কলকাতা, 14 ডিসেম্বর: 11 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ 2016 সালের আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে । সেই রায়কে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে আপিল করবে ? নাকি নির্দেশ মেনে 4 জানুয়ারি থেকেই নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে ? তা নিয়ে প্রশ্ন উঠছিল সংশ্লিষ্ট মহলে । আজ স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, 4 জানুয়ারি থেকেই শুরু করা হবে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাই প্রক্রিয়া । আজ স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: বাতিল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া, হতাশাগ্রস্ত চাকরিপ্রার্থীরা
টেট পরীক্ষার ফলপ্রকাশের পর 2016-র 23 সেপ্টেম্বর আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয় । 24 অক্টোবর পর্যন্ত চলে আবেদন গ্রহণ প্রক্রিয়া । তারপর বেশ কয়েক বছর পর 2019 সালে আবেদনের ভিত্তিতে শুরু হয় প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া । কিন্তু, নথি যাচাই, ইন্টারভিউ, মেধাতালিকা প্রকাশ, প্রতিটি স্তরেই উঠেছে অস্বচ্ছতার অভিযোগ । বহু মামলা দায়ের হয় হাইকোর্টে । এমনকী মামলা চলাকালীন 2019 সালের 4 অক্টোবর স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত প্রভিশনাল মেধাতালিকাতেও বহু অসঙ্গতির অভিযোগ উঠেছে । দীর্ঘদিন ধরে চলা সেই মামলার রায়ে 11 ডিসেম্বর বাতিল করা হয় 2016 সাল থেকে চলে আসা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া । নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । সেই নির্দেশ অনুযায়ী, 2021 সালের 4 জানুয়ারি থেকে শুরু করতে হবে প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া । যা 5 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে । 10 মে-র মধ্যে প্রকাশ করতে হবে ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা । সেই তালিকার প্রকাশের আট সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে চূড়ান্ত মেধাতালিকা । সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31 জুলাইয়ের মধ্যে । হাইকোর্টের এই নির্দেশ আসার পর আগামী পদক্ষেপ কী হবে তা নির্ধারণ করতে গত শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা ও অন্য আধিকারিকরা দেখা করেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: আগামীকাল আপার প্রাইমারি মামলার রায়
সূত্রের খবর, সেই বৈঠকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ না করে 4 জানুয়ারি থেকেই নথি যাচাই প্রক্রিয়া শুরু করার পক্ষে মত দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । শিক্ষামন্ত্রীও সেই মতের পক্ষে ছিলেন বলে জানা যায় । যদিও সেই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । জানা গিয়েছে, মতামতের প্রেক্ষিতে রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছিল । সূত্রের খবর, আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা । সেই বৈঠকে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে । সেই সিদ্ধান্তের ভিত্তিতে 2021 সালের 4 জানুয়ারি থেকেই শুরু হবে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া ।