ETV Bharat / city

আসন রফা নিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে শীঘ্রই বৈঠক বাম-কংগ্রেসের - কংগ্রেস

আসন সমঝোতা নিয়ে এবার কোমর বেঁধে নামছে বাম ও কংগ্রেস ৷ আর সেই আসন সমঝতা নিয়ে আগামী বৈঠকে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও বৈঠকে চাইছে তারা ৷ ইতিমধ্যেই বামেদের তরফে আব্বাস সিদ্দিকির সঙ্গে বিধানসভা ভোটে আসন সমঝোতা করতে উৎসাহ দেখিয়েছিল বামেরা ৷

west bengal assembly election 2021 left and congress will did a meeting with abbas siddiqe on assembly seat
আসন রফা নিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে শীঘ্রই বৈঠক বাম-কংগ্রেসের
author img

By

Published : Feb 14, 2021, 8:45 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : এই সপ্তাহেই আব্বাস সিদ্দিকির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করবে বামফ্রন্ট এবং কংগ্রেস । আর গড়িমসি না করে, আসল রফা চূড়ান্ত করতে ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বৈঠক করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। ত্রিপাক্ষিক এই বৈঠকে মূলত আসন সমঝোতা ছাড়াও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিষয়টি নিয়েও আলোচনা হবে। সামনের মঙ্গল অথবা বুধবার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বামফ্রন্টের তরফে। মোট বিধানসভা আসনের থেকে ক’টি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়া হবে ? সে বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকে।

তিন দফা বৈঠকে বামফ্রন্ট এবং কংগ্রেস আপাতত 230 টি আসন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বাকি আরও 64টি আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং একাধিক ছোট দলকে এই জোটের অন্তর্ভুক্ত করার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব 64টি আসন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।


বৈঠকে আব্বাস সিদ্দিকির উপস্থিতি চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই দলই। কারণ সেখানে মিম নিয়ে আব্বাসের অবস্থান স্পষ্ট করার বিষয়টি জানতে চাইবে বাংলার দুই বিরোধী দল।

আরও পড়ুন : চিঠির জবাব, আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করতে মরিয়া বামফ্রন্ট

বিশেষ করে দুই 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের কয়েকটি বিধানসভায় পীরজাদার অনুগামীরা রয়েছেন। এর উপরেই ভিত্তি করে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া হবে বলে অনুমান করা হচ্ছে। রাজনীতির কারবারিরা বলছেন, 64টি আসন কেবলমাত্র আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে, এমন ভাবার কোনও কারণ নেই। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় মোট 30টি আসন আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

কলকাতা, 14 ফেব্রুয়ারি : এই সপ্তাহেই আব্বাস সিদ্দিকির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক করবে বামফ্রন্ট এবং কংগ্রেস । আর গড়িমসি না করে, আসল রফা চূড়ান্ত করতে ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বৈঠক করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। ত্রিপাক্ষিক এই বৈঠকে মূলত আসন সমঝোতা ছাড়াও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিষয়টি নিয়েও আলোচনা হবে। সামনের মঙ্গল অথবা বুধবার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বামফ্রন্টের তরফে। মোট বিধানসভা আসনের থেকে ক’টি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়া হবে ? সে বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকে।

তিন দফা বৈঠকে বামফ্রন্ট এবং কংগ্রেস আপাতত 230 টি আসন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বাকি আরও 64টি আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং একাধিক ছোট দলকে এই জোটের অন্তর্ভুক্ত করার জন্য বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব 64টি আসন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।


বৈঠকে আব্বাস সিদ্দিকির উপস্থিতি চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই দলই। কারণ সেখানে মিম নিয়ে আব্বাসের অবস্থান স্পষ্ট করার বিষয়টি জানতে চাইবে বাংলার দুই বিরোধী দল।

আরও পড়ুন : চিঠির জবাব, আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করতে মরিয়া বামফ্রন্ট

বিশেষ করে দুই 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের কয়েকটি বিধানসভায় পীরজাদার অনুগামীরা রয়েছেন। এর উপরেই ভিত্তি করে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া হবে বলে অনুমান করা হচ্ছে। রাজনীতির কারবারিরা বলছেন, 64টি আসন কেবলমাত্র আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে, এমন ভাবার কোনও কারণ নেই। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় মোট 30টি আসন আব্বাস সিদ্দিকিকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.