ETV Bharat / city

মহিলা সুরক্ষা ও অধিকার নিয়ে রাজ্যকে নিশানা লকেটের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

আন্তর্জাতিক নারী দিবসে বাংলার মহিলাদের সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ চা বাগানে মহিলা শ্রমিকদের ভিনরাজ্যে পাচার থেকে শুরু করে, নারী সুরক্ষা নিয়ে সরব হন বিজেপি সাংসদ ৷

west-bengal-assembly-election-2021-bjp-mp-locket-chatterjee-targets-trinamool-government-for-protection-of-women-on-international-womens-day
আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সুরক্ষা এবং অধিকার নিয়ে রাজ্যকে নিশানা লকেটের
author img

By

Published : Mar 8, 2021, 10:05 PM IST

কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ভোটারদের টানতে আসরে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মমতার সেই ভোট কাটতে পাল্টা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা মাঠে নামাল বিজেপি ৷ আর এই দ্বৈরথকে ঘিরেই নারী দিবসে জমজমাট তৃণমূল বনাম বিজেপির ভোট রাজনীতি ৷ বাংলায় নারী সুরক্ষা ও নারী অধিকার নিয়ে সরব হন বিজেপি সাংসদ ৷ নারী পাচার থেকে কামদুনি ও পার্কস্ট্রিট গণধর্ষণের ঘটনা সব নিয়ে এদিন শাসক দল তৃণমূলকে নিশানা করেন লকেট চট্টোপাধ্যায় ৷

আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবসে মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের আবহে যে মিছিলের উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলা ভোটারদের নিজের পক্ষে নেওয়া ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেষ্টাকে ব্যর্থ করতে বিজেপির হয়ে আসরে নামলেন লকেট চট্টোপাধ্যায় ৷ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে বাংলার নারী অধিকার এবং নারী সুরক্ষা নিয়ে সরব হলেন লকেট ৷ এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী পরে করবেন ৷ আগে বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করুন মুখ্যমন্ত্রী ৷ পার্কস্ট্রিট ও কামদুনির নির্যাতিতাদের সুবিচার দিক তৃণমূল সরকার ৷’’

এখানেই থামেননি হুগলির সাংসদ ৷ বাংলায় নারী পাচারের চক্র জালের মতো ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এ প্রসঙ্গে লকেট বলেন, ‘‘চা বাগানের মহিলা শ্রমিকদের ভিনরাজ্যে কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচার করা হচ্ছে ৷ সেখানকার প্রচুর মহিলা আজ নিখোঁজ ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রীর সেই নিয়ে মাথাব্যথা নেই ৷ তিনি শুধু ভোট নিয়ে ভাবছেন ৷’’

আরও পড়ুন : বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

বাংলার মহিলাদের অধিকার নিয়ে বলতে গিয়ে উজ্জ্বলা যোজনা এবং জল জীবন প্রকল্পের প্রসঙ্গ টেনে আনেন লকেট ৷ বলেন, ‘‘আজও বাংলার প্রত্যন্ত গ্রামের জলের ব্যবস্থা নেই ৷ অনেক দূর থেকে মহিলাদের গিয়ে জল নিয়ে আসতে হয় ৷ প্রধানমন্ত্রী জল জীবন প্রকল্পের সবচেয়ে খারাপ পারফর্মেন্স বাংলায় ৷’’ এমনকি উজ্জ্বলা যোজনায় বাংলার অধিকাংশ গরিব পরিবারগুলি গ্যাস সরবরাহ পাননি বলে অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷

কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ভোটারদের টানতে আসরে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মমতার সেই ভোট কাটতে পাল্টা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা মাঠে নামাল বিজেপি ৷ আর এই দ্বৈরথকে ঘিরেই নারী দিবসে জমজমাট তৃণমূল বনাম বিজেপির ভোট রাজনীতি ৷ বাংলায় নারী সুরক্ষা ও নারী অধিকার নিয়ে সরব হন বিজেপি সাংসদ ৷ নারী পাচার থেকে কামদুনি ও পার্কস্ট্রিট গণধর্ষণের ঘটনা সব নিয়ে এদিন শাসক দল তৃণমূলকে নিশানা করেন লকেট চট্টোপাধ্যায় ৷

আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবসে মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের আবহে যে মিছিলের উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলা ভোটারদের নিজের পক্ষে নেওয়া ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেষ্টাকে ব্যর্থ করতে বিজেপির হয়ে আসরে নামলেন লকেট চট্টোপাধ্যায় ৷ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে বাংলার নারী অধিকার এবং নারী সুরক্ষা নিয়ে সরব হলেন লকেট ৷ এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী পরে করবেন ৷ আগে বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করুন মুখ্যমন্ত্রী ৷ পার্কস্ট্রিট ও কামদুনির নির্যাতিতাদের সুবিচার দিক তৃণমূল সরকার ৷’’

এখানেই থামেননি হুগলির সাংসদ ৷ বাংলায় নারী পাচারের চক্র জালের মতো ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এ প্রসঙ্গে লকেট বলেন, ‘‘চা বাগানের মহিলা শ্রমিকদের ভিনরাজ্যে কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচার করা হচ্ছে ৷ সেখানকার প্রচুর মহিলা আজ নিখোঁজ ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রীর সেই নিয়ে মাথাব্যথা নেই ৷ তিনি শুধু ভোট নিয়ে ভাবছেন ৷’’

আরও পড়ুন : বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

বাংলার মহিলাদের অধিকার নিয়ে বলতে গিয়ে উজ্জ্বলা যোজনা এবং জল জীবন প্রকল্পের প্রসঙ্গ টেনে আনেন লকেট ৷ বলেন, ‘‘আজও বাংলার প্রত্যন্ত গ্রামের জলের ব্যবস্থা নেই ৷ অনেক দূর থেকে মহিলাদের গিয়ে জল নিয়ে আসতে হয় ৷ প্রধানমন্ত্রী জল জীবন প্রকল্পের সবচেয়ে খারাপ পারফর্মেন্স বাংলায় ৷’’ এমনকি উজ্জ্বলা যোজনায় বাংলার অধিকাংশ গরিব পরিবারগুলি গ্যাস সরবরাহ পাননি বলে অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.