ETV Bharat / city

শর্তসাপেক্ষে নদিয়ায় অনুমতি, বিজেপির "যাত্রা" বিরোধী মামলা নিল আদালত - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

আগামীকাল শনিবার থেকে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি ৷ বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও যাতে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা, অমিত শাহ, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷

bjp-is-conditionally-allowed-of-paribartan-yatra-program-at-nadia
bjp-is-conditionally-allowed-of-paribartan-yatra-program-at-nadia
author img

By

Published : Feb 5, 2021, 12:49 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে নদিয়ায় পরিবর্তন যাত্রার অনুমতি পেল বিজেপি ৷ উল্লেখ্য, আগামী ক'দিনে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়ে ডামাডোল চলছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপির অভিযোগ, ইচ্ছে করে রাজ্যের শাসক দল পরিবর্তন যাত্রার অনুমতি দিচ্ছে না ৷ যদিও তৃণমূল সে কথা অস্বীকার করেছে ৷

তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির কোনও যাত্রার অনুমতি দেওয়ার বিষয়ে না করেনি রাজ্য সরকার ৷ রাজ্য সরকার বিজেপির কর্মসূচির অনুমোদন দেয়নি বলে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে ৷

আরও খবর: 7-এ মোদির সভা হলদিয়ায়, 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে পাঁচ "পরিবর্তন যাত্রা" বিজেপির

আগামীকাল শনিবার থেকেই রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি ৷ বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও যাতে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা, অমিত শাহ, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ সেই যাত্রারই অনুমতি দিচ্ছে না প্রশাসন, বিজেপির তরফে এমন অভিযোগ করা হয়েছিল ৷ অন্যদিকে কলকাতা হাইকোর্টে বিজেপির পরিবর্তন যাত্রার বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা হয়েছে ৷ সেই মামলা গ্রহণ করেছে আদালত ৷ যার শুনানি হবে 9 ফেব্রুয়ারি ৷

যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপি মুখ্যসচিবের অফিসের কাছে যাত্রার অনুমতি চায় ৷ এই বিষয়ে মুখ্যসচিব স্থানীয় প্রশাসনকে যা নির্দেশ দেওয়ার দিয়েছেন ৷ অন্যদিকে জনস্বার্থ মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷

এদিকে বিজেপি জানিয়েছিল, পরিবর্তন যাত্রার অনুমতি না মিললে আজ তারা কেন্দ্রীয় নির্বচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ সেইমতো কমিশনের দ্বারস্থ হওয়ার কথা দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখ ৷ যদিও এর মধ্যেই নদিয়ায় শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি মিলেছে ৷

কলকাতা, 5 ফেব্রুয়ারি : শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে নদিয়ায় পরিবর্তন যাত্রার অনুমতি পেল বিজেপি ৷ উল্লেখ্য, আগামী ক'দিনে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়ে ডামাডোল চলছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপির অভিযোগ, ইচ্ছে করে রাজ্যের শাসক দল পরিবর্তন যাত্রার অনুমতি দিচ্ছে না ৷ যদিও তৃণমূল সে কথা অস্বীকার করেছে ৷

তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির কোনও যাত্রার অনুমতি দেওয়ার বিষয়ে না করেনি রাজ্য সরকার ৷ রাজ্য সরকার বিজেপির কর্মসূচির অনুমোদন দেয়নি বলে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে ৷

আরও খবর: 7-এ মোদির সভা হলদিয়ায়, 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে পাঁচ "পরিবর্তন যাত্রা" বিজেপির

আগামীকাল শনিবার থেকেই রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি ৷ বিজেপির রাজ্য নেতৃত্ব ছাড়াও যাতে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা, অমিত শাহ, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ সেই যাত্রারই অনুমতি দিচ্ছে না প্রশাসন, বিজেপির তরফে এমন অভিযোগ করা হয়েছিল ৷ অন্যদিকে কলকাতা হাইকোর্টে বিজেপির পরিবর্তন যাত্রার বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা হয়েছে ৷ সেই মামলা গ্রহণ করেছে আদালত ৷ যার শুনানি হবে 9 ফেব্রুয়ারি ৷

যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপি মুখ্যসচিবের অফিসের কাছে যাত্রার অনুমতি চায় ৷ এই বিষয়ে মুখ্যসচিব স্থানীয় প্রশাসনকে যা নির্দেশ দেওয়ার দিয়েছেন ৷ অন্যদিকে জনস্বার্থ মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷

এদিকে বিজেপি জানিয়েছিল, পরিবর্তন যাত্রার অনুমতি না মিললে আজ তারা কেন্দ্রীয় নির্বচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ সেইমতো কমিশনের দ্বারস্থ হওয়ার কথা দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখ ৷ যদিও এর মধ্যেই নদিয়ায় শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি মিলেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.