ETV Bharat / city

ছোটো ভাই বিগড়ে গেলে চড়-থাপ্পড় মারতেই হয়, বললেন প্রাক্তন কর্নেল - west bengal

ছোটো ভাই বিগড়ে গেলে চড়-থাপ্পড় মারতেই হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর আজ একথা বলেন অসম রেজিমেন্টের প্রাক্তন কর্নেল আশিস দাস।

আশিস দাস
author img

By

Published : Feb 26, 2019, 11:42 PM IST

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : "ভারত চায় সব দেশের সঙ্গে শান্তিতে থাকতে। ভারত বড় ভায়ের মতোই দেখে। কিন্তু ছোটো ভাই বিগড়ে গেলে তাকে চড়-থাপ্পড় মারতেই হয়।" পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর আজ একথা বলেন অসম রেজিমেন্টের প্রাক্তন কর্নেল আশিস দাস। তিনি বলেন, "আমরা এটা বুঝিয়ে দিয়েছি যে আমরা আর নরম নেই। এতদিন ধরে পাকিস্তান আমাদের সহনশীলতার অনেক সুযোগ নিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদেরই। আমরা আমাদের জমিতেই ওদের মেরেছি।"

আশিসবাবু বলেন, "এতে আমরা কোনও জাতীয় সীমানা অতিক্রম করিনি। কোনও আন্তর্জাতিক আইন বা নিয়ম ভাঙিনি। কেউ বলতে পারবে না ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার কোনও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছে। ওখানে যে জঙ্গি ট্রেনিং ক্যাম্প ছিল এই তথ্য আমাদের কাছে অনেক আগে থেকেই ছিল। শুধু একটা রাজনৈতিক বিলের দরকার ছিল। নরেন্দ্র মোদির সাহস ছিল। তাই এটা করতে পেরেছেন।"

প্রাক্তন কর্নেল আরও বলেন, "২০০৪ সালে পাকিস্তান ভারতের সঙ্গে একটা চুক্তি করে। সেই চুক্তিতে বলা হয় পাকিস্তানের জমি ব্যবহার করে কোনও জঙ্গি কার্যকলাপ করা যাবে না। কিন্তু পাকিস্তান এই কাজ আটকাতে পারছে না। পাকিস্তানের নিজেদের লোককেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা তো পাকিস্তানের সরকারের বিরুদ্ধে কিছু করিনি।"

undefined

তিনি আরও বলেন, "পাকিস্তানের সেনাবাহিনীর দিক থেকেও কোনও ক্ষমতা নেই। অর্থের দিক থেকেও কোনও ক্ষমতা নেই। এই ঘটনার আগে ভারত সরকার ২৩টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে। তাঁদের বুঝিয়েছে। আমরা অনেক সহ্য করেছি। আর না। ইজরায়েল যদি করতে পারে। আমরাও সেটা করতে পারি। সেটা আমরা আজ দেখিয়ে দিয়েছি। পাকিস্তান ভারতের কিছুই করতে পারবে না। কারণ ওদের কাছে কোনও ক্ষমতাই নেই। আশা করছি এবার পাকিস্তান নিজেকে জাগিয়ে নেবে। নয়তো ওদের লোক মরবে। ওদের সমাজ নষ্ট হবে। যদি জঙ্গিদের এখন না সামলায় দেশটা পুরো ভেঙে যাবে।"

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : "ভারত চায় সব দেশের সঙ্গে শান্তিতে থাকতে। ভারত বড় ভায়ের মতোই দেখে। কিন্তু ছোটো ভাই বিগড়ে গেলে তাকে চড়-থাপ্পড় মারতেই হয়।" পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর আজ একথা বলেন অসম রেজিমেন্টের প্রাক্তন কর্নেল আশিস দাস। তিনি বলেন, "আমরা এটা বুঝিয়ে দিয়েছি যে আমরা আর নরম নেই। এতদিন ধরে পাকিস্তান আমাদের সহনশীলতার অনেক সুযোগ নিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদেরই। আমরা আমাদের জমিতেই ওদের মেরেছি।"

আশিসবাবু বলেন, "এতে আমরা কোনও জাতীয় সীমানা অতিক্রম করিনি। কোনও আন্তর্জাতিক আইন বা নিয়ম ভাঙিনি। কেউ বলতে পারবে না ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার কোনও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছে। ওখানে যে জঙ্গি ট্রেনিং ক্যাম্প ছিল এই তথ্য আমাদের কাছে অনেক আগে থেকেই ছিল। শুধু একটা রাজনৈতিক বিলের দরকার ছিল। নরেন্দ্র মোদির সাহস ছিল। তাই এটা করতে পেরেছেন।"

প্রাক্তন কর্নেল আরও বলেন, "২০০৪ সালে পাকিস্তান ভারতের সঙ্গে একটা চুক্তি করে। সেই চুক্তিতে বলা হয় পাকিস্তানের জমি ব্যবহার করে কোনও জঙ্গি কার্যকলাপ করা যাবে না। কিন্তু পাকিস্তান এই কাজ আটকাতে পারছে না। পাকিস্তানের নিজেদের লোককেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা তো পাকিস্তানের সরকারের বিরুদ্ধে কিছু করিনি।"

undefined

তিনি আরও বলেন, "পাকিস্তানের সেনাবাহিনীর দিক থেকেও কোনও ক্ষমতা নেই। অর্থের দিক থেকেও কোনও ক্ষমতা নেই। এই ঘটনার আগে ভারত সরকার ২৩টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে। তাঁদের বুঝিয়েছে। আমরা অনেক সহ্য করেছি। আর না। ইজরায়েল যদি করতে পারে। আমরাও সেটা করতে পারি। সেটা আমরা আজ দেখিয়ে দিয়েছি। পাকিস্তান ভারতের কিছুই করতে পারবে না। কারণ ওদের কাছে কোনও ক্ষমতাই নেই। আশা করছি এবার পাকিস্তান নিজেকে জাগিয়ে নেবে। নয়তো ওদের লোক মরবে। ওদের সমাজ নষ্ট হবে। যদি জঙ্গিদের এখন না সামলায় দেশটা পুরো ভেঙে যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.