কলকাতা, 3 মার্চ : 104 জন বিধায়ক ৷ এই তালিকায় যেমন নাম রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের, তেমনই রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির জনপ্রতিনিধিদের নাম ৷ আর এঁরা প্রত্যেকেই ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷
সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ৷ আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে এই তথ্য ৷ শতাংশের হিসেবে রাজ্যের 100 জনের মধ্যে 37 জন বিধায়কের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে ৷ পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা 294 ৷ তার মধ্যে 282 জন ৷ এই বিধায়কদের মধ্যেই 104 জন (37 শতাংশ)-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷
ওই সমীক্ষা অনুযায়ী, যে সমস্ত বিধায়করা গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত, তাঁদের সংখ্যা 90 ৷ শতাংশের হিসেবে যা 32 ৷ খুনের মামলায় অভিযুক্ত 7 জন বিধায়ক৷ খুনের চেষ্টার অভিযোগ রয়েছে 24 জন বিধায়কের বিরুদ্ধে ৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত 10 জন বিধায়ক ৷
ওই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মামলা রয়েছে 2 জন বিধায়কের বিরুদ্ধে ৷ একজন হুগলির হরিপালের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না ও দ্বিতীয়জন পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক কংগ্রেসের নেপাল মাহাতো৷ এই দু’জনের বিরুদ্ধেই 21টি করে মামলা রয়েছে৷
এবার যদি দল অনুযায়ী দেখা যায় যে কোন দলে কত জন অভিযুক্ত বিধায়ক রয়েছেন, তাহলে দেখা যাবে ফৌজদারি মামলা ও গুরুতর ফৌজদারি মামলার ক্ষেত্রে সংখ্যা এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ আবার শতাংশের হিসেবে কোথাও কংগ্রেস, কোথাও ভারতীয় জনতা পার্টি এগিয়ে ৷
তৃণমূল কংগ্রেসের 68 জন (মোট বিধায়কের 33 শতাংশ) বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ ফৌজদারি মামলায় কংগ্রেসের 20 জন (মোট বিধায়কের 51 শতাংশ) বিধায়ক অভিযুক্ত ৷ এই ক্ষেত্রে সিপিএমের অভিযুক্ত বিধায়কের সংখ্যা 11 (মোট বিধায়কের 46 শতাংশ) ৷ আর বিজেপির 3 জন (মোট বিধায়কের 50 শতাংশ) বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ একজন করে সিপিআই ও নির্দল বিধায়কও ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷
অন্যদিকে যদি গুরুতর ফৌজদারি মামলার দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 61 জন (মোট বিধায়কের 30 শতাংশ), কংগ্রেসের 15 জন (মোট বিধায়কের 39 শতাংশ), বিজেপির 3 জন (মোট বিধায়কের 50 শতাংশ), সিপিএমের 10 জন (মোট বিধায়কের 42 শতাংশ) এবং একজন নির্দল বিধায়ক অভিযুক্ত৷
বিজেপির বিধায়কদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে স্বাধীনকুমার সরকারের বিরুদ্ধে ৷ তিনি মালদার বৈষ্ণবনগরের বিধায়ক ৷ তাঁর বিরুদ্ধে 7টি অভিযোগ রয়েছে৷ আর সিপিএমের শিলিগুড়ির বিধায়ক তথা বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে রয়েছে 5টি মামলা৷ কোনও সিপিএমের বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া এটাই সর্বোচ্চ মামলা ৷
আরও পড়ুন : মোদি সরকারের বিরুদ্ধে সরব বলেই কি অনুরাগ-তাপসীকে হেনস্থা !
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে ৷ প্রার্থী তালিকা না ঘোষণা হলেও সব রাজনৈতিক দলই ভোটের লড়াইয়ে নেমে পড়েছে ৷ এবার যাঁরা বিধায়ক ছিলেন, তাঁদের অনেকেই হয়তো আবার লড়াইয়ে নামবেন ৷ ফলে ফৌজদারি মামলা অভিযুক্ত অনেককেই ভোটের ময়দানে লড়াই করতে দেখা যাবে ৷