কলকাতা, 7 মার্চ : ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ রবিবার বিজেপির ব্রিগেডের মঞ্চ থেকে তিনি বিজেপিতে যোগদান করলেন ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷
এদিন বিজেপির ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদিই মূল আকর্ষণ ৷ কিন্তু তা হলেও মিঠুন চক্রবর্তীকে ঘিরে আকর্ষণ তৈরি হয়েছিল ৷ কারণ, গত কয়েকদিন ধরেই তাঁর আসা না-আসা নিয়ে নানা ধরনের জল্পনা চলছিল ৷ কিন্তু সেই জল্পনার অবসান ঘটে শনিবার রাতে, যখন তিনি কলকাতায় এসে পৌঁছন এবং জানিয়ে দেন যে রবিবার ব্রিগেডে উপস্থিত থাকবেন তিনি ৷
যদিও কোনও কোনও মহল থেকে জল্পনা চলছিল যে ব্রিগেডে থাকলেও বিজেপিতে যোগদান করবেন পর্দার ‘মহাগুরু’ ৷ কিন্তু ব্রিগেডের মঞ্চে উপস্থিত হয়ে সেই জল্পনাতেও জল ঢেলে দিলেন তিনি ৷ সরাসরি যোগ দিলেন বিজেপিতে ৷
তাঁকে যে এবার নির্বাচনী প্রচারে নামানো হবে, তা নিশ্চিত ৷ মিঠুনের জনপ্রিয়তা ব্যবহার করে বিভিন্ন সভায় ভিড় বাড়ানো হবে ৷ কিন্তু তাঁকে কি বিধানসভায় প্রার্থী করা হবে ? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মিঠুন যে মাপের ব্যক্তি ৷ তাতে তাঁকে বিধানসভায় প্রার্থী করলে, সেটার তার প্রতি যোগ্য মর্যাদার হবে না ৷ বরং তাঁকে আবার রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি ৷ কিন্তু কোন রাজ্য থেকে পাঠানো হবে, সেটাও একটা বড় প্রশ্ন ৷ কারণ, বাংলা থেকে এখনই মিঠুনকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা কম ৷ তাই অন্য রাজ্য থেকে হয়তো তাঁকে প্রার্থী করতে হবে ৷
আরও পড়ুন : সুপার সানডেতে রাজনীতির হাই ভোল্টেজ ম্যাচ রাজ্যের 2 প্রান্তে
তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মিঠুনকে কী দায়িত্ব দেয় ভারতীয় জনতা পার্টি ৷