কলকাতা, 4 ফেব্রুয়ারি : যেকোনও দিন জারি হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিন ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশন সূত্রে খবর, সরস্বতী পুজোর পরই জারি হতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি৷ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য় প্রশাসন ও সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ৷ এমনকি রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সবস্তরের প্রশাসকদের 10 ফেব্রুয়ারির মধ্যে বাকি থাকা যাবতীয় কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ইতিমধ্যে রাজ্য পুলিশ ও ডিইওদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। পাশাপাশি এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি৷ এসিআই রাজ্য পুলিশ আধিকারিকদের বদলি, বুথের অবস্থা এবং রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ হচ্ছে কি না, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এ নিয়ে রাজ্যের প্রশাসক মণ্ডলীর সঙ্গেও বৈঠক করবেন আরিজ আফতাব। এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, জেলা নির্বাচনী কর্মকর্তা ও ডিএমদের সঙ্গে বুথগুলির বিস্তারিত প্রোফাইল নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প তৈরি, বিদ্যুতের সংযোগ, জলের সুবিধা, বিশ্রামের জায়গা-সহ একাধিক সুযোগ-সুবিধা তৈরি করে এবং কমিশনকে তার ভিত্তিতে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন : ভোট প্রচারে প্রার্থীদের খরচ বৃদ্ধির অনুমতি নির্বাচন কমিশনের
কমিশন রাজ্য পুলিশ ও তাঁদের বদলির বিবরণ প্রশাসনকে পাঠিয়েছে। পাশাপাশি বিডি শুল্ক, বিমান বন্দর কর্তৃপক্ষ, আবগারি, বিএসএফ, সিআরপিএফ, মেট্রোরেল, ভারতীয় রেলের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন ৷ ভোটের আগে কোনও অযাচিত উপাদান যাতে রাজ্যে প্রবেশ না করে, সেজন্য সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নাকা চেকিং বাড়ানোর জন্য কমিশন কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ৷