কলকাতা, 5 জুলাই: স্মার্টকার্ডের পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নের মধ্যে ফারাক যথেষ্ট । তবে যাত্রী পরিষেবার ক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রস্তাবিত স্মার্টকার্ড ব্যবহারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা ।
আজ কেন্দ্রীয় বাজেটে রেলের পরিকাঠামা উন্নয়নের ক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । সেখানেই তিনি যাত্রীদের সুবিধার্থে স্মার্টকার্ড আনার কথা বলেন অর্থমন্ত্রী । সেইসঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নের আওতায় রেল স্টেশনগুলোকে আরও উন্নত করার কথাও জানান অর্থমন্ত্রী ।
আরও পড়ুন : রেল বাজেটে উদারহস্ত নির্মলা, অনুমোদন 300 কিমি মেট্রো প্রকল্পের
নিত্যযাত্রী বিনোদ শর্মা বলেন, " স্মার্টকার্ডের পরিকল্পনা সরকারের ভালো পদক্ষেপ সাধারণ মানুষের জন্য । বাজেট পেশকালীন ঘোষণা ও তার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ফারাক রয়েছে । এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে আরও জোর দিতে হবে ।" সেইসঙ্গে রেল স্টেশন আধুনিকীকরণের প্রসঙ্গে তিনি বলেন, "স্টেশনের আপগ্রেডেশনের আগে ট্রেনের সময়সূচির আপগ্রেডেশন দরকার । এখনও দূরপাল্লা-সহ বিভিন্ন লোকাল ট্রেন দেরিতে চলে । অসুবিধার সম্মুখীন হন সাধারণ নিত্যযাত্রীরা ।"
স্মার্টকার্ডে সময় বাঁচানোর পাশাপাশি সাধারণ মানুষের অনেক সুবিধাই হবে। তবে স্টেশনের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সকলেই যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর জোর দেওয়ার কথাই বলেছেন । বিশেষ করে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে হবে । পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয়ের পাশাপাশি ট্রেনও পরিষ্কার রাখার দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা ।