ETV Bharat / city

নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়া সময়ের অপেক্ষা, পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ কমিশনের

author img

By

Published : Feb 4, 2021, 7:20 PM IST

Updated : Feb 4, 2021, 11:03 PM IST

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনে ৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছেন ৷ যেখানে আইপিএস ও আমলাদের বদলি সংক্রান্ত নির্দেশ রয়েছে ৷ 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য় প্রশাসনকে তার বাকি থাকা কাজ শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷

west bengal assembly election 2021 ec directs state administrations to wrap up pending works by 10 february
নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়া সময়ের অপেক্ষা, পড়ে থাকা কাজ শেষ করার নির্দেশ কমিশনের

কলকাতা, 4 ফেব্রুয়ারি : যেকোনও দিন জারি হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিন ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশন সূত্রে খবর, সরস্বতী পুজোর পরই জারি হতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি৷ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য় প্রশাসন ও সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ৷ এমনকি রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সবস্তরের প্রশাসকদের 10 ফেব্রুয়ারির মধ্যে বাকি থাকা যাবতীয় কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ইতিমধ্যে রাজ্য পুলিশ ও ডিইওদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। পাশাপাশি এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি৷ এসিআই রাজ্য পুলিশ আধিকারিকদের বদলি, বুথের অবস্থা এবং রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ হচ্ছে কি না, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এ নিয়ে রাজ্যের প্রশাসক মণ্ডলীর সঙ্গেও বৈঠক করবেন আরিজ আফতাব। এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, জেলা নির্বাচনী কর্মকর্তা ও ডিএমদের সঙ্গে বুথগুলির বিস্তারিত প্রোফাইল নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প তৈরি, বিদ্যুতের সংযোগ, জলের সুবিধা, বিশ্রামের জায়গা-সহ একাধিক সুযোগ-সুবিধা তৈরি করে এবং কমিশনকে তার ভিত্তিতে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন : ভোট প্রচারে প্রার্থীদের খরচ বৃদ্ধির অনুমতি নির্বাচন কমিশনের

কমিশন রাজ্য পুলিশ ও তাঁদের বদলির বিবরণ প্রশাসনকে পাঠিয়েছে। পাশাপাশি বিডি শুল্ক, বিমান বন্দর কর্তৃপক্ষ, আবগারি, বিএসএফ, সিআরপিএফ, মেট্রোরেল, ভারতীয় রেলের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন ৷ ভোটের আগে কোনও অযাচিত উপাদান যাতে রাজ্যে প্রবেশ না করে, সেজন্য সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নাকা চেকিং বাড়ানোর জন্য কমিশন কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : যেকোনও দিন জারি হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিন ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশন সূত্রে খবর, সরস্বতী পুজোর পরই জারি হতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি৷ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য় প্রশাসন ও সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ৷ এমনকি রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সবস্তরের প্রশাসকদের 10 ফেব্রুয়ারির মধ্যে বাকি থাকা যাবতীয় কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ইতিমধ্যে রাজ্য পুলিশ ও ডিইওদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। পাশাপাশি এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি৷ এসিআই রাজ্য পুলিশ আধিকারিকদের বদলি, বুথের অবস্থা এবং রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ হচ্ছে কি না, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এ নিয়ে রাজ্যের প্রশাসক মণ্ডলীর সঙ্গেও বৈঠক করবেন আরিজ আফতাব। এই সপ্তাহেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, জেলা নির্বাচনী কর্মকর্তা ও ডিএমদের সঙ্গে বুথগুলির বিস্তারিত প্রোফাইল নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প তৈরি, বিদ্যুতের সংযোগ, জলের সুবিধা, বিশ্রামের জায়গা-সহ একাধিক সুযোগ-সুবিধা তৈরি করে এবং কমিশনকে তার ভিত্তিতে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন : ভোট প্রচারে প্রার্থীদের খরচ বৃদ্ধির অনুমতি নির্বাচন কমিশনের

কমিশন রাজ্য পুলিশ ও তাঁদের বদলির বিবরণ প্রশাসনকে পাঠিয়েছে। পাশাপাশি বিডি শুল্ক, বিমান বন্দর কর্তৃপক্ষ, আবগারি, বিএসএফ, সিআরপিএফ, মেট্রোরেল, ভারতীয় রেলের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন ৷ ভোটের আগে কোনও অযাচিত উপাদান যাতে রাজ্যে প্রবেশ না করে, সেজন্য সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নাকা চেকিং বাড়ানোর জন্য কমিশন কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ৷

Last Updated : Feb 4, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.