কলকাতা, 18 ফেব্রুয়ারি: এক সপ্তাহও কাটতে পারেনি । আবারও বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল রাতেই তিনি এসে পৌঁছেছেন । তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা । দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । অন্যান্য বারের মতোই থাকছে ''ভোজন রাজনীতিও'' । পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘ ও সাগরে কপিল মুনির আশ্রমেও যাবেন বিজেপির শীর্ষ নেতা ।
বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহের বিমান । তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয়, বিমান বন্দ্যোপাধ্য়ায়-সহ বিজেপির অন্যান্য নেতারা । দু দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ।
একনজরে দেখে নেওয়া যাক তাঁর দিনভর কী কী কর্মকাণ্ড রয়েছে...
* আজ সকালে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ।
* সকাল 10.15 নাগাদ তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে ।
* এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করবেন তিনি । বেলা 12টা নাগাদ তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন ।
* গঙ্গাসাগর থেকে নামখানায় যাবে তাঁর হেলিকপ্টার ।
* পৌনে একটা নাগাদ নামখানার ইন্দিরা ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ ।
* দুপুর ১টা ৫০-এ সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে ।
* এরপর বেলা 2টো নাগাদ নারায়ণপুর গ্রামে শরণার্থী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি ।
* পৌনে তিনটে নাগাদ নামখানার শ্মশান কালীমন্দিরের পথে রোড শো করবেন অমিত ।
* দুপুর 3.05-এ তিনি শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন ।
* এরপর বিকেলে কপ্টারে তিনি ফিরবেন কলকাতায় ।
* বিকেল পৌনে পাঁচটা নাগাদ শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনে কর্মসূচি রয়েছে অমিত শাহের ।
আরও পড়ুন: ফের বঙ্গ-সফরে অমিত শাহ, থাকছে কি কোনও নতুন চমক ?
তবে অমিত শাহের এ বারের বঙ্গ সফরে আরও নতুন কোনও চমক থাকছে কি না, তা এখনও স্পষ্ট নয় । সামনে পাখির চোখ বিধানসভা নির্বাচন। দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণেও তাঁর বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে বিজেপির একটি সূত্র থেকে ৷