কলকাতা, 1 অগাস্ট : 7 অগাস্ট প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল । আজ এমনই ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানান, "অনলাইনে প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল । পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের (WBJEEB) অনুমোদিত কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন ।"
চলতি বছরে কোরোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার বহু আগেই হয়ে গেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । 2 ফেব্রুয়ারি হয়েছিল পরীক্ষা । এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 88 হাজার 800 জন । অসম ও ত্রিপুরা মিলিয়ে মোট 219 টি পরীক্ষাকেন্দ্র ছিল WBJEE-র । পরীক্ষার উপর কোরোনার প্রভাব না পড়লেও ফলাফল প্রকাশ দীর্ঘদিন থমকে ছিল ভাইরাসের প্রকোপে । অবশেষে প্রায় 6 মাস পর প্রকাশিত হতে চলেছে WBJEE-র ফলাফল ।
আজ জয়েন্টের ফলাফলের দিন ঘোষণার সময় শিক্ষামন্ত্রী বলেন, "7 অগাস্ট আমরা জয়েন্টের ফলাফল অনলাইনে প্রকাশ করব । পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের (WBJEEB) অনুমোদিত যতগুলি কেন্দ্র আছে, সেখান থেকে ফলাফল দেখতে বা ডাউনলোড করতে কোনওরকম টাকা লাগবে না । ফলাফলের ডাউনলোড কপি সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের দিয়ে দেওয়া হবে ।"