ETV Bharat / city

শহরে অমিত, দিনভর কখন কোথায় শাহি-শো... - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রাতেই শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিনভর তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। কপিল মুনির আশ্রম থেকে শুরু করে শরণার্থী ঘরে মধ্যাহ্নভোজ, তিনি আজ কোথায় কখন যাচ্ছেন, তা দেখে নিন একনজরে।

Amit shah arrived at kolkata in 2 day visit, expected to flag off the last leg of the 'Poriborton Yatra' today
শহরে অমিত শাহ, দিনভর ঠাসা কর্মসুচি
author img

By

Published : Feb 18, 2021, 8:39 AM IST

Updated : Feb 18, 2021, 2:41 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: এক সপ্তাহও কাটতে পারেনি । আবারও বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতেই তিনি এসে পৌঁছেছেন । তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা । দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । অন্যান্য বারের মতোই থাকছে ''ভোজন রাজনীতিও'' । পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ ও সাগরে কপিল মুনির আশ্রমেও যাবেন বিজেপির শীর্ষ নেতা ।

বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহের বিমান । তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয়, বিমান বন্দ্যোপাধ্য়ায়-সহ বিজেপির অন্যান্য নেতারা । দু দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ।

একনজরে দেখে নেওয়া যাক তাঁর দিনভর কী কী কর্মকাণ্ড রয়েছে...

* আজ সকালে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ।

* সকাল 10.15 নাগাদ তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে ।

* এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করবেন তিনি । বেলা 12টা নাগাদ তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন ।

* গঙ্গাসাগর থেকে নামখানায় যাবে তাঁর হেলিকপ্টার ।

* পৌনে একটা নাগাদ নামখানার ইন্দিরা ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ ।

* দুপুর ১টা ৫০-এ সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে ।

* এরপর বেলা 2টো নাগাদ নারায়ণপুর গ্রামে শরণার্থী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি ।

* পৌনে তিনটে নাগাদ নামখানার শ্মশান কালীমন্দিরের পথে রোড শো করবেন অমিত ।

* দুপুর 3.05-এ তিনি শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন ।

* এরপর বিকেলে কপ্টারে তিনি ফিরবেন কলকাতায় ।

* বিকেল পৌনে পাঁচটা নাগাদ শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনে কর্মসূচি রয়েছে অমিত শাহের ।

আরও পড়ুন: ফের বঙ্গ-সফরে অমিত শাহ, থাকছে কি কোনও নতুন চমক ?

তবে অমিত শাহের এ বারের বঙ্গ সফরে আরও নতুন কোনও চমক থাকছে কি না, তা এখনও স্পষ্ট নয় । সামনে পাখির চোখ বিধানসভা নির্বাচন। দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণেও তাঁর বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে বিজেপির একটি সূত্র থেকে ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: এক সপ্তাহও কাটতে পারেনি । আবারও বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতেই তিনি এসে পৌঁছেছেন । তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা । দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । অন্যান্য বারের মতোই থাকছে ''ভোজন রাজনীতিও'' । পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ ও সাগরে কপিল মুনির আশ্রমেও যাবেন বিজেপির শীর্ষ নেতা ।

বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহের বিমান । তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয়, বিমান বন্দ্যোপাধ্য়ায়-সহ বিজেপির অন্যান্য নেতারা । দু দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ।

একনজরে দেখে নেওয়া যাক তাঁর দিনভর কী কী কর্মকাণ্ড রয়েছে...

* আজ সকালে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ।

* সকাল 10.15 নাগাদ তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে ।

* এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করবেন তিনি । বেলা 12টা নাগাদ তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন ।

* গঙ্গাসাগর থেকে নামখানায় যাবে তাঁর হেলিকপ্টার ।

* পৌনে একটা নাগাদ নামখানার ইন্দিরা ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ ।

* দুপুর ১টা ৫০-এ সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে ।

* এরপর বেলা 2টো নাগাদ নারায়ণপুর গ্রামে শরণার্থী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি ।

* পৌনে তিনটে নাগাদ নামখানার শ্মশান কালীমন্দিরের পথে রোড শো করবেন অমিত ।

* দুপুর 3.05-এ তিনি শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন ।

* এরপর বিকেলে কপ্টারে তিনি ফিরবেন কলকাতায় ।

* বিকেল পৌনে পাঁচটা নাগাদ শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনে কর্মসূচি রয়েছে অমিত শাহের ।

আরও পড়ুন: ফের বঙ্গ-সফরে অমিত শাহ, থাকছে কি কোনও নতুন চমক ?

তবে অমিত শাহের এ বারের বঙ্গ সফরে আরও নতুন কোনও চমক থাকছে কি না, তা এখনও স্পষ্ট নয় । সামনে পাখির চোখ বিধানসভা নির্বাচন। দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণেও তাঁর বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে বিজেপির একটি সূত্র থেকে ৷

Last Updated : Feb 18, 2021, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.