ETV Bharat / city

পুজোয় সংক্রমণ রুখতে সক্রিয় ভূমিকা নিক রাজনৈতিক দলগুলি, আবেদন চিকিৎসকদের - কোরোনা

পুজোর সময় যাতে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় সেই লক্ষে সব রাজনৈতিক দলকে সাহায্যের অনুরোধ জানাল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 12, 2020, 8:27 AM IST

কলকাতা, 12 অক্টোবর : পুজোর সময় মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে COVID-19-এ আক্রান্তের হার রাজ‍্যে আরও দ্রুত গতিতে বাড়বে । একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়লে সকলের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে । যার জেরে বেড়ে যেতে পারে মৃত্যুর সংখ্যা । এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যাতে না হয়, সেই কারণে রাজ‍্যের সব রাজনৈতিক দলকে অনুরোধ করল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোঙারের বক্তব্য, এই বছরটা অন্যরকম । মহামরীতে বদলে গেছে সব ৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন প্রায় তিন লাখ । মৃত্যু সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে । জেলার অবস্থাও এক ৷ সেই কারণে পুজোর সময় মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে COVID-19 আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়বে । এক সঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়লে সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে । ফলে, মৃত্যুর সংখ্যা বাড়বে, যা অবাঞ্ছিত । পুলিশ, সিভিক ভলান্টিয়ার, মহল্লার স্বেচ্ছাসেবক যাঁদের অনেক সময় ধরে প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে আসতে হবে, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা থাকবে অনেক বেশি । পুজোর সময় উপাচার পালনের জন্য যাঁরা থাকেন, পুরোহিত, তাঁর সহকারী, বাড়ির মা-ভাই-বোন, ঢাকি তাঁদেরও বাড়তি বিপদের সম্ভাবনা রয়েছে । তাই এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সাবধান হতে হবে । এইসব কিছু মাথায় রেখেই এই রাজ্যে ইদ সংযমের সঙ্গে পালিত হয়েছে প্রশাসন ও ধর্মীয় নেতাদের যৌথ সঙ্গতে । একইভাবে সংযমের সঙ্গে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী কেটেছে । গুজরাত, মধ্যপ্রদেশে সরকার ও ধর্মগুরুদের সক্রিয় সহযোগিতার ফলেই ঐতিহ্যবাহী গর্বা নাচ বাতিল করা সম্ভব হয়েছে । অন‍্যদিকে, এর বিপরীতে কেরালায় ওনামের সময় প্রশাসন ও ধর্মীয় নেতৃত্বের শিথিলতা ওই রাজ্যের COVID-19-এর পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে । তাই রাজ্যের সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ, এই বারের পুজোয় সাধারণ মানুষকে সংযমী করার বিষয়ে দলগুলিও যেন সক্রিয় ভূমিকা নেয় । উৎসব পালনের সময় স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ । একই সঙ্গে উচিত, রাজ্য প্রশাসনকে সহায়তা করা ।

তিনি বলেন, "আমরা ভরসা রাখছি, সচেতন দল হিসাবে রাজ্যের নাগরিকদের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা, তাকে যথাযথ মর্যাদা ও মান‍্যতা দিয়ে আমাদের আবেদনে আপনারাও শামিল হবেন ।"

কলকাতা, 12 অক্টোবর : পুজোর সময় মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে COVID-19-এ আক্রান্তের হার রাজ‍্যে আরও দ্রুত গতিতে বাড়বে । একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়লে সকলের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে । যার জেরে বেড়ে যেতে পারে মৃত্যুর সংখ্যা । এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যাতে না হয়, সেই কারণে রাজ‍্যের সব রাজনৈতিক দলকে অনুরোধ করল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোঙারের বক্তব্য, এই বছরটা অন্যরকম । মহামরীতে বদলে গেছে সব ৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন প্রায় তিন লাখ । মৃত্যু সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে । জেলার অবস্থাও এক ৷ সেই কারণে পুজোর সময় মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে COVID-19 আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়বে । এক সঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়লে সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে । ফলে, মৃত্যুর সংখ্যা বাড়বে, যা অবাঞ্ছিত । পুলিশ, সিভিক ভলান্টিয়ার, মহল্লার স্বেচ্ছাসেবক যাঁদের অনেক সময় ধরে প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে আসতে হবে, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা থাকবে অনেক বেশি । পুজোর সময় উপাচার পালনের জন্য যাঁরা থাকেন, পুরোহিত, তাঁর সহকারী, বাড়ির মা-ভাই-বোন, ঢাকি তাঁদেরও বাড়তি বিপদের সম্ভাবনা রয়েছে । তাই এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সাবধান হতে হবে । এইসব কিছু মাথায় রেখেই এই রাজ্যে ইদ সংযমের সঙ্গে পালিত হয়েছে প্রশাসন ও ধর্মীয় নেতাদের যৌথ সঙ্গতে । একইভাবে সংযমের সঙ্গে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী কেটেছে । গুজরাত, মধ্যপ্রদেশে সরকার ও ধর্মগুরুদের সক্রিয় সহযোগিতার ফলেই ঐতিহ্যবাহী গর্বা নাচ বাতিল করা সম্ভব হয়েছে । অন‍্যদিকে, এর বিপরীতে কেরালায় ওনামের সময় প্রশাসন ও ধর্মীয় নেতৃত্বের শিথিলতা ওই রাজ্যের COVID-19-এর পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে । তাই রাজ্যের সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ, এই বারের পুজোয় সাধারণ মানুষকে সংযমী করার বিষয়ে দলগুলিও যেন সক্রিয় ভূমিকা নেয় । উৎসব পালনের সময় স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ । একই সঙ্গে উচিত, রাজ্য প্রশাসনকে সহায়তা করা ।

তিনি বলেন, "আমরা ভরসা রাখছি, সচেতন দল হিসাবে রাজ্যের নাগরিকদের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা, তাকে যথাযথ মর্যাদা ও মান‍্যতা দিয়ে আমাদের আবেদনে আপনারাও শামিল হবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.