ETV Bharat / city

সুজাতার উপর হামলার পুলিশি রিপোর্ট নিয়ে প্রশ্ন কমিশনের

তৃতীয় দফার ভোটের দিন আরামবাগে নিজের কেন্দ্রে যান সুজাতা ৷ সেখানে তাঁর উপর বিজেপির কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ৷ এমনকী বাঁশ দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী ৷

সুজাতা খাঁয়ের উপর হামলা
সুজাতা খাঁয়ের উপর হামলা
author img

By

Published : Apr 8, 2021, 11:27 AM IST

কলকাতা, 8 মার্চ : আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ এর উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে জেলা পুলিশ । কমিশন সূত্রে খবর যে, সেই রিপোর্টে সুজাতাকে বাঁশ নিয়ে তাড়া করার ঘটনা উল্লেখ করা হয়নি । তবে বিভিন্ন সংবাদমাধ্যমে মঙ্গলবার দিনভর সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া করার ভিডিয়ো দেখা গিয়েছিল । সংবাদমাধ্যমের সেই ফুটেজের প্রসঙ্গ তুলেই এবার পুলিশকে সুজাতা-কাণ্ডে পাল্টা প্রশ্ন কমিশনের ।

তৃতীয় দফার ভোটের দিন নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আক্রান্ত হন সুজাতা । অভিযোগ উঠেছে যে তাঁর উপর লাঠি, চেলা বাঁশ নিয়ে চড়াও হয় বিজেপি কর্মী-সমর্থকরা । এঁদের মধ্যে ছিলেন বেশ কিছু মহিলা । নিরাপত্তরক্ষীরা তৃণমূল প্রার্থীকে ঘিরে থাকলেও সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে সুজাতার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে দেখে সুজাতাকে টেনে নিয়ে চাষ জমির আল ধরে দৌড়াতে শুরু করেন তাঁর নিরাপত্তারক্ষীরা । এমনকী উত্তেজিত গ্রামবাসী সেখানে তেড়ে যায় । সংবাদমাধ্যমের ফুটেজে অন্তত তেমনটাই প্রকাশ ৷ এরপর গাড়িতে উঠে এলাকা ছেড়ে বেরিয়ে যান সুজাতা । তবে কিছুদূর যেতেই ফের বাধার মুখে পড়েন তিনি । তাঁর গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা । গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় । কয়েকজন বাঁশ নিয়ে গিয়ে গাড়ির কাঁচে আঘাত করতে থাকেন ।

আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: বিস্ফোরক সুজাতা

সুজাতার অভিযোগ, বুথ দখলের খবর পেয়ে তিনি ওই বুথে গিয়েছিলেন । বুথের কাছে পৌঁছানোর পর তাঁর উপরে হামলা চালায় বিজেপির কর্মীরা । তাঁকে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ করেন সুজাতা । একজন মহিলা প্রার্থীকে বিজেপি ভয় পেয়ে গিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন । যদিও পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সুজাতার উপর হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : ফের আক্রান্ত সুজাতা, গাড়ি ভাঙচুর

এদিকে সুজাতার উপর হামলার ঘটনায় মঙ্গলবার রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন । পুলিশের তরফে কমিশনকে ঘটনার রিপোর্ট পাঠানো হয় । সূত্রের খবর, পুলিশের পাঠানো সেই রিপোর্টে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ করা হয়নি । সাংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা ধরে ফুটেজ সম্প্রচার হওয়ার পরেও সেই ঘটনার উল্লেখ রিপোর্টে কেন নেই, পুলিশের কাছে তার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে কমিশন ।

কলকাতা, 8 মার্চ : আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ এর উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে জেলা পুলিশ । কমিশন সূত্রে খবর যে, সেই রিপোর্টে সুজাতাকে বাঁশ নিয়ে তাড়া করার ঘটনা উল্লেখ করা হয়নি । তবে বিভিন্ন সংবাদমাধ্যমে মঙ্গলবার দিনভর সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া করার ভিডিয়ো দেখা গিয়েছিল । সংবাদমাধ্যমের সেই ফুটেজের প্রসঙ্গ তুলেই এবার পুলিশকে সুজাতা-কাণ্ডে পাল্টা প্রশ্ন কমিশনের ।

তৃতীয় দফার ভোটের দিন নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আক্রান্ত হন সুজাতা । অভিযোগ উঠেছে যে তাঁর উপর লাঠি, চেলা বাঁশ নিয়ে চড়াও হয় বিজেপি কর্মী-সমর্থকরা । এঁদের মধ্যে ছিলেন বেশ কিছু মহিলা । নিরাপত্তরক্ষীরা তৃণমূল প্রার্থীকে ঘিরে থাকলেও সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে সুজাতার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে দেখে সুজাতাকে টেনে নিয়ে চাষ জমির আল ধরে দৌড়াতে শুরু করেন তাঁর নিরাপত্তারক্ষীরা । এমনকী উত্তেজিত গ্রামবাসী সেখানে তেড়ে যায় । সংবাদমাধ্যমের ফুটেজে অন্তত তেমনটাই প্রকাশ ৷ এরপর গাড়িতে উঠে এলাকা ছেড়ে বেরিয়ে যান সুজাতা । তবে কিছুদূর যেতেই ফের বাধার মুখে পড়েন তিনি । তাঁর গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা । গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় । কয়েকজন বাঁশ নিয়ে গিয়ে গাড়ির কাঁচে আঘাত করতে থাকেন ।

আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: বিস্ফোরক সুজাতা

সুজাতার অভিযোগ, বুথ দখলের খবর পেয়ে তিনি ওই বুথে গিয়েছিলেন । বুথের কাছে পৌঁছানোর পর তাঁর উপরে হামলা চালায় বিজেপির কর্মীরা । তাঁকে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ করেন সুজাতা । একজন মহিলা প্রার্থীকে বিজেপি ভয় পেয়ে গিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন । যদিও পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সুজাতার উপর হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : ফের আক্রান্ত সুজাতা, গাড়ি ভাঙচুর

এদিকে সুজাতার উপর হামলার ঘটনায় মঙ্গলবার রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন । পুলিশের তরফে কমিশনকে ঘটনার রিপোর্ট পাঠানো হয় । সূত্রের খবর, পুলিশের পাঠানো সেই রিপোর্টে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ করা হয়নি । সাংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা ধরে ফুটেজ সম্প্রচার হওয়ার পরেও সেই ঘটনার উল্লেখ রিপোর্টে কেন নেই, পুলিশের কাছে তার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.