কলকাতা, 6 এপ্রিল : BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে বাড়িতেই দলের 40তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন রাহুল সিনহা। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই দলীয় পতাকা তোলেন তিনি। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।
রাহুলবাবু বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে লকডাউনের মাঝে আমরা নিজের নিজের বাড়িতে দলের 40 তম প্রতিষ্ঠা দিবস পালন করছি । আর আজকের দিনে দলের কার্যকর্তারা একবেলা না খেয়ে অন্তত 6 জন মানুষকে খাবার দেবেন। সমাজের জন্য অনেকে কাজ করছেন। তাঁদের জন্যই এই কার্যক্রম। এরকম জরুরি পরিস্থিতিতে চিকিৎসক , স্বাস্থ্যকর্মী, নার্স, বিদ্যুৎকর্মী, জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহ দিতে এই কর্মসূচি।"
তিনি আরও বলেন, "যাঁরা মিথ্যা প্রচার করেছিল যে পাওয়ার গিড বসে যাবে তাঁদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না ? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।" যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এই কাজ করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তিনি ।
লকডাউনের মাঝে বাড়িতেই দলের প্রতিষ্ঠা দিবস পালন রাহুল সিনহার - food to 6 people
লকডাউনের মাঝে দলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন রাহুল সিনহা । বাড়িতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।
![লকডাউনের মাঝে বাড়িতেই দলের প্রতিষ্ঠা দিবস পালন রাহুল সিনহার rahul sinha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6688360-619-6688360-1586182870130.jpg?imwidth=3840)
কলকাতা, 6 এপ্রিল : BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে বাড়িতেই দলের 40তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন রাহুল সিনহা। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই দলীয় পতাকা তোলেন তিনি। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।
রাহুলবাবু বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে লকডাউনের মাঝে আমরা নিজের নিজের বাড়িতে দলের 40 তম প্রতিষ্ঠা দিবস পালন করছি । আর আজকের দিনে দলের কার্যকর্তারা একবেলা না খেয়ে অন্তত 6 জন মানুষকে খাবার দেবেন। সমাজের জন্য অনেকে কাজ করছেন। তাঁদের জন্যই এই কার্যক্রম। এরকম জরুরি পরিস্থিতিতে চিকিৎসক , স্বাস্থ্যকর্মী, নার্স, বিদ্যুৎকর্মী, জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহ দিতে এই কর্মসূচি।"
তিনি আরও বলেন, "যাঁরা মিথ্যা প্রচার করেছিল যে পাওয়ার গিড বসে যাবে তাঁদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না ? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।" যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এই কাজ করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তিনি ।