ETV Bharat / city

মিমের সঙ্গে বৈঠকের জল্পনা উড়িয়ে দিল আইএসএফ - বিধানসভা নির্বাচন 2021

ব্রিগেডের সমাবেশ থেকে কোনও ধর্মীয় ধ্বনি আব্বাস সিদ্দিকীর গলায় শোনা যায়নি ৷ বামেদের দাবি, আইএসএফের প্রার্থী তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাদের সঙ্গে ইসলাম ধর্মের কোনও সংযোগ নেই ৷ সেক্ষেত্রে মিম-এর মতো তথাকথিত ধর্মীয় দলের সঙ্গে আইএসএফের বৈঠকের কোনও প্রশ্ন ওঠে না ৷

মিমের সঙ্গে বৈঠকে নেই আইএসএফ
মিমের সঙ্গে বৈঠকে নেই আইএসএফ
author img

By

Published : Mar 25, 2021, 7:45 PM IST

কলকাতা, 25 মার্চ : মিমের সঙ্গে আইএসএফের বৈঠকের জল্পনাকে কার্যত বাপী বাড়ি যা করলেন সৌমিত্র ঘোষ দস্তিদার । পেশায় চিত্রপরিচালক । দিন বদলের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন । এদিকে বাম-কংগ্রেসের জোটে নবগঠিত আইএসএফের যোগদান আদতে পুরানো দুই রাজনৈতিক দলের ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে প্রশ্ন তুলেছে । তিন দলের জোটের প্রতীকের সারিতে রয়েছে আইএসএফের প্রতীক খাম । তাদেরই প্রতিনিধি সৌমিত্র ঘোষ দস্তিদার মিমের সঙ্গে বৈঠকের জল্পনাকে যেমন ডিপ ফাইন লেগের বাইরে ফেললেন, তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককে ভিন্ন মাত্রা দেওয়ার বিরোধিতা করলেন ।

সৌমিত্র ঘোষ দস্তিদার বলেন, "দেশের বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচনের ভরা মাসে বৈঠক করছেন । তা নিয়ে অঙ্ক কষা স্বাভাবিক এবং রং চড়ানোর চেষ্টা হচ্ছে । তবে আইএসএফ ধর্ম নিরপেক্ষ মঞ্চ ।"

আরও পড়ুন : জোটের ‘ধর্মনিরেপক্ষতা’ নিয়ে বাম-কংগ্রেসের হাতিয়ার আব্বাসের ভাষণ

সৌমিত্র ঘোষ দস্তিদারের কথার রেশ ধরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "আইএসএফের প্রার্থী তালিকায় ধর্ম নিরপেক্ষতার ছাপ রয়েছে । যে প্রার্থী তালিকা তারা দিয়েছে তাতে একাধিক নাম রয়েছে যাদের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের কোনও সংযোগ নেই । তাই আইএসএফের সঙ্গে গাঁটছড়ায় বাম-কংগ্রেসের জোট ধর্ম নিরপেক্ষ চরিত্র হারিয়েছে তা ভাবার কোনও কারণ নেই ।"

মিমের সঙ্গে বৈঠকে নেই আইএসএফ

কলকাতা, 25 মার্চ : মিমের সঙ্গে আইএসএফের বৈঠকের জল্পনাকে কার্যত বাপী বাড়ি যা করলেন সৌমিত্র ঘোষ দস্তিদার । পেশায় চিত্রপরিচালক । দিন বদলের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন । এদিকে বাম-কংগ্রেসের জোটে নবগঠিত আইএসএফের যোগদান আদতে পুরানো দুই রাজনৈতিক দলের ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে প্রশ্ন তুলেছে । তিন দলের জোটের প্রতীকের সারিতে রয়েছে আইএসএফের প্রতীক খাম । তাদেরই প্রতিনিধি সৌমিত্র ঘোষ দস্তিদার মিমের সঙ্গে বৈঠকের জল্পনাকে যেমন ডিপ ফাইন লেগের বাইরে ফেললেন, তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককে ভিন্ন মাত্রা দেওয়ার বিরোধিতা করলেন ।

সৌমিত্র ঘোষ দস্তিদার বলেন, "দেশের বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচনের ভরা মাসে বৈঠক করছেন । তা নিয়ে অঙ্ক কষা স্বাভাবিক এবং রং চড়ানোর চেষ্টা হচ্ছে । তবে আইএসএফ ধর্ম নিরপেক্ষ মঞ্চ ।"

আরও পড়ুন : জোটের ‘ধর্মনিরেপক্ষতা’ নিয়ে বাম-কংগ্রেসের হাতিয়ার আব্বাসের ভাষণ

সৌমিত্র ঘোষ দস্তিদারের কথার রেশ ধরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "আইএসএফের প্রার্থী তালিকায় ধর্ম নিরপেক্ষতার ছাপ রয়েছে । যে প্রার্থী তালিকা তারা দিয়েছে তাতে একাধিক নাম রয়েছে যাদের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের কোনও সংযোগ নেই । তাই আইএসএফের সঙ্গে গাঁটছড়ায় বাম-কংগ্রেসের জোট ধর্ম নিরপেক্ষ চরিত্র হারিয়েছে তা ভাবার কোনও কারণ নেই ।"

মিমের সঙ্গে বৈঠকে নেই আইএসএফ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.