিশনের কাছে ।