কলকাতা, 26 জুন : সপ্তাহ শেষ ও সপ্তাহ শুরুর দিনে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে ৷ হাওয়া অফিসের হিসাব বলছে, এদিন দিনভরই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আগামী সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা ৷ তাঁদের পূর্বাভাস, সোমবার থেকেই রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে ৷ ওই দিন থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৷
আরও পড়ুন : টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক
শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে ৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
উত্তরপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা ৷ সেই সঙ্গে, রাজ্য সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ৷ এই দুইয়ের প্রভাবেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ তার ফলেই শনি ও রবিবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : এখনও হয়নি বীজতলা, অতিবৃষ্টিতে সমস্যায় পুরুলিয়ার ধান চাষিরা
সেই সঙ্গে, ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে পূর্ব-পশ্চিম ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা ৷ এর ফলে আগামী 24 ঘণ্টায় পড়শি এই রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং তাপমাত্রার পারদ নামতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ৷