ETV Bharat / city

ডুমুরজলায় জাতীয় সংগীতের ‘অবমাননা’, বিজেপিকে নিশানা অভিষেকের - প্রধানমন্ত্রী

এদিন অভিষেক তাঁর টুইটারে জাতীয় সংগীতের গাওয়া শেষ পংক্তিটি তুলে ধরেন ৷ যেখানে শোনা যাচ্ছে, ‘‘জন গণ মঙ্গলদায়ক জয় হে...’’ এই লাইনটি ভুল গাওয়া হয়েছে ৷ এ নিয়ে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘যারা দেশভক্তি এবং জাতীয়তাবাদের কথা আওড়ান, তারা সঠিকভাবে জাতীয় সংগীতটাও গাইতে পারেন না ৷ এরা আবার দাবি করে দেশের গর্ব ও সম্মান রক্ষা করবে ৷’’

west bengal assembly election 2021 Insult to the national anthem abhishek banerjee accused bjp
ডুমুরজলায় জাতীয় সঙ্গীতের ‘অবমাননা’ ! বিজেপিকে নিশানা অভিষেকের
author img

By

Published : Jan 31, 2021, 9:41 PM IST

Updated : Feb 1, 2021, 6:05 AM IST

কলকাতা, 31 জানুয়ারি : দিল্লিতে গিয়ে গতকাল বিজেপিতে যোগ । তারপর আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়াদের ৷ যেই সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ৷ আর সেই মঞ্চেই এবার জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ আর সেই ভুল জাতীয় সংগীতের ভিডিয়ো ফুটেজ সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি তথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে অভিষেকের কটাক্ষ, ‘‘এরা আবার জাতীয়তাবাদ ও দেশভক্তির কথা বলেন’’৷ জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন তৃণমূলের এই সাংসদ ৷

এদিন অভিষেক তাঁর টুইটারে জাতীয় সংগীতের গাওয়া শেষ পংক্তিটি তুলে ধরেন ৷ যেখানে শোনা যাচ্ছে, ‘‘জন গণ মঙ্গলদায়ক জয় হে...’’ এই লাইনটি ভুল গাওয়া হয়েছে ৷ এ নিয়ে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘যারা দেশভক্তি এবং জাতীয়তাবাদের কথা আওড়ান, তারা সঠিকভাবে জাতীয় সংগীতটাও গাইতে পারেন না ৷ এরা আবার দাবি করে দেশের গর্ব ও সম্মান রক্ষা করবে ৷’’ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘‘এই ‘জাতীয়তাবাদ বিরোধী’ আচরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চাইবেন ?"

জাতীয় সংগীতের অবমাননা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পর্কে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ইটিভি ভারতের তরফে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি জাতীয় সংগীত সম্পর্কে শিখতে যাব না ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীতের কী বোঝেন? আমি অন্তত একশোটা ভিডিয়ো দেখাতে পারি, যেখানে তৃণমূল নেতারা জাতীয় সংগীত চলাকালীন বসে রয়েছে ৷ যদি আমাদের কোনও কার্যকর্তা জাতীয় সংগীতের অবমাননা করে থাকেন, তাহলে পুলিশে অভিযোগ করুক ৷ দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷’’

আরও পড়ুন :পরিবর্তনের পরিবর্তন, ডুমুরজলা থেকে ডাক রাজীবের

এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ৷ কটাক্ষের সঙ্গে তিনি বলেন, এই বিজেপি আবার দেশবাসীকে জাতীয়তাবাদের পাঠ পড়াতে আসে ।

কলকাতা, 31 জানুয়ারি : দিল্লিতে গিয়ে গতকাল বিজেপিতে যোগ । তারপর আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়াদের ৷ যেই সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ৷ আর সেই মঞ্চেই এবার জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ আর সেই ভুল জাতীয় সংগীতের ভিডিয়ো ফুটেজ সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি তথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে অভিষেকের কটাক্ষ, ‘‘এরা আবার জাতীয়তাবাদ ও দেশভক্তির কথা বলেন’’৷ জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন তৃণমূলের এই সাংসদ ৷

এদিন অভিষেক তাঁর টুইটারে জাতীয় সংগীতের গাওয়া শেষ পংক্তিটি তুলে ধরেন ৷ যেখানে শোনা যাচ্ছে, ‘‘জন গণ মঙ্গলদায়ক জয় হে...’’ এই লাইনটি ভুল গাওয়া হয়েছে ৷ এ নিয়ে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘যারা দেশভক্তি এবং জাতীয়তাবাদের কথা আওড়ান, তারা সঠিকভাবে জাতীয় সংগীতটাও গাইতে পারেন না ৷ এরা আবার দাবি করে দেশের গর্ব ও সম্মান রক্ষা করবে ৷’’ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘‘এই ‘জাতীয়তাবাদ বিরোধী’ আচরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চাইবেন ?"

জাতীয় সংগীতের অবমাননা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পর্কে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ইটিভি ভারতের তরফে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি জাতীয় সংগীত সম্পর্কে শিখতে যাব না ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীতের কী বোঝেন? আমি অন্তত একশোটা ভিডিয়ো দেখাতে পারি, যেখানে তৃণমূল নেতারা জাতীয় সংগীত চলাকালীন বসে রয়েছে ৷ যদি আমাদের কোনও কার্যকর্তা জাতীয় সংগীতের অবমাননা করে থাকেন, তাহলে পুলিশে অভিযোগ করুক ৷ দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷’’

আরও পড়ুন :পরিবর্তনের পরিবর্তন, ডুমুরজলা থেকে ডাক রাজীবের

এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ৷ কটাক্ষের সঙ্গে তিনি বলেন, এই বিজেপি আবার দেশবাসীকে জাতীয়তাবাদের পাঠ পড়াতে আসে ।

Last Updated : Feb 1, 2021, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.