ETV Bharat / city

আগামী দু'দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে - দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা

আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 23, 2019, 8:15 PM IST

কলকাতা, 23 অগাস্ট : আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে পশ্চিম ও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷

পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব-মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 84 ঘন্টায় বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে আরও একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এ রাজ্যে । পটনা থেকে বাঁকুড়া, দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি । সেইসঙ্গে ওড়িশা ও সংলগ্ন রাজ্যের উত্তর-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আগামী 36 ঘণ্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে । এর ফলে আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সর্তকতা জারি করা হয়নি ।

কলকাতা, 23 অগাস্ট : আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে পশ্চিম ও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷

পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব-মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 84 ঘন্টায় বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেইসঙ্গে আরও একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এ রাজ্যে । পটনা থেকে বাঁকুড়া, দীঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি । সেইসঙ্গে ওড়িশা ও সংলগ্ন রাজ্যের উত্তর-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আগামী 36 ঘণ্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে । এর ফলে আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সর্তকতা জারি করা হয়নি ।

Intro:আজ ওকাল বজ্রবিদ্যুৎ বৃষ্টি সম্ভবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ও উপকূলীয় জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সর্তকতা। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে । পশ্চিমের জেলা গুলোর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উপকূল ও জেলাগুলোর মধ্যে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।84 ঘন্টায় বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে।


Body:উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে আরও একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে আমাদের রাজ্যে। পাটনা হয়ে বাঁকুড়া হয়ে দীঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা টি। সেই সঙ্গে উড়িষ্যা ও সংলগ্ন রাজ্যের উত্তর-পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 36 ঘন্টায় ঘূনাবর্ত টি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী দুদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


Conclusion:এই সময় যেহেতু তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাছে। দিনের যেই সময় আকাশ মেঘলা থাকবে না সেই সময় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। একটি রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙে রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবার উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প রয়েছে রাজ্যে। তাই অস্বস্তি থাকছে। এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য বন্যা সর্তকতা দেওয়া হয়নি। নতুন করে ফের ঘূনাবর্ত তেরি হতে চলেছে। কলকাতায় ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে -22পার্সেন্ট। দক্ষিণবঙ্গের ঘাটতি কমে দাঁড়িয়েছে -24 পারসেন্ট। উত্তরবঙ্গে ঘাটতি কমে দাঁড়িয়েছে -8 পারসেন্ট। গোটা রাজ্যে ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে -22 পারসেন্ট। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 বেশি। ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1কম।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.