কলকাতা, 27 ফেব্রুয়ারি : ব্রিগেডে আগামীকাল বামেদের সভা । বামেদের সভা অথচ সেখানে তিনি থাকছেন না । এ এক অন্য যন্ত্রণা । যা হয়ত তিনি ছাড়া আর কেউ বুঝবে না । ব্রিগেডের সভায় আসতে না পারার যন্ত্রণার কথা সর্বসমক্ষে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি গৃহবন্দী । চিকিৎসকের পরামর্শ ছাড়া চলতে পারেন না । নিয়মিত সরকারি বেতারে খবর শোনেন । সংবাদমাধ্যমে পড়েছেন আগামীকাল ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে । এই প্রথম বাম-কংগ্রেস একজোটে ব্রিগেডে সমাবেশ করতে চলেছে । থাকছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ । অথচ বামেদের সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি নেই । ঘরে থেকে টেলিভিশনের পর্দায় দেখতে হবে সমাবেশের খুঁটিনাটি । যদিও সমাবেশের সাফল্য কামনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । ইচ্ছে থাকলেও শারীরিক প্রতিকূলতার কারণে তিনি আসতে পারবেন না আগামীকালের সমাবেশে। সেকথা বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সংবাদমাধ্যমে ।
আরও পড়ুন : প্রথমবার ব্রিগেডে বাম-কংগ্রেস, প্রস্তুতি শেষপর্যায়ে
ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করেছেন তিনি । আজ এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, "ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি । শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন । অনেকে এসে গিয়েছেন । বড় সমাবেশ হবে । এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না । ময়দানে কমরেডরা লড়াই করছেন । আর আমি অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি । ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী । যা কোনওদিন কল্পনা করতে পারিনি । সমাবেশের সাফল্য কামনা করছি ।"
একসময় তাঁর জোরাল বক্তৃতায় গমগম করত ব্রিগেডের সমাবেশ । রাজনৈতিক জীবনের শুরু থেকে ব্রিগেডে তাঁর যাতায়াত । ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ব্রিগেড থেকে শাসকদল ও বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন । এখন বার্ধক্য ও অসুস্থতার কারণে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারছেন না । কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ রূপে ব্রিগেডে থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য ।