কলকাতা, 26 ডিসেম্বর : একদিকে পশ্চিমীঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্ত । এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
আজ কলকাতায় আকাশ মেঘলা ছিল ৷ সকালের দিকে ছিল কুয়াশার দাপট ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49 শতাংশ ৷
কলকাতার পাশাপাশির আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা ছিল ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । শনিবারের পর থেকে আকাশ ক্রমশ পরিষ্কার হতে শুরু করবে ৷ রবিবার থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে ৷ বর্ষশেষে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷
দেখে নেওয়া যাক গত ২৪ ঘণ্টায় জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা-
কোচবিহার | 7.1 ডিগ্রি |
দার্জিলিং | 3 ডিগ্রি |
জলপাইগুড়ি | 8 ডিগ্রি |
কালিম্পং | 5 ডিগ্রি |
মালদা | 10.4 ডিগ্রি |
শিলিগুড়ি | 6.8 ডিগ্রি |
আসানসোল | 12.7 ডিগ্রি |
হুগলি | 14 ডিগ্রি |
ব্যারাকপুর | 13.8 ডিগ্রি |
বহরমপুর | 11 ডিগ্রি |
বর্ধমান | 13 ডিগ্রি |
ক্যানিং | 13 ডিগ্রি |
কাঁথি | 12.2 ডিগ্রি |
ডায়মণ্ড হারবার | 14.5 ডিগ্রি |
দিঘা | 14.9 ডিগ্রি |
দমদম | 15.1 ডিগ্রি |
হলদিয়া | 15.3 ডিগ্রি |
কলাইকুণ্ডা | 15 ডিগ্রি |
কলকাতা | 15.7 ডিগ্রি |
মেদিনীপুর | 15.7 ডিগ্রি |
পানাগড় | 14 ডিগ্রি |
পুরুলিয়া | 12.4 ডিগ্রি |
সল্টলেক | 17 ডিগ্রি |
শ্রীনিকেতন | 12.7 ডিগ্রি |
উলুবেড়িয়া | 14 ডিগ্রি |