ETV Bharat / city

ভাঙা পা নিয়ে ওঠানামায় সমস্যা, গাড়ি বদল মুখ্যমন্ত্রীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভাঙা পা নিয়ে বড় গাড়ি থেকে ওঠা-নামায় অসুবিধার কারণে গাড়ি বদল করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ আজ মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত মিছিলে অংশ নিতে কালীঘাটের বাড়ি থেকে একটি হ্যাচব্যাক গাড়িতে রওনা দেন তিনি ৷

west-bengal-assembly-election-2021-hatchback-car-for-cm-mamata-banerjee-instead-of-suv
ভাঙা পা নিয়ে ওঠানামায় সমস্যা, গাড়ি বদল মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Mar 14, 2021, 4:27 PM IST

কলকাতা, 14 মার্চ : 10 মার্চ নন্দীগ্রামে দুর্ঘটনায় পা ভাঙার পর আজ ফের একবার কলকাতার রাজপথে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে বদলে গেল তাঁর ব্যবহারের গাড়িও ৷ সাদা এসইউভি ছেড়ে ছাই রঙা হ্যাচ ব্যাক গাড়িতে কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডের সভায় গেলেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল সূত্রে খবর, ভাঙা পা নিয়ে গাড়ি থেকে ওঠা নামা করতে অসুবিধার কারণেই এই গাড়ি পরিবর্তন করা হয়েছে ৷

নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে বাঁ পায়ের গোড়ালি এবং পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে মুখ্যমন্ত্রী ৷ সেই অবস্থাতেই পায়ে প্লাস্টার নিয়ে আজ মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছি করলেন মুখ্য়মন্ত্রী ৷ উল্লেখযোগ্যভাবে, আজকের এই কর্মসূচিতে মুখ্য়মন্ত্রীর ব্যবহারের গাড়ির বদল ঘটেছে ৷ যে সাদা এসইউভি-তে করে তিনি সফর করেন, সেই গাড়ি আজ বদলানো হয়েছে ৷ একটি ছাই রঙা হ্যাচব্যাক গাড়িতে কালীঘাটের বাড়ি থেকে বেরন তিনি ৷ সেই গাড়িতেই মেয়ো রোডে পৌঁছান ৷ এবং সেখানে হুইল চেয়ারে করে সভামঞ্চের দিকে যান ৷ তৃণমূল সূত্রে খবর, মুখ্য়মন্ত্রীর এসইউভি গাড়িটি এখন তিনি ব্যবহার করবেন না ৷ পায়ে প্লাস্টার থাকায় উচ্চতার কারণে বড় গাড়ি থেকে ওঠা-নামায় সমস্যা হবে ৷ সেই কারণে কম উচ্চতার ছোট হ্যাচব্যাক গাড়ি মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে ৷ যতদিন না তাঁর পা ঠিক হচ্ছে, ততদিন ছোট গাড়িতে যাতায়াত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : আহত বাঘ আরও ভয়ঙ্কর, ভাঙা পায়ে হুঙ্কার মমতার

10 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর জনসংযোগের মাঝেই দুর্ঘনায় বাঁ পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গাড়ির দরজা পায়ে চাপা লাগে তাঁর ৷ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় মমতার বাঁ পায়ের গোড়ালি এবং পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে ৷ এই অবস্থায় গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি ৷ আর ঠিক দু’দিনের মাথায় ফের একবার প্রচারের ময়দানে তৃণমূল সুপ্রিমো ৷ আর দিন হিসেবেও বেছে নিয়েছেন নন্দীগ্রাম দিবসকে ৷ সেই উপলক্ষ্যে আজ কলকাতার মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে অংশ নেন তৃণমূল সুপ্রিমো ৷

কলকাতা, 14 মার্চ : 10 মার্চ নন্দীগ্রামে দুর্ঘটনায় পা ভাঙার পর আজ ফের একবার কলকাতার রাজপথে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে বদলে গেল তাঁর ব্যবহারের গাড়িও ৷ সাদা এসইউভি ছেড়ে ছাই রঙা হ্যাচ ব্যাক গাড়িতে কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডের সভায় গেলেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল সূত্রে খবর, ভাঙা পা নিয়ে গাড়ি থেকে ওঠা নামা করতে অসুবিধার কারণেই এই গাড়ি পরিবর্তন করা হয়েছে ৷

নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে বাঁ পায়ের গোড়ালি এবং পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে মুখ্যমন্ত্রী ৷ সেই অবস্থাতেই পায়ে প্লাস্টার নিয়ে আজ মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছি করলেন মুখ্য়মন্ত্রী ৷ উল্লেখযোগ্যভাবে, আজকের এই কর্মসূচিতে মুখ্য়মন্ত্রীর ব্যবহারের গাড়ির বদল ঘটেছে ৷ যে সাদা এসইউভি-তে করে তিনি সফর করেন, সেই গাড়ি আজ বদলানো হয়েছে ৷ একটি ছাই রঙা হ্যাচব্যাক গাড়িতে কালীঘাটের বাড়ি থেকে বেরন তিনি ৷ সেই গাড়িতেই মেয়ো রোডে পৌঁছান ৷ এবং সেখানে হুইল চেয়ারে করে সভামঞ্চের দিকে যান ৷ তৃণমূল সূত্রে খবর, মুখ্য়মন্ত্রীর এসইউভি গাড়িটি এখন তিনি ব্যবহার করবেন না ৷ পায়ে প্লাস্টার থাকায় উচ্চতার কারণে বড় গাড়ি থেকে ওঠা-নামায় সমস্যা হবে ৷ সেই কারণে কম উচ্চতার ছোট হ্যাচব্যাক গাড়ি মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে ৷ যতদিন না তাঁর পা ঠিক হচ্ছে, ততদিন ছোট গাড়িতে যাতায়াত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : আহত বাঘ আরও ভয়ঙ্কর, ভাঙা পায়ে হুঙ্কার মমতার

10 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর জনসংযোগের মাঝেই দুর্ঘনায় বাঁ পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গাড়ির দরজা পায়ে চাপা লাগে তাঁর ৷ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় মমতার বাঁ পায়ের গোড়ালি এবং পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে ৷ এই অবস্থায় গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি ৷ আর ঠিক দু’দিনের মাথায় ফের একবার প্রচারের ময়দানে তৃণমূল সুপ্রিমো ৷ আর দিন হিসেবেও বেছে নিয়েছেন নন্দীগ্রাম দিবসকে ৷ সেই উপলক্ষ্যে আজ কলকাতার মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে অংশ নেন তৃণমূল সুপ্রিমো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.