কলকাতা, 7 মার্চ: কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে চলেছেন ফিরহাদ হাকিম । শুধু কলকাতা পৌরনিগমের প্রশাসনের পদ থেকেই নয়, রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি । কলকাতা পৌরনিগমের মেয়রের পদের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলী গঠন করে । পৌরনিগমের প্রশাসকমণ্ডলী বসানো নিয়ে বিরোধীরা মামলা করলেও সেই মামলা খারিজ হয়ে যায় । কলকাতা পৌর নিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক পদে নিযুক্ত হন । এ বার স্বেচ্ছায় এই পদ ছাড়তে চলেছেন তিনি ।
আসন্ন বিধানসভা নির্বাচনের কলকাতা বন্দর থেকে তিনি চতুর্থবারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন । সম্ভবত আগামী 6 এপ্রিল তিনি কলকাতা পৌরনিগম সহ রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর থেকে ইস্তফা দেবেন । সম্ভবত আগামী 7 এপ্রিল তিনি নির্বাচনের বিধি মেনেই মনোনয়নপত্র পেশ করবেন । নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রতিনিধিত্ব করতে গেলে রাজ্য সরকারের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে হয় । কলকাতা পৌরনিগমের ইস্তফা দেওয়ার পরেই কলকাতার 144টি ওয়ার্ডের কাউন্সিলরদের সবকটি পদ বিলুপ্ত হয়ে যাবে । সরকারি গাড়ি সহ বিভিন্ন সুবিধা সেই সঙ্গেই বন্ধ হয়ে যাবে । কলকাতা পৌরনিগম প্রশাসক মণ্ডলীর বর্তমান বোর্ড খারিজ হয়ে যাবে ।
আরও পড়ুন: নাম না করে তৃণমূলকে ছবি করে দেওয়ার হুমকি মিঠুনের
কলকাতা পৌরনিগম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর কেএমডিএ-সহ বেশকিছু পদে তিনি রয়েছেন, সেইগুলো থেকেও পর্যায়ক্রমে তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং কমিটি, স্কিল ডেভলপমেন্ট মিশন, কেবল টিভি নেটওয়ার্ক চেয়ারম্যান পদ, মহাজাতি সদনের অছি পরিষদ সহ দুটি কলেজের সাম্মানিক পদ থেকে ইস্তফা দেবেন । নির্বাচনী বিধিনিষেধ মেনে কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ ও দেবব্রত মজুমদার আসন্ন বিধানসভার নির্বাচনে প্রার্থী, তাঁরাও নিজের নিজের পদ থেকে ইস্তফা দেবেন ।