কলকাতা, 26 ফেব্রুয়ারি: আজ মেটিয়াবুরুজে আসাদউদ্দিন ওয়াইসির সভা বাতিল হওয়ায় শাসক দলকে একহাত নিল মিম । তাদের অভিযোগ, তৃণমূল বিজেপির বি টিম। তাই তারা ওয়াইসিকে সভা করতে দিতে চায় না ।
অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের জাতীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মাজিদ হোসেন এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, ''রাজ্য সরকার নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের সভা করতে দেয় অথচ আসাদউদ্দিন ওয়েইসি সভা করতে চাইলে তার অনুমতি দেয় না । আসাদুদ্দিন ওয়াইসিকে ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী । কারণ তিনি উন্নয়নের নামে মমতার সাফেদ ঝুট প্রকাশ্যে নিয়ে আসবেন ।''
আরও পড়ুন, ভোটের পর মমতার হেঁটে ঘোরার ছবি দেখছেন নাড্ডা
তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করা হলে মাজিদ হোসেন বলেন, ''বিজেপি বিরোধী যে কোনও শক্তির সঙ্গেই জোট করতে আমাদের কোনও আপত্তি নেই । তবে তৃণমূলকে এটা প্রমাণ করতে হবে যে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় । একদিকে, তৃণমূল আসাদউদ্দিন ওয়াইসির সভা করার অনুমতি দেবে না, অন্যদিকে আমরা জোট করব, এটা ভাবলে ভুল হবে ।'' মিম নেতৃত্ব নিজেদের ভোট কাটার পার্টি বলতে রাজি নয় । পশ্চিমবঙ্গের এই পর্যবেক্ষকের মতে, ''এ রাজ্যে ভোটে লড়তে এসেছি আমরা । কেউ আমাদের সঙ্গে জোট চাইলে ভালো। না-হলে একলাই করব আমরা ।''