ETV Bharat / city

রুজ়ভেল্টকে উদ্ধৃত করে ফ্যাসিবাদের পাঠ, ফের রাজ্যপালের নিশানায় মমতা?

author img

By

Published : Mar 3, 2021, 9:45 AM IST

Updated : Mar 3, 2021, 9:58 AM IST

ভোটের মুখে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একটি টুইটকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি । রুজ়ভেল্টের একটি মন্তব্য তুলে ধরে ফ্যাসিবাদের পাঠ দিয়েছেন রাজ্যপাল । তবে তিনি কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে চেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের ।

west bengal assembly election 2021:  Democratic values are non negotiable, does Governor West Bengal Jagdeep Dhankhar target mamata banerjee
রুজ়ভেল্টকে উদ্ধৃত করে ফ্যাসিবাদের পাঠ, ফের রাজ্যপালের নিশানায় মমতা?

কলকাতা, 3 মার্চ: ভোটের দামাম বেজে গিয়েছে রাজ্যে । সেই আঁচে আরও তাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে ফ্যাসিবাদের পাঠ দিলেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজ়ভেল্টের একটি বক্তব্য টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল । রুজ়ভেল্ট বলেছিলেন, ''গণতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় কেউ যদি শক্তিশালী হয়ে ওঠে, এবং তার পরেও জনগণ যদি সেই আচরণ সহ্য করেন, তাহলে বুঝতে হবে গণতন্ত্রে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে । কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে সেটাকেই ফ্যাসিবাদ বোঝায় ।''

রুজ়ভেল্টের এই বক্তব্য তুলের ধরে ক্যাপশনে রাজ্যপাল লিখেছেন, ''গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কোনওকিছুর সমঝোতা হয় না । নাগরিকরাই হলেন গণতন্ত্রের চূড়ান্ত রক্ষাকারী ।''

  • Democratic values are non negotiable. Citizen is the ultimate custodian of democracy and his eternal vigilance is price of it. pic.twitter.com/wHwj0SlcmQ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Democratic values are non negotiable. Citizen is the ultimate custodian of democracy and his eternal vigilance is price of it. pic.twitter.com/wHwj0SlcmQ

— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 2, 2021

ধনকড়ের এই তিরের টার্গেট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা বুঝতে বিশেষ অসুবিধে হওয়ার কথা নয় । রাজ্যপালের পদে আসার পর থেকেই নানা সময়ে প্রকট হয়ে উঠেছে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব । বিভিন্ন সময়ে সরাসরি মুখ্যমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন ধনকড় । দুর্নীতি, পুলিশের অতিসক্রিয়তা-সহ নানা বিষয়ে সরকারের প্রতি খড়গহস্ত হয়েছেন রাজ্যপাল ।

আরও পড়ুন: রাজ্যে ভয়ের পরিবেশ, ফের সরব রাজ্যপাল

ভোটের মুখে তাঁর এই টুইটে তিনি মমতাকেই নিশানা করতে চেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের । তাঁদের মতে, রুজ়ভেল্টের মন্তব্যকে তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতির তুলনা টানতে চেয়েছেন রাজ্যপাল । ''কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে'' এই কথাটির মাধ্যমে তিনি মমতাকে বোঝাতে চেয়েছেন । তবে সরাসরি কিছু না-বলে রুজ়ভেল্টের মন্তব্যের মাধ্যমে সুকৌশলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ধনকড় ।

যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-যুদ্ধের পাশাপাশি রাজ্যপালের এই মন্তব্য যে নির্বাচনী উত্তাপ আরও বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই ।

কলকাতা, 3 মার্চ: ভোটের দামাম বেজে গিয়েছে রাজ্যে । সেই আঁচে আরও তাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে ফ্যাসিবাদের পাঠ দিলেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজ়ভেল্টের একটি বক্তব্য টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল । রুজ়ভেল্ট বলেছিলেন, ''গণতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় কেউ যদি শক্তিশালী হয়ে ওঠে, এবং তার পরেও জনগণ যদি সেই আচরণ সহ্য করেন, তাহলে বুঝতে হবে গণতন্ত্রে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে । কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে সেটাকেই ফ্যাসিবাদ বোঝায় ।''

রুজ়ভেল্টের এই বক্তব্য তুলের ধরে ক্যাপশনে রাজ্যপাল লিখেছেন, ''গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কোনওকিছুর সমঝোতা হয় না । নাগরিকরাই হলেন গণতন্ত্রের চূড়ান্ত রক্ষাকারী ।''

  • Democratic values are non negotiable. Citizen is the ultimate custodian of democracy and his eternal vigilance is price of it. pic.twitter.com/wHwj0SlcmQ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধনকড়ের এই তিরের টার্গেট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা বুঝতে বিশেষ অসুবিধে হওয়ার কথা নয় । রাজ্যপালের পদে আসার পর থেকেই নানা সময়ে প্রকট হয়ে উঠেছে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব । বিভিন্ন সময়ে সরাসরি মুখ্যমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন ধনকড় । দুর্নীতি, পুলিশের অতিসক্রিয়তা-সহ নানা বিষয়ে সরকারের প্রতি খড়গহস্ত হয়েছেন রাজ্যপাল ।

আরও পড়ুন: রাজ্যে ভয়ের পরিবেশ, ফের সরব রাজ্যপাল

ভোটের মুখে তাঁর এই টুইটে তিনি মমতাকেই নিশানা করতে চেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের । তাঁদের মতে, রুজ়ভেল্টের মন্তব্যকে তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতির তুলনা টানতে চেয়েছেন রাজ্যপাল । ''কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে'' এই কথাটির মাধ্যমে তিনি মমতাকে বোঝাতে চেয়েছেন । তবে সরাসরি কিছু না-বলে রুজ়ভেল্টের মন্তব্যের মাধ্যমে সুকৌশলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ধনকড় ।

যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-যুদ্ধের পাশাপাশি রাজ্যপালের এই মন্তব্য যে নির্বাচনী উত্তাপ আরও বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই ।

Last Updated : Mar 3, 2021, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.