কলকাতা, 8 মার্চ : চতুর্থ দফার ভোটের আগে আরও কড়া কমিশন ৷ রাজ্যের তিন জেলার নির্বাচনী আধিকারিককে বদল করল কমিশন ৷ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী আধিকারিককে বদল করা হল ৷
দক্ষিণ দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক নিখিল নির্মলের জায়গায় এলেন সি মুরগান ৷ পূর্ব বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক এনাউর রহমানের জায়গায় এলেন শিল্পা গৌরীসারিয়া ও পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু কুমার মাজির জায়গায় অনুরাগ শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছে । কমিশনের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা বদলি হলেন তাঁরা কোনওভাবে নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না । এদিকে নতুন দায়িত্ব যারা পেলেন, তাঁদের বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে কাজে যোগ দিয়ে কমিশনে রিপোর্ট পাঠাতে হবে ।
আরও পড়ুন : 8 রিটার্নিং অফিসারের বদলির পর কলকাতার ভোটে কি আরও কড়া হবে কমিশন ?
তৃতীয় দফার ভোটের দিন আটটি কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদল করেছিল নির্বাচন কমিশন ৷ তিন বছরের বেশি সময় ধরে কেউ দায়িত্বে থাকলে অথবা আধিকারিকদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তাঁদের বদল করা হচ্ছে ৷ কলকাতার রিটার্নিং অফিসার বদলের পর প্রশ্ন উঠেছিল ৷ বিভিন্ন মহল থেকে বলা হয়, চতুর্থ দফার ভোটের আগে আরও কড়া হতে চাইছে কমিশন ৷