কলকাতা, 27 জুন: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত কোণঠাসা রাজ্য সরকার ৷ তার মধ্যেই এ বার অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানালেন মেধাতালিকাভুক্ত একাধিক চাকরিপ্রার্থী (WBCSC Recruitment Scam Eligible Candidates Want CBI Investigation) ৷ রবিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন চাকরিপ্রার্থীরা ৷
ইতিমধ্যে, কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মেধাতালিকায় থাকা বহু চাকরিপ্রার্থী ৷ সেই মামলা চলাকালীন এ বার মেধাতালিকায় থাকা প্রত্যেকের প্রাপ্ত নম্বর প্রকাশের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা ৷ সেই সঙ্গে একাধিক অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্যের মন্ত্রীদের আত্মীয় থেকে শুরু করে শাসক দলের নেতাদের পরিচিতরা যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে চাকরি পেয়েছেন ৷ আর যাঁদের যোগ্যতা আছে, তাঁদের আন্দোলন করতে হচ্ছে ৷
ওই সাংবাদিক বৈঠকে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, অধ্যাপকের চাকরি পাওয়ার বয়সের যে সময়সীমা, তা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অনেকে নিয়োগপত্র পেয়েছেন ৷ এমনকী মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে নিয়োগপত্র পেয়েছেন বলে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন ৷ কিন্তু, কলেজ সার্ভিস কমিশন এখনও পরীক্ষার নম্বর প্রকাশ করেনি বলে জানিয়েছেন তাঁরা ৷
এ দিনের সাংবাদিক বৈঠকে নিয়োগ সংক্রান্ত এমন নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ করেছেন অধ্যাপকের চাকরিপ্রার্থীরা ৷ পাশাপাশি আগামী দিনে আরও এমন অনিয়মের তথ্য তারা প্রকাশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷ তাঁরা আশঙ্কা প্রকাশ করে জানান, টেট ও এসএসসি-র মতো পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ আর সেটা বড় মাপের দুর্নীতি বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা ৷