ETV Bharat / city

বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ

টিকিট না পাওয়ার কারণে নয়, বরং হিন্দিভাষীদের বহিরাগত বলায় ক্ষুব্ধ তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ ৷ শুক্রবার সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷

dinesh bajaj
দীনেশ বাজাজ
author img

By

Published : Mar 5, 2021, 11:10 PM IST

কলকাতা, 5 মার্চ : বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ ৷ আজ সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদানের বিষয়টি স্পষ্ট করেন ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে মমতাকে খালি হাতে ফেরানোর হুঙ্কার শুভেন্দুর

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেকেই তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ৷ তাই পরামর্শ নিতে মুকুলদার কাছে এসেছিলাম ৷ আজ বিকেলেই ইস্তফা দিয়েছি ৷ বিজেপিতে যোগ দিলাম ৷ আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টা পরে মুকুলদা জানিয়ে দেবেন ৷ "

কিন্তু কেন এই সিদ্ধান্ত ? তৃণমূলের বহিরাগত তত্ত্বকেই দায়ি করছেন প্রাক্তন বিধায়ক ৷ বললেন, "বহিরাগত বলে হিন্দিভাষীদের অপমান করা হচ্ছিল ৷ মোদি বহিরাগত হলে আমরা কী ? আমার জন্ম এখানে ৷ তারপরেও যদি বহিরাগত শুনতে হয় এর চেয়ে খারাপ কিছু হতে পারে না ৷ "

বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ

তাহলে টিকিট পাননি বলে ক্ষোভ নেই ? দীনেশ বাজাজের সাফ কথা, "টিকিট তো আগেও পাইনি ৷ 2011, 2016 সালেও আমাকে টিকিট দেয়নি ৷ কই তখন তো দল ছাড়িনি ৷ "

দীনেশ বাজাজ ছাড়াও আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার ৷ যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি ৷

কলকাতা, 5 মার্চ : বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ ৷ আজ সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদানের বিষয়টি স্পষ্ট করেন ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে মমতাকে খালি হাতে ফেরানোর হুঙ্কার শুভেন্দুর

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেকেই তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ৷ তাই পরামর্শ নিতে মুকুলদার কাছে এসেছিলাম ৷ আজ বিকেলেই ইস্তফা দিয়েছি ৷ বিজেপিতে যোগ দিলাম ৷ আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টা পরে মুকুলদা জানিয়ে দেবেন ৷ "

কিন্তু কেন এই সিদ্ধান্ত ? তৃণমূলের বহিরাগত তত্ত্বকেই দায়ি করছেন প্রাক্তন বিধায়ক ৷ বললেন, "বহিরাগত বলে হিন্দিভাষীদের অপমান করা হচ্ছিল ৷ মোদি বহিরাগত হলে আমরা কী ? আমার জন্ম এখানে ৷ তারপরেও যদি বহিরাগত শুনতে হয় এর চেয়ে খারাপ কিছু হতে পারে না ৷ "

বিজেপিতে যোগ দিলেন দীনেশ বাজাজ

তাহলে টিকিট পাননি বলে ক্ষোভ নেই ? দীনেশ বাজাজের সাফ কথা, "টিকিট তো আগেও পাইনি ৷ 2011, 2016 সালেও আমাকে টিকিট দেয়নি ৷ কই তখন তো দল ছাড়িনি ৷ "

দীনেশ বাজাজ ছাড়াও আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার ৷ যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.